TaniYa

TaniYa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TaniYa, Digital creator, Wari.

আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না!!!এখন একটা একটা করে পয়েন্ট বলি।১.যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আম...
26/05/2025

আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না!!!এখন একটা একটা করে পয়েন্ট বলি।
১.যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে (আয়াশ যখন আমার পেটে তখন পারিবারিক একটা জামেলার কারনে জানতে পারি তিশা বিয়ের বেপারে রাজি ছিল না আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে।)
২.লাস্ট ৩মাস ধরে আমাদের মধ্যে যে কোন বিষয় নিয়ে জগড়া হইলেই তিশা আমার সামনে আহাদ কে বলে বিয়ে করতে না করছিলাম কেন করছ। এই কথাটা আমি নিজের কানে সুনছি ৪-৫বার আর ২বার সুনছি রাস্তা থেকে আইন্না বিয়ে করছে,জাত পাত না দেইখা বিয়ে করলে এমন এ হয়।আমাদের সব জামেলা কিন্ত বলতে গেলে কিছু কমন বেপার নিয়া ই হয়।
৩.এখন জগড়ার মেইন বেপার গুলা বলি। আমি যখন এ আহাদ কে বলতাম সারা দিন পার হইয়া যায় তুমি আমাকে একটু হাগ করো না কেন, আমাকে কেন একটু সময় দেও না, (এই খানে সময় দেওয়া মানে এই না যে ফিজিকেল করতে হবে।) আমি এই কথা আহাদ কে বললেই বলে আমি মেন্টালি পেসার দেই তখন তিশা কিছু বলত না বাট আয়াস হওয়ার পর থেকেই তিশা ও বলতে সুরু করে আমার হাসবেন্ট কে কেন তুই মেন্টালি পেসার দেস। আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে আমাকে একটু ভালবাসো তাহলে আমি তার কাছে কেমন বউ।
৪.বিয়ের পর থেকেই একটার পর একটা জামেলা তখন থেকে আমি চলে আসতে চাই সব সময় আমাকে তিশা ই আটকায়। একটা সময় তিশা প্রেগন্যান্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে। তখন আমি বাবু নেই।
৫.আমি যানি আহাদ আমাকে তিশার মত ভালবাসতে পারবে না আমি কখনই আহাদ কে ফোর্স করি নাই যে আমাকে অ তিশার মত ভালবাসো। তাই বলে আমকে এমন ভাবে কস্ট দিতে হবে ২ জন এ গলায় লাভ বা*ইট নিয়ে ঘুরে এগুলা দেখে আমার খারাপ লাগে না? এক বিছানায় সুইলেও তিশারে জ*রা*ইয়া ধ*ইরা সু*ইয়া থাকে আমি আমার মত এক কনায় পইরা থাকি আমার কস্ট হয় না নাকি আমি রোবট।
৬. আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগন্যান্ট ১৬ দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এইটা নিয়া আমকে কি ব্লেম দিল আমি ফিজিকেল করার জন্য পেসার দেই।মেডিকেল থাকা অবস্থায় আহাদ এর জন্ম দিন এর ২ দিন আগে আমি দেখা করতে যাই তখন তিশা কে বলি আমি ভাবছিলাম আজকে আহদ এর জন্ম দিন একটা কেক নিয়া আস্তে চাইছি তখন আমাকে তিশা বল্লো এই অবস্থায় কেক আনলে আহাদ লাত্থি দিয়া ফালাইয়া দিত। ঠিক ২ দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল কই তখনতো আহাদ কেক লাত্থি দিয়া ফালাইয়া দিল না।
৭.আমার শশুর শাশুড়ী আমাকে কেন পছন্দ করবে না?? তারা যেহেতু ভিডিও তে আসে আমি আসা করব সরাসরি জেন বলে আমাকে পছন্দ করে না।আর আমার ননাস তার সাথে একবার গুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছু দিন পর থিক ও হয়ে জায়।
৮.আমার শশুর আমাদের বাসায় কম আসা জাওয়া করে তার ছেলে আহাদ এর ব্যবহার এর কারনে।
৯.আমার বাবা মা কখনই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লভি না তিশার আম্মু কে যখন ৫ লাখ টাকা দিয়ে সন্নের চুরি কিনে দেওয়া হয় তখন এ আমাদের মধ্যে কথা হয় আমাদের ৩ পরিবারের জন্যই কিছু না কিছু করব তারপর ঈদ এর মধ্যে আমার বাবাকে ১লাখ টাকা দেওয়া হয় আর আমার শশুর কে তার ফারমেসি নতুন করে ডেকরেসন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই তার পর থেকে ই আমাদের রিন সুরু হয়।
১০.আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি জামেলার কারনে আমার ফোন ভেংগে ফেলা হয় র আমার আই ফন তারপর তিশার আই ফোন আগে এ বিক্রি করা হয় রিন দেওয়ার জন্য আমার গয়না তিশার গয়না বন্ধক দেওয়া আগেই।
১১. আর একবার আয়াস যখন ছোটো আমি রাগ করে চলে যাই আয়াশ কে রেখে তখন ও এই সেইম যামেলা আহাদ র আমার মধ্যে তখন আমি বলসি আমি আলাদা রুম এ ঘুমাতে চাই একদিন আহাদ আমার সাথে ঘুমাবে একদিন তর সাথে তখন তিশা বলে আমাকে এক ফ্লাট এ আমি তর সাথে থাকতে পারব না আমার কাছে ছোটোলকি লাগে তুই অপরে থাক আমি নিছে থাকি। আমার কোনো মত ছিল না আলাদা ফ্লাট এ থাকার।
এইভাবে থাকতে আমার মানসিক কস্ট হয়।আমি ব্যাথ্।আমি পারি নাই সামির মন জুগিয়ে চলতে। আর কথায় কথায় ভিবিন্ন রকমের খোটা আমি পারতিছি না। আমি চাই আহাদ তিশা এক সাথে ভাল থাক।আমার জন্নই নাকি অদের মধ্যে বার বার যামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো জামেলা হক।আমি আমার মত ভাল থাকতে চাই।

লিখেছেন : আঁখি 🥲

সবাই বলে যাবেন
24/05/2025

সবাই বলে যাবেন

আমাদের ১জন সাবস্ক্রাইবার খুঁজে পেলেই দেওয়া হবে Air Condition
24/05/2025

আমাদের ১জন সাবস্ক্রাইবার খুঁজে পেলেই দেওয়া হবে Air Condition

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো...
22/05/2025

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?

আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো চাই বলেই তার মুখে এক চামচ আরেক চামচ খাবার তুলে দিই। কখনো সে না চাইলে মুখ জোর করে খুলে দিই, চোখ রাঙিয়ে বলি, “না খেলে বড় হবে কী করে?” কিন্তু জানি কি, এই ভালোবাসার চাপে, আদরের নামে কখনো কখনো মৃ**ত্যুও এসে যেতে পারে?

সম্প্রতি এই হৃদয়বিদারক ঘটনা চোখে পড়েছে। অসুস্থ অবস্থায় একটি ছোট্ট শিশু হাসপাতালে আনা হয়। কিন্তু কিছুই করার ছিল না। চিকিৎসক জানান, অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণেই শিশুটির মৃ**ত্যু হয়েছে।
ভাবা যায়?
আমার বুক ফেটে কান্না আসছে এটা দেখে!😔😔

শিশুর শরীর ছোট, হজমক্ষমতা সীমিত। তারা যখন না খেতে চায়, অনেক সময় শরীর নিজেই সংকেত দেয়,আমি এখন নিতে পারছি না। কিন্তু আমরা বড়রা সেই সংকেত বুঝতে না পেরে নিজেদের চিন্তাধারাই চাপিয়ে দিই। যেন না খেলে সে অপুষ্টিতে ভুগবে, দুর্বল হয়ে পড়বে, অথচ অতিরিক্ত খাওয়ানো যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে, সেটা ভুলেই যাই।

মনে রাখবেন,অতিরিক্ত খাওয়ানোর ফলে বমি ও শ্বাসকষ্ট হতে পারে!!জোর করে খাওয়ালে খাবার শ্বাসনালিতে ঢুকে যেতে পারে।
পেটের অস্বস্তি ও ফোলাভাব, গ্যাস হয় যা শিশু বুঝিয়ে বলতে পারে না, কিন্তু কষ্ট পায়!!

আমার পেজে অনেক মা আছেন,আমি রিকোয়েস্ট করছি প্লিজ শিশু না চাইলে জোর করবেন না।
বাচ্চার স্বাভাবিক খাওয়ার ইচ্ছাকে সম্মান জানাবেন!!

আর বাচ্চার খাবার কখনো পরিমাণে নয়,পুষ্টিতে গুরুত্ব দিবেন সবসময়!!

অবশ্যই খেয়াল রাখবেন,খাওয়ানোটা যেন খেলার মতো মজা হয়, ভয়ের নয়!!

আমাদের সন্তানের সুস্থতা আমাদের সচেতনতার ওপরই নির্ভর করে। আদর করুন, খেয়াল রাখুন, কিন্তু কখনোই ভালোবাসার নামে তার ক্ষতি করে ফেলবেন না।
🥺🥺
সচেতনতামূলক পোস্ট হিসেবে সবার টাইমলাইনে শেয়ার করে দিবেন এটা,প্রতিটা মা যেনো নিজের ভুলটা বুঝতে পারে।।😔

✍️ Falaaq's Day Out

সান্ডার পরিবার 😆❤️
18/05/2025

সান্ডার পরিবার
😆❤️

14/05/2025

আমিন

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaniYa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share