Tasting with Sourav

Tasting with Sourav I'm not a food vlogger I'm just Hungry
(2)

11/07/2025

Mahim Makes ভাইয়ের রেসিপি ফলো করে তৈরি করে ফেললাম বিফ কাবাব।

Unique একটা বিফ BBQ রেসিপি।আসছে Tasting with Sourav এর পেজে।
09/07/2025

Unique একটা বিফ BBQ রেসিপি।
আসছে Tasting with Sourav এর পেজে।

07/07/2025

ঘুরে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার এমন একটি গ্রামে যার পাশেই রয়েছে ভারতের আগরতলা প্রদেশ।আখাউড়াতে কাটানো একটি দিন।

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রাকৃতিক এবং ভৌগোলিক সুন্দর্য্যে ভরা আখাউড়া উপজেলা।এখানে রয়েছে আখাউড়া স্থলবন্দ...
06/07/2025

আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রাকৃতিক এবং ভৌগোলিক সুন্দর্য্যে ভরা আখাউড়া উপজেলা।এখানে রয়েছে আখাউড়া স্থলবন্দর আর এই বন্দরের ওপারে রয়েছে ভারতের আগরতলা প্রদেশ।

30/06/2025

জুলাই

22/06/2025

06/06/2025

সবাইকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা।
🐮ঈদ মোবারক🐮

03/06/2025

শাহবাগে অবস্থিত আজিজ মার্কেটের নিচে থাকা মুসলিম সুইটসের চিকেন শর্মা।ঢাকার সবথেকে কম দামি শর্মা।

আজিজ মার্কেটের নিচের মুসলিম সুইটস এর শর্মা।প্রাইস: ৮০/- টাকা
02/06/2025

আজিজ মার্কেটের নিচের মুসলিম সুইটস এর শর্মা।
প্রাইস: ৮০/- টাকা

31/05/2025

১৯৩৯ সাল থেকে চলমান পুরান ঢাকার নাজিরা বাজারে অবস্থিত হাজী বিরিয়ানি।যা শুধু পুরান ঢাকাতেই নয় সমগ্র বাংলাদেশে বিখ্যাত, কিন্তু কেন??

18/03/2025

এই গরমে শীতকাল কে কে Miss করছেন ভিডিওটি তাদের জন্য।শীতকালের একটি দিনের গল্প।

02/03/2025

সকলকে রামদানের অনেক অনেক শুভেচ্ছা
রামাদান মোবারক।
পুরো রমজান মাস জুড়ে আমর Tasting with Sourav এ থাকবে আমার চট্টগ্রাম এবং বান্দরবান ভ্রমণের ভ্লগ।
কেননা রমজান মাস ইবাদতের খাওয়ার নয়।

৩৩৪৯। মিকদাম ইবনে মাদীকারিব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র ভর্তি করে না। (যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে পাত্র থেকে ততটুকু খাদ্য উঠানো কোন ব্যক্তির জন্য দূষণীয় নয়)। যতটুকু আহার করলে মেরুদন্ড সোজা রাখা সম্ভব, ততটুকু খাদ্যই কোন ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোন ব্যক্তির উপর তার নফস (প্রবৃত্তি) জয়যুক্ত হয়, তবে সে তার পেটের এক-তৃতীয়াংশ আহারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

তাও চেষ্টা করবো ইফতার এবং সেহরি রিলেটেড ইনফরমেটিভ কিছু তুলে ধরার।

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasting with Sourav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share