The BD Journal

The BD Journal The BD Journal is one of the most popular bangla news portals based on Bangladesh. Breaking News Ban

26/07/2025

"কখনো যদি দেখতে পান আপনার অন্তর কঠিন হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে আর রিজিক কমে গেছে, তাহলে নিশ্চিত থাকুন আপনি মানুষের সাথে অহেতুক কথা বেশি বলছেন।"

- মালেক ইবনে দীনার (রহ.)
[সিয়ারুস সালাফিস সালিহীন: ৩/৯২৭]

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতা...
16/07/2025

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র জীবাণু, ভাইরাস ও প্যাথোজেন কণার মিশ্রণ।

আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর লেজার-ভিত্তিক গবেষণাসহ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ফ্লাশ করার সময় টয়লেটের পানির প্রবল ঘূর্ণি প্রবাহের ফলে এই কণাগুলো ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং কয়েক মিনিট ধরে বাতাসে স্থির থাকে। পরে তা দাঁতের ব্রাশ, তোয়ালে ও বেসিনের মতো জায়গায় বসে যেতে পারে।

এই প্লিউমে E. coli এবং নোরোভাইরাসের মতো ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—বিশেষত যেসব বাথরুমে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খারাপ।

২০২১ সালে Physics of Fluids জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এই জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত কমিয়ে আনা যায়। এটা একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ।

তবে ঢাকনা দিয়ে ফ্লাশ করলে জীবাণুগুলো ঢাকনার ভিতরের অংশে লেগে যেতে পারে, কারণ ফ্লাশের সময় সৃষ্ট জলীয় কণাগুলো ঢাকনার নিচে ধাক্কা খেতে পারে। এরপর যখন আমরা সেই ঢাকনা উঠাই বা নামাই, তখন হাত, কাপড় বা ত্বকের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদিও ঢাকনায় কিছু জীবাণু লেগে যেতে পারে, তবুও এটি বাতাসে ছড়িয়ে পড়ার তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। তাই ঢাকনা বন্ধ করে ফ্লাশ করাই সেরা বিকল্প।
© তাজ

🤔😡
09/07/2025

🤔😡

দগ্ধ রোগীর চিকিৎসায় বিপ্লব: তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে সুস্থ হচ্ছেন রোগীরা!সম্পূর্ণ অভিনব এক পদ্ধতি ব্যবহার করে ...
01/07/2025

দগ্ধ রোগীর চিকিৎসায় বিপ্লব: তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে সুস্থ হচ্ছেন রোগীরা!

সম্পূর্ণ অভিনব এক পদ্ধতি ব্যবহার করে তাঁরা তেলাপিয়া মাছের চামড়া দিয়ে সফলভাবে পোড়া স্থান পুনর্গঠন করছেন ব্রাজিলের চিকিৎসকরা। এই যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি ইতোমধ্যে ৭০ জন রোগীর ওপর প্রয়োগ করে চমকপ্রদ সাফল্য এনেছে।

সাধারণত, গুরুতর পোড়া রোগীদের ক্ষেত্রে অস্থায়ী ব্যান্ডেজ হিসেবে শূকরের চামড়া বা মানুষের টিস্যু ব্যবহার করা হয়। কিন্তু ব্রাজিলের এই নতুন গবেষণায় দেখা গেছে, তেলাপিয়া মাছের চামড়া মানবদেহের পোড়া স্থানের টিস্যু পুনর্গঠনে অত্যন্ত কার্যকর। তেলাপিয়া মাছের চামড়ায় উচ্চ মাত্রার কোলাজেন থাকে, যা মানব ত্বকের কোলাজেনের মতোই। এটি পোড়া ক্ষতের দ্রুত নিরাময়ে সহায়তা করে এবং ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকরা প্রথমে তেলাপিয়া মাছের চামড়া জীবাণুমুক্ত করে, সেটি বিশেষভাবে প্রক্রিয়াজাত করেন। এরপর পোড়া স্থানে তা স্থাপন করা হয়। এটি একটি প্রাকৃতিক ব্যান্ডেজের মতো কাজ করে, যা ক্ষতের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে। কয়েকদিন পর চামড়াটি ধীরে ধীরে ক্ষতের সঙ্গে মিশে যায় বা শুকিয়ে উঠে আসে, আর এর নিচে নতুন ত্বক গঠিত হতে শুরু করে।

এই পদ্ধতির প্রধান সুবিধাগুলো হলো:

দ্রুত নিরাময়: তেলাপিয়া মাছের চামড়ার কোলাজেন ক্ষতের নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

ব্যথা উপশম: এটি পোড়া স্থানের ব্যথা কমাতে সাহায্য করে, যা রোগীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

সংক্রমণ প্রতিরোধ: চামড়াটি ক্ষতের উপর একটি প্রাকৃতিক বাধা তৈরি করে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

অর্থনৈতিক সুবিধা: শূকরের চামড়া বা মানব টিস্যুর তুলনায় তেলাপিয়া মাছের চামড়া অনেক বেশি সহজলভ্য ও সস্তা, যা উন্নয়নশীল দেশগুলোতে এই চিকিৎসার প্রসার ঘটাতে পারে।

৭০ জন রোগীর ওপর সফল প্রয়োগ
ব্রাজিলের মেডিকেল টিম এই পদ্ধতিটি ৭০ জন বিভিন্ন মাত্রার পোড়া রোগীর উপর প্রয়োগ করে ইতিবাচক ফল পেয়েছেন। রোগীদের ক্ষত দ্রুত সেরে উঠেছে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী প্রচলিত পদ্ধতির চেয়ে দ্রুত সুস্থ হয়েছেন। চিকিৎসকরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে পোড়া চিকিৎসার প্রোটোকলে বড় ধরনের পরিবর্তন আনবে।

এই সাফল্য বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। তেলাপিয়া মাছের সহজলভ্যতা এবং এর চামড়ার প্রাকৃতিক গুণাগুণ এটিকে পোড়া চিকিৎসার এক নতুন এবং কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা দেখাচ্ছে। এই উদ্ভাবন কেবল ব্রাজিলে নয়, বিশ্বজুড়ে হাজার হাজার পোড়া রোগীর জীবনে নতুন আশা জাগিয়ে তুলেছে।

30/06/2025

শ্রীলঙ্কায় বি'প্লব হলো তারপর তারা দুর্নী'তি নাই করে দিলো,

বাংলাদেশে বি'প্লব হলো আমরা বি'প্লবকেই নাই করে দিচ্ছি... 😅

রিএ্যাক্ট দিন আপনি যে দলকে সাপোর্ট করেন।
29/06/2025

রিএ্যাক্ট দিন আপনি যে দলকে সাপোর্ট করেন।

কোন গ্যাস? 🤔
28/06/2025

কোন গ্যাস? 🤔

28/06/2025
26/06/2025

পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী না আবার কোনো সুখও চিরস্থায়ী না। তাই, সকল অবস্থায় আল্লাহ্ উপর ভরসা ও শুকরিয়া আদায় করুন।
আলহামদুলিল্লাহ 😊

Former Chief Election Commissioner KM Nurul Huda, often criticized for overseeing the controversial 2018 "midnight elect...
23/06/2025

Former Chief Election Commissioner KM Nurul Huda, often criticized for overseeing the controversial 2018 "midnight election," was confronted by members of the BNP-aligned Jatiyotabadi Swecchashebok Dal in Uttara on Sunday evening. The activists surrounded him near his rented residence, placed a shoe garland around his neck, and handed him over to the police.

The incident occurred just hours after the BNP filed a case against Huda and two other ex-election commissioners, accusing them of breaching the Constitution by conducting fraudulent elections. Police stated that Huda was already facing earlier allegations, including involvement in a case related to actions taken against student protests. He has since been moved to Sher-e-Bangla Nagar Police Station for further legal action.

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when The BD Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share