18/04/2025
যতদিন এই শরীরে রক্ত প্রবাহিত হবে আমারা ন্যায়ের পক্ষে কথা বলে যাব, আমাদের বলতেই হবে.............
"ঈদ যেমন সার্বজনীন পহেলা বৈশাখ তেমনি একটি সার্বজনীন এটা কখনো কারো একার অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানগুলো সবার, সবাই সম্মিলিত হয়ে এদেশে পালন করা হয় , তবে দুঃখজনক বিষয় হলো এবার পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে একেবারেই এক ভিন্ন রুপে যা বিগত দিনের যত পহেলা বৈশাখের সংস্কৃতি তা বাদ দিয়ে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, যা বাংলাদেশের সমস্ত পেশা শ্রেনীর মানুষ নিন্দা জানিয়েছে, তাদের মনে রাখা দরকার ছিলো এদেশের ৫৫%মানুষ আওয়ামী লীগ কে অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৫৫ জন মানুষ আওয়ামী লীগ কে মনে প্রাণে ধারণ করে, ৫৫% মানুষ কে বাদ দিয়ে আপনি কখনো সুন্দর সমাজ সংস্কৃতি ব্যবস্থা তৈরি করতে পারবেন না, মনে রাখতে হবে মানুষের সম্পদ ক্ষমতা চিরস্থায়ী না ,, শেখ হাসিনা যদি ভুল করে থাকে অবশ্যই এদেশের প্রচালিত আইন ব্যবস্থা আছে কিন্তু আপনারা যেটি করেছেন ৫৫% মানুষের রিদয়ে আঘাত করেছেন তাদের ক্ষোভ কে বাড়িয়ে দিয়েছেন যা কখনও দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না,বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন তম দল এই দলের সাথে এদেশের মা এবং মাটির গভীর সম্পর্ক , আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম হয়েছে এবং তার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তার আদর্শ নিয়ে রাজনীতি করি , বঙ্গবন্ধু এদেশের সাধারণ মানুষ কে নিয়ে সবসময় স্বপ্ন দেখেছেন, দারিদ্র্যময় একটি দেশকে কিভাবে উন্নতি করা যায় । সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।সুতরাং এই শরীরে যতদিন রক্ত প্রবাহিত হবে ততদিন ন্যায়ের পক্ষে কথা বলে যাব আমাদের কথা বলতেই হবে , পরিশেষ বলতে চাই বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে , অর্থাৎ শিল্প সাহিত্য সমৃদ্ধি কে ধীরে ধীরে ৭১এর চেতনা সাথে মিল রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া একটি মানবিক রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ। তখনই আমাদের এই অসমাপ্ত যুদ্ধ শেষ হবে ।