16/07/2025
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র জীবাণু, ভাইরাস ও প্যাথোজেন কণার মিশ্রণ।
আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর লেজার-ভিত্তিক গবেষণাসহ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ফ্লাশ করার সময় টয়লেটের পানির প্রবল ঘূর্ণি প্রবাহের ফলে এই কণাগুলো ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং কয়েক মিনিট ধরে বাতাসে স্থির থাকে। পরে তা দাঁতের ব্রাশ, তোয়ালে ও বেসিনের মতো জায়গায় বসে যেতে পারে।
এই প্লিউমে E. coli এবং নোরোভাইরাসের মতো ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—বিশেষত যেসব বাথরুমে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খারাপ।
২০২১ সালে Physics of Fluids জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এই জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত কমিয়ে আনা যায়। এটা একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ।
তবে ঢাকনা দিয়ে ফ্লাশ করলে জীবাণুগুলো ঢাকনার ভিতরের অংশে লেগে যেতে পারে, কারণ ফ্লাশের সময় সৃষ্ট জলীয় কণাগুলো ঢাকনার নিচে ধাক্কা খেতে পারে। এরপর যখন আমরা সেই ঢাকনা উঠাই বা নামাই, তখন হাত, কাপড় বা ত্বকের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদিও ঢাকনায় কিছু জীবাণু লেগে যেতে পারে, তবুও এটি বাতাসে ছড়িয়ে পড়ার তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। তাই ঢাকনা বন্ধ করে ফ্লাশ করাই সেরা বিকল্প।
© তাজ