
29/11/2023
রকমারির এই ঘটনাটা বেশ মজাই লাগতেছে। কয়েক দিন পর পর আমার বই এরা আমার কাছেই বেচতে আসে । মানে আমার ওয়ালে আমার বইয়ের বিজ্ঞাপন। এ পর্যন্ত ভালোই ছিলো কিন্তু গতকাল থেকে দেখতেছি আমার বইয়ের সাথে আমার এক্সের অনুবাদ করা বইয়ের বিজ্ঞাপন দেয়াও শুরু করছে। হায় এলগরিদম তুই বুঝলি সে বুঝলো না। যাইহোক আমাদের বইগুলা কিন্না পড়তে পারেন।