জনতার কণ্ঠস্বর

জনতার কণ্ঠস্বর - লা'ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❤️
(3)

10/07/2025

পরীক্ষায় বাজে ফলাফল করায় ধানমণ্ডির এক যুবকের মৃ*ত্যু!

(যুবকের ছবি কমেন্ট বক্সে)

ক্ষুধায় পেটে পাথর বাধাঁর কথা হয়তো সারা জীবন ইতিহাসেই শুনেছেন, সেই ইতিহাস আজ ফিলিস্তিনের শিশুরা পুনরাবৃত্তি করছে..😥
09/07/2025

ক্ষুধায় পেটে পাথর বাধাঁর কথা হয়তো সারা জীবন ইতিহাসেই শুনেছেন, সেই ইতিহাস আজ ফিলিস্তিনের শিশুরা পুনরাবৃত্তি করছে..😥

01/07/2025

জুলাই আন্দোলনে BNP এর থেকে VPN এর অবদান বেশি।

28/06/2025

বরিশালের মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামে চলছে জমি চুরি ও ভূমিদস্যুদের রাজত্ব। নিরীহ মানুষের জমির ভুয়া কাগজপত্র করে বাড়ি এসে হুমকি দিচ্ছে বলছে হয় জমি ছেড়ে দাও না হয় জমির জন্য টাকা দাও। প্রায় ৪৫ টি পরিবার একসাথে এর ভুক্তভোগী। এইসব ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক। এমন শাস্তি দেয়া হোক যাতে এরকম কাজ আর কোনদিন কেউ করার সাহস না পায়।

৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!ন...
26/06/2025

৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !
যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!নেই ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম।
আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি।
চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে।
ভারত রমরমা ঢোল ফিটিয়ে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র টেস্ট করল।
পাকিস্তান বানাচ্ছে ICBM

আর আমরা?
দলবাজিতে মাস্টার!
পথে পথে সহ-সভাপতি
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে?

আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয়, ধর্ষণ, ছিনতাই,চাঁদাবাজি,গুম,খু*ন করল অমুক দল,অমুক নেতা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের।
কারণ আমরা যুদ্ধের জন্য না,
তর্কের জন্য জন্মেছি।

বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়!
ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়!
পুলিশ আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর—
তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না,
তখন বুঝব—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!"

তখন বুঝব—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম,
সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।
©

হঠাৎ আপার সাথে দেখা 😳🐸
25/06/2025

হঠাৎ আপার সাথে দেখা 😳🐸

25/06/2025

ভাই আগামীকাল এইচএসসি পরীক্ষা দিতে যাব সবাই দোয়া করেন। 🙂😅

প্রথম পিরিয়ডেই হারিয়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথম পিরিয়ড শ...
25/06/2025

প্রথম পিরিয়ডেই হারিয়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?

কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়ছিল ধীরে ধীরে। জ্বর, পেটে ব্যথা, অবিরাম রক্তপাত—সব মিলিয়ে সে প্রায় দশ দিন ধরে বিছানায় পড়ে ছিল। পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। ভাবছিল, "মেয়েদের এমন তো হয়ই!"

কিন্তু অবস্থার অবনতি ঘটতেই শুরু হয় দুশ্চিন্তা। একসময় এমন জায়গায় গিয়ে পৌঁছায়, যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন—মেয়েটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে। জরুরি ভিত্তিতে রক্ত দরকার, তার ব্লাড গ্রুপ AB+।

রক্ত জোগাড় করে রাত ১টার দিকে তাকে রক্ত দেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার শরীর সেই রক্ত নিতে পারেনি। কারণ, সেই ছোট্ট মেয়েটি এরই মধ্যে নিঃশব্দে প্রাণ হারিয়েছে—রক্তশূন্যতার কারণে।

ঘটনাটি সুন্দরবনের একেবারে কোলঘেঁষা, প্রত্যন্ত একটি গ্রামের। মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র ২০ গজ দূরে, মাঝখানে শুধু একটি নদী। পল্লিবিদ্যুৎ এসেছে মাত্র চার বছর আগে। এখনো নেই পাকা রাস্তা, নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

এই অঞ্চলে ‘মাসিক’ শব্দটি এখনো উচ্চারণযোগ্য নয়। এটি যেন এক অপবিত্র, লজ্জাজনক, নিষিদ্ধ কোনো ঘটনা। এখানকার মেয়েরা এখনো পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত ন্যাকড়া। স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই, যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরাম রক্তপাতেও সাহায্য চাইতে পারেনি।

হয়তো অনেকে বলবেন, পরিবারের দোষ। তারা কেন বুঝল না? কেন গুরুত্ব দিল না? তাদেরও যদি জিজ্ঞেস করা হয়, উত্তর আসবে—তারা জানেই না এসব ব্যাপার। এই অঞ্চলে শিক্ষার হার বলতে গেলে ২ শতাংশেরও কম। এখানকার মহিলারা আধুনিকতা বা শহরের সুযোগ-সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়।

আমরা আজ ২০২৫ সালে বাস করছি—যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে, নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায়। অথচ এমন এক সময়ে, এমন উন্নত বিশ্বের পাশে—একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ডের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে।

পিরিয়ড কোনো অভিশাপ নয়। এটি একটি মেয়ের জীবনের এক গৌরবময় সূচনা—নারীত্বের পথে প্রথম পদক্ষেপ। কিন্তু আমাদের সমাজের বহু জায়গায় এখনো এটি লজ্জা, সংকোচ ও অজ্ঞতার কারণে ধামাচাপা পড়ে থাকে।

মেয়েটির মৃত্যু হয়তো ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবে এটি আমাদের সমাজ, শিক্ষাব্যবস্থা এবং সচেতনতার মারাত্মক ব্যর্থতা।

যদি আমরা এখনই সচেতন না হই, যদি মা-বাবারা সন্তানদের প্রাথমিক শারীরিক ও প্রজনন শিক্ষা না দেন, যদি স্কুলগুলোতে যৌন ও স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব না দেওয়া হয়—তবে এমন মৃত্যু আরও ঘটবে।

এ মৃত্যু কেবল একটি মেয়ের নয়, এটি আমাদের সবার—সমাজের, অবহেলার, অজ্ঞতার।

আজই সময় এসেছে ‘পিরিয়ড’ শব্দটিকে সম্মানিত করার। মেয়েরা প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করে, রক্ত দিয়ে, কষ্টে থেকেও জীবন এগিয়ে নিয়ে যায়। তাদের প্রতি সম্মান জানিয়ে—এই মৃত্যু যেন আর কোনো মেয়ের জীবনের শেষ অধ্যায় না হয়।

#খালিদ
#তারকাঁটা

দুনিয়ার শ্রেষ্ঠ নারী এরা। এরা এমন বলেই এদের গর্ভের সন্তানরা বীরশ্রেষ্ঠ মু'জাহিদ হয়। নারীর উন্নতির শিখর পর্দা। সে যত পর্দ...
25/06/2025

দুনিয়ার শ্রেষ্ঠ নারী এরা।
এরা এমন বলেই এদের গর্ভের সন্তানরা বীরশ্রেষ্ঠ মু'জাহিদ হয়।

নারীর উন্নতির শিখর পর্দা। সে যত পর্দামুখী হবে। তত প্রজন্ম বিশুদ্ধ হবে৷

Collect

এইবার ঠ্যালা সামলাও বাংলাদেশ
25/06/2025

এইবার ঠ্যালা সামলাও বাংলাদেশ

কেমনে কি ভাই?  🤔
24/06/2025

কেমনে কি ভাই? 🤔

শান্তিতে ❌ অশান্তিতে✔️ নোবেল পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমি হলে নোবেল ওর পিছন দিয়ে ভইরা দিতাম।
24/06/2025

শান্তিতে ❌ অশান্তিতে✔️ নোবেল পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমি হলে নোবেল ওর পিছন দিয়ে ভইরা দিতাম।

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনতার কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share