SA Dream

SA Dream �সকল প্রশংসা আল্লাহর �
(2)

আপনার সন্তানের বয়স ৬ বছর হওয়ার সাথে সাথে তাদের কে আলাদা বিচানায় ঘুমাইতে দিন!ছেলে সন্তান ও মেয়ে সন্তান কে এক বিচানায় রাখব...
11/01/2026

আপনার সন্তানের বয়স ৬ বছর হওয়ার সাথে সাথে তাদের কে আলাদা বিচানায় ঘুমাইতে দিন!

ছেলে সন্তান ও মেয়ে সন্তান কে এক বিচানায় রাখবেন না।
আগের সময় টা এখন আর নেই! এখন ছেলে মেয়েরা বলা অল্প তেই বাল- পা'কনা হয়ে যায়।

আর স্বামি স্ত্রী মিলন করার সময় যেন বাচ্চা ছেলে মেয়েরা বুঝতে না পারে সেদিকে লক্ষ রাখা জ'রুরী। কারন এটা থেকে ও অনেক বাচ্চাদের মন মানসিকতা খারাপ দিকে নিয়ে যায়।

সুতরাং সাবধান! মা- বাবা। জামানাটা একদম আধুনিক!
সেটা মাথায় রেখেই সন্তানদের লালন পালন ও শাসনে রাখুন। নইলে এই সন্তান ছেলে হলে রাস্তা চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন কাউকে ছাড় দিবে না, সুযোগ বুঝে সবার ইজ্জতের ১ টা বাজাইবে। আর মেয়ে হলে চাচাতো ভাই, মামাতো ভাই, এমনি কি গ্রামের ছেলেদের ও চু..... সুযোগ দিবে।

এইটা কতটুকু সত্যি⁉️
11/01/2026

এইটা কতটুকু সত্যি⁉️

মেয়েকে ভর্তি করিয়েছেন মহিলা মাদরাসায়। সেখানেই মেয়ে আবাসিক থাকে। তিন বেলায় মা তার মেয়েকে খাবার দিতে যান। প্রতিদিন য...
11/01/2026

মেয়েকে ভর্তি করিয়েছেন মহিলা মাদরাসায়। সেখানেই মেয়ে আবাসিক থাকে। তিন বেলায় মা তার মেয়েকে খাবার দিতে যান। প্রতিদিন যাতায়াতের সুবাদে হুজুরের সাথে ভালোই খাতির জমে ছাত্রীর মায়ের। আস্তে আস্তে তা গভীর সম্পর্কে পরিণত হয়। আজকে মা তার মেয়েকে খাবার দিয়ে আসার সময় হুজুর তাকে অনৈ-তিক প্রস্তাব দেয়! পরে তারা দুজনেই এক রুমে গিয়ে অশা-লীন কার্যকলাপ শুরু করে!

খুশির ঠেলায় হুজুর সেই ভিডিও ধারণ করেন নিজের মোবাইলে। কিন্তু কে জানত তার অসাব-ধানতার কারণে সবকিছু এভাবে ফাঁ*স হয়ে যাবে! হুজুর বাসায় গিয়ে মোবাইল রেখে বাথরুমে গেলে, তার স্ত্রী হুজুরের মোবাইলটি হাতে দেন। এরপর হঠাৎ গ্যালারিতে গিয়ে ছাত্রীর মায়ের সাথে আপ*ত্তি*কর ভিডিওটি তার চোখে পড়ে।

মুহূর্তেই বিষয়টি নিয়ে হুজুর এবং হুজুরের বউ এর মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়। একপর্যায়ে হুজুর স্বীকার করেন ছাত্রীর মায়ের সাথে তার গোপন সম্পর্কের কথা।

কিন্তু হুজুরের বউ কিছুতেই বিষয়টিকে মেনে নিতে পারছিলেন না তাই তিনি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে বিষয়টি অবগত করালে তারা সাথে সাথেই হুজুরকে চাকরি থেকে বর-খাস্ত করে এবং ওই ছাত্রী কেউ মাদ্রাসা থেকে বের করে দেয়।

এদিকে এই ভিডিওটি হুজুরের ব‌উ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে তা ব্যাপক ভাবে ভাইরাল হয়ে যায়। এবং ওই ছাত্রীর বাবার নজরে আসে। সব মিলিয়ে ত্রিমুখী ঝা-মেলা তৈরি হয়ে যায়। ছাত্রীর বাবা বাসায় গিয়ে তার স্ত্রীকে হুজুরের সাথে তার ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করাতেই তিনি ভ্যা-পা-চ্যা-কা হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়।

ওদিকে হুজুরের স্ত্রীও হুজুরকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়।
মাদ্রাসার পাশে একটি মসজিদে হুজুর ইমামতি করতেন। মুসল্লিরা জানাজানি হওয়াতে হুজুরকে ইমামতির দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়ে দেয়।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন🥰

আমার লাস্ট পোস্ট এ আমি কিছু জিনিস বুঝাতে পারিনি। সবাই একতরফা ভাবে ধরে নিয়েছে আমি দোষ দিচ্ছি রোজা কে। মেয়ে হয়ে মেয়ে কে কি...
11/01/2026

আমার লাস্ট পোস্ট এ আমি কিছু জিনিস বুঝাতে পারিনি। সবাই একতরফা ভাবে ধরে নিয়েছে আমি দোষ দিচ্ছি রোজা কে। মেয়ে হয়ে মেয়ে কে কিভাবে দোষ দিলাম এই মর্মে আপু সমাজ আমাকে এমন ভাবে মধুর ভাষায় ধুয়ে দিলো যে আমি ভাষাহীন হয়ে ২০০+ ব্যান করলাম। যাইহোক কিছু বিষয় ডিটেইলস এ লিখি।

ঘটনা ১
আয়রা যখন ৭-৮মাস বয়সি তখন তাদের সাথে আমার এক রেস্টুরেন্ট এ দেখা হয় অফিসিয়াল মিটিং এ। আমি সেলিব্রেটি দেখলেই দৌড়ে গিয়ে তাদের বিরক্ত করা পছন্দ করিনা। আর কাজের সুবাদে এবং ইউনিভার্সিটি লাইফে এতো সেলিব্রেটি আশেপাশে ঘুরে বেড়িয়েছে যে আলাদা ফ্লেক্স আসেনা। যাইহোক খাওয়ার ফাকে ফাকে দেখলাম মিথিলা পুরো সময়টা (২ঘন্টা+) একাই আয়রা কে সামলানো+টেককেয়ার+নিজের খাওয়া কমপ্লিট করলো। তাহসান নিজের দিকে ফোকাসড ছিলো সেলফি নিচ্ছিলো, হয়তো মিথিলার খেতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে ২-১টা কথাও শুনাচ্ছিলো। কিন্ত একবারো দেখিনি মেয়েকে কোলে নিয়ে মিথিলাকে একটু স্পেস দিতে, একটু শান্তিতে খেতে দিয়ে। মিথিলা একদম ট্যিপিক্যাল মা আর তাহসান কেতারদুরস্ত বাবাই ছিলো। সেদিন ই বুঝেছিলাম হাজব্যান্ড হিসেবে এই লোক ফ্ল্যাক্সিবল না, কন্সার্ন না। উল্টো মেল ইগো নিয়ে চলা মানুষ...

ঘটনা ২
অফিসিয়াল একটা কর্পোরেট পিকনিক এর জন্য তাহসান এর ডিমান্ড ছিলো আমাদের জোনাল হেড এর। তাই আমরা তাকে হায়ার করি। পুরোটাই হাইলি প্রফেশনাল প্রসিডইউর মেইনটেইন করেই। সে আসে ৩ঘন্টা লেট করে, আমরা যদিও কিছু বলিনি, কিন্ত একটা প্রফেশনাল স্যরি আশা করেছিলাম। যাইহোক প্রোগ্রাম শুরুর আগে আমাদের ই এক ওয়ার্কার কলিগ তার সাথে ছবি তুলতে চাইলে মিষ্টি হেসে হেসে এমন কিছু অপমানসূচক কথা সে বলেছিলো যা শুনে সেই ভাই তাৎক্ষনাত বেড়িয়ে যায় এবং পরবর্তিতে এইচআর থেকে কনসোল করে তাকে কাজে ফেরানো হয়।

এই ২টা ঘটনাই অনেক কিছুই ইন্ডিকেট করে। মানুষ হিসেবে, হাজব্যান্ড হিসেবে তাহসান কেমন আমার মনে হয় না আরো ডিস্ক্রাইব করার দরকার আছে। তবে তাই বলে অপোজিটের মানুষ টাও যে দুধে ধোয়া তাও কিন্ত নয়। সংসার করতে গেলে ২পক্ষের ই স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ লাগে। তবে হ্যা বেশি টক্সিক হয়ে গেলে সেটা থেকে বের হয়ে আসাই মংগল। রোজার কোয়ালিফিকেশন তাহসানের বরাবর না, ফ্যামিলি স্ট্যাটাস ও না, তার বাবার ক্রি*মিনাল হিস্ট্রি আছে, কিন্ত তাই বলে সে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করেনা এমন তো বলিনি কোথাও। খুব বাজে ফ্যামিলির মেয়েও ভালো ফ্যামিলি পেতে চায় লাইফ সেটেল করতে, এই চাওয়া দোষের না বরং পজেটিভ। বিয়ের আগে কুফু মিলানো আমাদের ইসলামের রীতি। এসব কারনেই হয়তো এই নিয়ম।

মিথিলা বাচ্চার জন্য হয়তো চেস্টা করেছিলো সংসার টিকানোর, রোজার সেই পিছুটান নেই তাই সময় নষ্ট করেনি। আগের ডিভোর্স এর দায় মিথিলার উপর ই গিয়েছিলো, কুৎসিত মিডিয়া ট্রায়াল চলেছে বছরের পর বছর। এবারো হয়তো দায় রোজার উপরেই যাবে। এবারো মিডিয়া ট্রায়াল চলবে। পুরুষতান্ত্রিক সমাজে এটাই তো স্বাভাবিক। কারন এরা এই ২০২৬ এ এসেও বিলিভ করে "সোনার আংটি বাকাও ভালো"...

তাহসান-রোজা-মিথিলা নিয়ে আশা করি আমার আর কোন পোস্ট করার প্রয়োজন হবেনা কোনদিন। সবাই সবার মত করেই ভালো থাকুক। আল্লাহ্‌ আমাদের সবাইকে সঠিক হেদায়েত দান করুক...

11/01/2026

আমি বিবাহিত ছেলেকে বিয়ে করিনি🤔😧

ও আচ্ছা এই ব্যাপার🤔
11/01/2026

ও আচ্ছা এই ব্যাপার🤔

মক্কায় এলাকার আসে পাশে কিছু নি'ষিদ্ধ জী'ন থাকে, সঠিক দোয়া কালমা পড়ে চললে জী'ন আশে পাশে আসে না।কিন্তু মক্কা থেকে বের হবার...
10/01/2026

মক্কায় এলাকার আসে পাশে কিছু নি'ষিদ্ধ জী'ন থাকে, সঠিক দোয়া কালমা পড়ে চললে জী'ন আশে পাশে আসে না।

কিন্তু মক্কা থেকে বের হবার পর জী'ন যখন এই হালা*রে দেখছে,
তখন খুশিতে চিল্লাই উঠে বলে-* আমাগো অ'স্তাদ শয়'তানের বাদশা আইছে*😂

তারপর হালা*রে আছর করছে।🤔

আর তার পরিনতি এটা।🥱

আপনাদের কি মনে হয়⁉️💔
10/01/2026

আপনাদের কি মনে হয়⁉️💔

বান্ধবীকে খু'শি করতে মেয়ে সা*জলো বিটিভির পরিচালক পবন!বান্ধবীর অনুরোধে মেয়ে সেজে ছবি পাঠিয়েছে পবন। এই পবনকে একটু চেনায়ে দ...
10/01/2026

বান্ধবীকে খু'শি করতে মেয়ে সা*জলো বিটিভির পরিচালক পবন!

বান্ধবীর অনুরোধে মেয়ে সেজে ছবি পাঠিয়েছে পবন। এই পবনকে একটু চেনায়ে দেই।

যাদের নেতৃত্বে বিটিভির বার্তাকক্ষ ছিল আওয়ামী লীগের প্রচার সেল; নিউজ এবং অনুষ্ঠানের পর্দা ছিলো শেখ মুজিব-শেখ হাসিনাময়, যাদের দ্বারা ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের নামে লু*ট হয়েছে শত-শত কোটি টাকা, তাদের মধ্যে এই পবন একজন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও যে সি*ন্ডি'কেটের সদস্যরা আ"ন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও বিএনপি-জামাতকে জ---ঙ্গি বানিয়ে বারংবার সংবাদ, অনুষ্ঠান, ফিলার প্রচার করতো,সেই সিন্ডিকেটের অনতম্য সক্রিয় সদস্য এই পবন।

জাসদের সাবেক নেতা বিটিভির বর্তমান পরিচালক (বার্তা) নুরুল আজম পবন ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদ পদবিসহ সকল অবৈধ সুবিধা ভোগ করেছে। বিটিভি চট্টগ্রামের ২ বার জেনারেল ম্যানেজার এবং ১ বার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে কেন্দ্রকে অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছিলেন।

বিটিভিকে ব্যবহার করে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিজ এবং ভাইয়ের নামে জাহাজের অ*বৈধ ব্যবসা ও লঞ্চ ঘাটে চাঁ*দাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা লু*ট পা'ট করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পর পবন তার মু*খোশ পরিবর্তন করে ক্ষমতার অপপ্রয়োগে ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারের চলতি দায়িত্ব দিতে বাধ্য করেন কর্তৃপক্ষকে। শুধু তাই না, ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিটিভি অফিসার্স ক্লাব দখল করে সভাপতির পদ লুফে নিয়েছেন তিনি।

এতো ক্ষমতাবান একজন মানুষ শুধুমাত্র তার বান্ধবীর কথায় মেয়ে সেজেছে, দরকার পড়লে আরো অনেক কিছু সাজবে।

Copy paste

゚viralシalシ

10/01/2026

সিনেমায় 'মেথর' চরিত্রে অভিনয় করে নায়ক হিসেবে নাম লিখাচ্ছেন #এডলফ খান!

এই দা*গ গুলো বাচ্চাদের গায়ে মাঝে মাঝেই পাওয়া যায় , কিন্তু বুঝিনা কিভাবে আসে এগুলো? এটা হওয়ার কারন কি?😢তবে শুনেছি যখন বাচ...
10/01/2026

এই দা*গ গুলো বাচ্চাদের গায়ে মাঝে মাঝেই পাওয়া যায় , কিন্তু বুঝিনা কিভাবে আসে এগুলো? এটা হওয়ার কারন কি?😢

তবে শুনেছি যখন বাচ্চার বয়স মাত্র ১৮ মাস, এই বয়সী বাচ্চা মানেই ফেরেস্তার মতো নি*ষ্পাপ। তাছাড়াও ছোট বাচ্চারা ফেরেস্তাদের নিরা'পত্তায় থাকে।

তবুও অনেকেই বলছে খুব সম্ভবত- ''ইফরিত গো*ত্রী*য় এক শ*য়*ত্বন বাচ্চাটির শ/রী*রে এভাবে খামচি কে'**টে দিয়ে যাচ্ছে বার বার।

যদি করেই থাকে, তবে কেন শ*য়'ত্বন একটি নি'*ষ্পাপ বাচ্চার সাথে এমন করতেছে সে? কী জন্য হতে পারে সেই কারণগুলো?😢

আল্লাহ্ রক্ষা করিও!😰
সবাই বাবুটার জন্য একটু দোয়া করে দিয়েন! আল্লাহ্-হুম্মা আমিন।🤲

শরীরের এমন কোন জায়গা বাকি নেই সেখানে আ'ঘাতের চিন্হ নেই। বাচ্চা মেয়েটির মা চাকরিসূত্রে চট্টগ্রাম ও বাবা কক্সবাজার কর্মরত।...
10/01/2026

শরীরের এমন কোন জায়গা বাকি নেই সেখানে আ'ঘাতের চিন্হ নেই।
বাচ্চা মেয়েটির মা চাকরিসূত্রে চট্টগ্রাম ও বাবা কক্সবাজার কর্মরত।
কর্মব্যস্ত'তার কারণে তারা বাচ্চাটার খো'রাকী বাবদ প্রদান করে দুঃস'ম্পর্কের খালা ইয়াসমিনের কাছে।
লালন পালন খাবার পোশাক ইত্যাদি। ওই নারী শিশুটির ওপরে অ'মানবিক নি'র্যাতন চালিয়েছেন।
এমনকি শিশুটির শরীরে জ্বর দেখা দিলে চিকিৎসার কথা বলে বাবার কাছ থেকে টাকা গ্রহন করলেও কোন চিকিৎসা না করিয়ে সেই অর্থ আ'ত্মসাৎ করেন।
ঘটনাটি ঘটেছে ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার সংলগ্ন ভিলেজার পাড়ায়।

Address

Dhaka
Wari
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share