নাশকতা

নাশকতা Bha Diki purai Hit 🔥

জন্মের পর থেকএ সেই লেভেলের ভক্ত 🤟

08/07/2025
06/07/2025

কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে, সেটা আপনার কাছে ফিরে আসবে—দুদিন আগে বা পরে, কিন্তু ফিরবেই।

এই কথাটি শুধু একটা প্রবাদ নয়, এটি জীবনের এক কঠিন বাস্তবতা। মানুষ যখন কাউকে অকারণে কষ্ট দেয়, তখন হয়তো সে ভাবে, কেউ কিছু দেখছে না, বুঝছে না। কিন্তু প্রকৃতি চুপচাপ সব দেখে রাখে। সময় সব মনে রাখে। আর ঠিক একসময় সেই অন্যায়ের প্রতিদান ফেরত আসে। হয়তো তখন আপনি ভুলে গেছেন, কাকে কীভাবে কষ্ট দিয়েছিলেন। কিন্তু জীবন কখনো ভুলে না।

কারণ কী?
মানুষের কষ্টের প্রতি সৃষ্টিকর্তা অত্যন্ত সংবেদনশীল। কেউ যখন বিনা কারণে অন্যের চোখে জল আনে, মন ভাঙে, অসম্মান করে—তখন সে শুধু একজনকে কষ্ট দেয় না, সে নিজের ভাগ্যকেও কলঙ্কিত করে।

আপনি কাউকে অপমান করলেন, হেয় করলেন, অথচ সে কোনো ভুলই করেনি—তখন তার দোয়া নয়, কিন্তু বুকের চাপা কষ্ট, একান্ত আর্তি আকাশের দিকে উঠে যায়। সেই আর্তনাদ একসময় ফিরে আসে, অন্য কোনো রূপে, হয়তো এমনভাবে যে আপনি ভাবতেও পারেন না, কীভাবে এমনটা হলো!

জীবনের নিয়ম–
জীবনে সবকিছুরই প্রতিদান আছে। আপনি যা দেন, তা-ই ফেরত পান। আপনি যদি কাউকে ভালোবাসা দেন, শ্রদ্ধা দেন, সেটা ফিরে আসে আশীর্বাদ হয়ে। কিন্তু আপনি যদি কাউকে দুঃখ দেন, তার নীরব কান্নার কারণ হন—তাহলে সেই দুঃখও আপনার জীবনে ফিরে আসে, কখনো দ্বিগুণ হয়ে।

শিক্ষা–
এ জন্যই মানুষকে ছোট করতে নেই, কষ্ট দিতে নেই। কারণ আপনি জানেন না, সে কার চোখের পানি ফেলছে। হয়তো সে একজন অসহায় বাবা, মা, স্ত্রী বা সন্তান—যার জন্য উপরের কেউ সজাগভাবে তাকিয়ে আছে। তখন আপনি শুধু তার সামনে অপরাধী না, উপরে তাকিয়েও কৈফিয়ত দিতে হবে।

"অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। জীবন একদিন ঠিকই হিসেব নিয়ে হাজির হবে।"

তাই চলুন, কাউকে না কষ্ট দিয়ে, বরং ভালোবাসা, সহানুভূতি ও সহনশীলতার পথে হাঁটি। নিজের সুখের জন্যও অন্যের দুঃখ তৈরি করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়।

05/07/2025

, this line.

Chaca Rock, ভু,ট,কি Shock.💀

04/07/2025

তার স্ত্রী চলে গেছে। তার দেহ গাড়িতে ছিল, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত। জানাজার সময় রাত ৯ টায় নির্ধারিত ছিল, কিন্তু সে এত দেরি করতে চাইছিল না। সে নিজেকে বলতেও সাহস করতে পারল না, "ওকে আমার সামনে আরও কিছুক্ষণ থাকতে দাও"

তাই সে সারা রাত চুপচাপ তার পাশে বসে রইল। তার ছেলে বুঝতে পারল এবং পরের দিন সকালে জানাজা অনুষ্ঠিত হল।

সবাই চলে গেল। কিন্তু সে থেকে গেল। গাড়ির সামনে একা বসে রইল। এখনও তাকে সঙ্গ দিচ্ছে। এটা শুধু ভালোবাসা নয়। মৃত্যুর পরেও ছেড়ে না দেওয়ার অর্থ এটাই। সে ভাগ্যবান যে সে এমন ভালোবাসা পেয়েছে। আমরা সবাই এমন ভালোবাসার জন্য প্রার্থনা করি যা টিকে থাকে।🤍🕊️

ছবি : তানজিনা আফরিন মেরিন

04/07/2025

❤️

ইনশাআল্লাহ সামর্থ্য হলে, ছোট্ট পরিসরে হলেও এই মানুষ গুলোর পাশে দাঁড়াইয়েন সবাই! ☺️🫵💜 insha Allah 🤲
04/07/2025

ইনশাআল্লাহ সামর্থ্য হলে, ছোট্ট পরিসরে হলেও এই মানুষ গুলোর পাশে দাঁড়াইয়েন সবাই! ☺️🫵💜 insha Allah 🤲

03/07/2025

আসসালামু আলাইকুম
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা

Address

Wari

Telephone

+96878318399

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাশকতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাশকতা:

Share