জনতার কণ্ঠস্বর

জনতার কণ্ঠস্বর তেরা মেরা রিসতা কিয়া?
- লা'ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)🖤
(3)

লে শেখ হাসিনা: পুটকি হইলো একটা!. মুদি ও মা/রতে চায় পোলাপান ও চায় 😥
06/08/2025

লে শেখ হাসিনা: পুটকি হইলো একটা!. মুদি ও মা/রতে চায় পোলাপান ও চায় 😥

05/08/2025

একটুখানি ভাবুন...
জামায়াতের নেতারা যদি হাসিনার কোর্টে "রাজাকার" প্রমাণিত হয়—
তাহলে,
বেগম জিয়া সেই কোর্টে "এতিমের টাকা আত্মসাৎকারী",
তারেক রহমান "খুনি" ও "দুর্নীতিবাজ",
এবং জিয়াউর রহমান? তিনি তো "পাকিস্তানের গুপ্তচর"! তার বীরউত্তম খেতাবও তো সেই কোর্টই কেড়ে নিয়েছে।
একই আদালতের রায়—
একটা মানবেন, বাকি গুলো মানবেন না—এটা কেমন বিচার?

হুম 🙂
05/08/2025

হুম 🙂

05/08/2025

আজ বিশ্ব পলায়ন দিবস। এই দিবস উপলক্ষে কাঁদো তোমার নেত্রীর নামে যে তোমাদের রেখে পালিয়ে গেছেন দিল্লিতে।
চ্যাপ্টার : দিল্লি, পৃষ্ঠা নাম্বার : ৫ 🤣

শহীদ মিনারে এনসিপির আজকের সমাবেশ!!সংগ্রহীত
03/08/2025

শহীদ মিনারে এনসিপির আজকের সমাবেশ!!

সংগ্রহীত

03/08/2025

ছাত্রদল ❎
বুইরাদল✅

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ...
03/08/2025

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন।

গতকাল ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম ২০২৩ সালের। তখন পর্যন্ত প্রায় ২৮হাজার কার্ডিয়াক সার্জারী ওনি পারফর্ম করে ফেলেছিলেন। সংখ্যাটা একবার ইমাজিন করেন জাস্ট।

চ্যাটজিপিটিতে সার্চ করলাম। পাশ্ববর্তী দেশ ভারতের ডা. দেবি শেঠির সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে।

ডা. দেবি শেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকুমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে।

আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??

অথচ প্রতিবছর ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য। এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।

আমিরে জামায়াতকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিবসহ সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন। ওনার এই কাজকে আমার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতো লেগেছে। হার্ট অপারেশন করানোর জন্য মাহাথির বিদেশ যান নাই। নিজ দেশেই হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে সেখানে অপারেশন করেছেন।

- সাজিদ আল আমিন

হুম 🫦
02/08/2025

হুম 🫦

টকশোতে ছাত্রদলের সাধারন সম্পাদক নাসিরের রবীন্দ্রনাথের চু'রি করা জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা দেখলাম৷ নাসিরের জাতীয় সংগীত...
02/08/2025

টকশোতে ছাত্রদলের সাধারন সম্পাদক নাসিরের রবীন্দ্রনাথের চু'রি করা জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা দেখলাম৷
নাসিরের জাতীয় সংগীত প্রীতির একটা কারন আছে নাসিরের বাবা স্থানীয় আওয়ামিলীগের একজন পদস্থ নেতা৷ (এখনও আছেন কারন তিনি পদত্যাগ করেননি৷)
এরকম আওয়ামী পরিবারের একজন টাকার বিনিময়ে পদ কেনা নেতা ছাড়া কি ছাত্রদলের সাধারণ সম্পাদক বানানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি? এালাকায় আওয়ামিলীগের লোকজনের ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে এই নাসির অন্যদিকে চাঁ'দাবাজিতো চলছেই৷

সংগীত : Elias Hossain

৩ টি নয়, ৫ টি ব্লক।আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্য...
31/07/2025

৩ টি নয়, ৫ টি ব্লক।

আজ আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি করা হবে।

হে আল্লাহ! এই দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও।

তথ্য ও ছবি : সংগ্রহীত

Alhamdulillah ❤️‍🩹
31/07/2025

Alhamdulillah ❤️‍🩹

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনতার কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share