Manjurolhasan Masum

Manjurolhasan Masum আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই?
(3)

22/07/2023

এই পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ প্রাণী/প্রজাতি বাস করে । এর মধ্যে একমাত্র মানুষ ছাড়া কেউ কিন্তু আয় রোজগার করে না। খায় আর ঘুমায় । মানুষ ছাড়া কেউ না খেয়ে মারা যায় না ।
কারো স্বাভাবিক মৃত্যু হয় । কারো অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যু হবে এটা সবাই জানে । যতদিন বাঁচি, ততদিন শুধু খাবার অন্বেষণের জন্যই বাঁচি। কিভাবে অঢেল সম্পদ করা যায়, সে ভাবনায় মগ্ন থাকি। পিছনে ফিরে তাকাতে চাই না । সবাই মনে করে আমিই সেরা ।
আমি ছাড়া সংসার চলবে না । আমি ছাড়া এই দেশ চলবে না । আসলে কি তাই ?
আপনার দাদা-বাবা কেউ নাই । তাই বলে কি আপনার সংসার কি অচল হয়ে গেছে ?
আপনার গ্রামের ৫০ বছর আগের সেই ভালো চেয়ারম্যান এখন আর নাই । তাই বলে কি গ্রামের উন্নয়ন কি থেমে আছে । কারো জন্য কোন কিছু থেমে থাকে না। একবার ভাবুন , আপনার পূর্বপুরুষের মতো আপনিও যদি না থাকেন পৃথিবীতে, তাহলে কারো কিছু যায় আসবে না । সংসারের জন্য অনেক বাজার করেছেন । কোনটাই নাই, সব শেষ হয়ে গেছে। আখেরাতের জন্য বাজার করুন ,সেটা কখনো শেষ হবে না ।
মহান আল্লাহতালা- সবাইকে সুস্থতার সাথে ভাল রাখুন, আমিন।

22/07/2023

কিছু কিছু সময় হয়তো তোমার আপন মানুষ গুলোই তোমাকে এত কষ্ট দেয়, এতটা খোঁটা দেয় এতো অবহেলা করে....
যে তোমার পক্ষে চুপ থাকা সম্ভব হয়না। তুমি আর নিতে পারোনা। তুমিও জবাব দেওয়া শুরু করে দাও।

কিন্তু ভেবে দেখো কী লাভ?
সে বলছে, তুমিও বলছ।
তুমিও বলছ, সেও বলছে।
শেষ হচ্ছে কি? হচ্ছে না। পরিস্থিতি আরো জটিল হচ্ছে।
তুমিই বরং নীরব হয়ে যাও। কিন্তু তুমি কেন চুপ হবে তাই তো? তুমি তো ভুল কিছু করোনি!!!

- আচ্ছা যদি তুমি শিউর থাকো, তবে তোমাকে তর্ক করে বুঝাতে হবে۔না প্রমানে যেতে হবে না
Demonstrate with your actions.

তুমি বরং সুযোগ দাও মানুষটাকে। আর নীরবে দেখতে থাকো সে তোমাকে কতটা আর কতক্ষন কষ্ট দিলে তিনি তুষ্ট হয়?
তোমার রিএকশন না পেলে ১০০% নিশ্চিত সে কোন ক্ষমতাই তোমার উপর দেখাতে পারবেনা

ভেবোনা, কেয়ামত পর্যন্ত তিনি তোমাকে কষ্ট দিতে পারবে। কারণ তার আগেই তোমার বা তার মৃত্যু হয়ে যাবে। প্রকৃতি কাউকে ছাড়ে না, দু দিন আগে পরে হলেও সে তার শাস্তি পেয়ে যাবে

এই যে তুমি লড়াই করতে চাও, কিন্তু মুলত তুমি কার বিরুদ্ধে লড়াই করতে চাও? নিজের শান্তির বিরুদ্ধে?

তুমি নিজের মধ্যে ধৈর্য্যশক্তি বাড়াও। অন্তত বলতে পারবা তোমার রবের একটা বিশেষ গুণ তুমিও নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছ।
এখনও কি তুমি চুপ থাকতে পারছ না?

তাহলে এটাও শোন, যখন কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বলে, আর তুমি চুপ থাকো, তখন তুমি বরং বেশি ক্ষমতাশীল হয়ে পড়ার ক্ষমতা রাখো ।

কারণ, নেগেটিভ চিন্তা তার ব্রেইনে ডিসফাংশনাল এক্টিভিটিসকে চালু রাখে তখন সে নেক্সট সব কিছুতেই নিজে নিজের বিষাক্ত প্যাটার্নে ক্ষতিগ্রস্থ হতে থাকে ।

•একজন মানুষ ভেতর থেকে কখন বেশি শক্তিশালী থাকে জানো???

"যখন সে নীরব থেকে সিক্রেটভাবে ভেতরগত কিছু হোমওয়ার্ক করে। তার সামনের স্টেপস কি হবে? রেডি করে ফেলতে পারে।"

• নীরব থাকা মানে একদম চুপ হয়ে বসে থাকা না।

এর রহস্য হচ্ছে,নিজেকে দিয়ে অসম্ভব রকমের কাজ করিয়ে নেওয়া। প্রচুর বই পড়ে ফেলা,নিজেকে বেটার প্রেজেন্ট করার স্কিল , সাইকোলজিক্যাল স্কিল নখদর্পণে নিয়ে আসা।

নিজেকে পুরোই ইমোশনালভাবে তৈরি করা। মানসিক স্বনির্ভরতা জীবনের মূল হাতিয়ার ।

- যা তোমাকে রপ্ত করা শিখতে হবে যদি তুমি সবকিছুর ঊর্র্ধ্বে বিজেতা হতে চাও

30/03/2023
23/11/2022

তিনকাজে বিলম্ব করিও নাঃ
 (১) নামাজ এর ওয়াক্ত হলে।
 (২) মেয়ে বিয়ের উপযুক্ত হলে। ও
 (৩) লাশ এর জানাযা হয়ে গেলে।
★তিনটি জিনিস একবার আসেঃ
 (১) মাতা-পিতা
 (২) সৌন্দর্য্য
 (৩) যৌবন।
★তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ
 (১) বন্দুকের গুলি
 (২) মুখের কথা
 (৩) শরীরের রূহ।
★তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
 (১) সু-সন্তান
 (২) সদকা
 (৩) ইলম।
★তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
 (১) চুরি
 (২) চোগলখোরী
 (৩) মিথ্যা।
★তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ
 (১) হিংসা
 (২) অভাব
 (৩) সন্দেহ।
★তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
 (১) উপদেশ
 (২) উপকার
 (৩) মৃত্যু।
★তিনটি জিনিসকে আয়ত্বে রেখঃ
 (১) রাগ
 (২) জিহবা
 (৩) অন্তর।
★তিনটি জিনিস অভ্যাস করঃ
 (১) নামাজ
 (২) সত্য বলা
 (৩) হালাল রিযিক।
★তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
 (১) মিথ্যা
 (২) অহংকার
 (৩) অভিশাপ।
★তিনটি জিনিসের জন্য যুদ্ধ করঃ
 (১) দেশ
 (২) জাতি
 (৩) সত্য।
★তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার
করঃ
 (১) কলম
 (২) কসম
 (৩) কদম
★তিনটি জিনিস ধ্বংস হয়ে যায়ঃ
 (১)হিংসা
 (২) লোভ
 (৩) অহঙ্কার

ডিম খাওয়া বন্ধ করে দিলাম।  যারা  সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ালো তাদের উচিত শিক্ষা হওয়া দরকার। ডিম না খাইলে মানুষ মরে ...
20/08/2022

ডিম খাওয়া বন্ধ করে দিলাম। যারা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ালো তাদের উচিত শিক্ষা হওয়া দরকার। ডিম না খাইলে মানুষ মরে না।

চাঁদের এই ৪৮টি রঙ ক্যাপচার করতে ফটোগ্রাফার মার্সেলা জুলিয়া পেসের ১০ বছর লেগেছে!
19/08/2022

চাঁদের এই ৪৮টি রঙ ক্যাপচার করতে ফটোগ্রাফার মার্সেলা জুলিয়া পেসের ১০ বছর লেগেছে!

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনদাবানল শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগ আয়োজিতপ্রতিভার সন্ধান ২০২২ এর পুরস্কার বিতরণউপলক্ষে মনোজ্ঞ ন...
19/08/2022

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন
দাবানল শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগ আয়োজিত
প্রতিভার সন্ধান ২০২২ এর পুরস্কার বিতরণ
উপলক্ষে মনোজ্ঞ নাশীদ মাহফিল

তারিখ : ২৬ আগষ্ট-২০২২, শুক্রবার, বিকাল ৫ টায়
স্থান : কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা

টিকেট প্রাপ্তিস্থান
পল্টন : 01736662011
উত্তরা : 01913046655
যাত্রাবাড়ী : 017717940
মুহাম্মদপুর : 01628109144
লালবাগ : 01729179215
এছাড়াও প্রোগ্রাম স্থলে টিকেট পাওয়া যাবে।

এটি হচ্ছে সিঙ্গাপুরের রাজধানীর একটি উন্নয়নের চিত্র!! কেউ ভুল করে বাংলাদেশ ভাববেন না। 🫣তথাকথিত আধুনিক উন্নয়নশীল এই দেশের ...
17/08/2022

এটি হচ্ছে সিঙ্গাপুরের রাজধানীর একটি উন্নয়নের চিত্র!!
কেউ ভুল করে বাংলাদেশ ভাববেন না। 🫣

তথাকথিত আধুনিক উন্নয়নশীল এই দেশের প্রতিটি জনগণের পকেট থেকে টেক্স কাটা হয় এসব জঞ্জাল ঠিক করা জন্য। একটি শহর পরিচ্ছন্ন, ঝুঁকিমুক্ত ও পরিপাটি রাখার জন্য।

জনগণের কষ্টার্জিত সেই টাকায় দুর্নীতিবাজ অসাধু জনপ্রতিনিধিরা নিজেদের উদরপূর্তি করে এসেছে স্বাধীনতার পর থেকে আজ অবধি।

যতোদিন কোন তাক্বওয়াবান সৎ লোকের হাতে দায়িত্ব অর্পিত না হবে ততোদিন এই দুর্দশা কাটবে না।

প্রাকৃতিক ভিউ at মোংলা বাগের হাট।
15/08/2022

প্রাকৃতিক ভিউ at মোংলা বাগের হাট।

Address

13/6/1 K, M, Dash, Lean
Wari
1203

Telephone

+8801711397934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manjurolhasan Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manjurolhasan Masum:

Share