Bd Jatiya News

Bd Jatiya News সবার আগে সর্বশেষ সংবাদ

নেটিজেনদের বক্তব্য হচ্ছে  গতকাল ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জামাত ইসলামের সহ অন্যান্য ইসলামী দলগুলোর ঐক্যের সম্প্রীতির ...
29/06/2025

নেটিজেনদের বক্তব্য হচ্ছে গতকাল ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জামাত ইসলামের সহ অন্যান্য ইসলামী দলগুলোর ঐক্যের সম্প্রীতির নমুনা দেখে মুজিবুর রহমান মঞ্জু আত্মদহনে পুড়ছেন....
তারে মনে কষ্ট থেকে তিনি এখন হতাশ ! জামাত থেকে বহিষ্কৃত এই নেতা এখন কোন সিঁড়িতে পা দেবেন তা নিয়ে মহা টেনশনে আছেন

চাচা কেমন লাগে ?(গাজার মতো পরিস্থিতি এখন তেল আবিব পরিদর্শনে নেতানিয়াহু)
20/06/2025

চাচা কেমন লাগে ?
(গাজার মতো পরিস্থিতি এখন তেল আবিব পরিদর্শনে নেতানিয়াহু)

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার প...
16/06/2025

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান।



দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান।

গতকাল রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, "ইরান কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেয়া সম্পন্ন হবে।"

এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

সকল মামলা থেকে বে কসুর খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।জামায়াত বলল এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠ...
27/05/2025

সকল মামলা থেকে বে কসুর খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।
জামায়াত বলল এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

বৈষম্যের স্বীকার দেশের প্রাথমিক শিক্ষার বিরাট অংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা !মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপন দেখ...
21/05/2025

বৈষম্যের স্বীকার দেশের প্রাথমিক শিক্ষার বিরাট অংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা !

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপন দেখে হতাশ বহু ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহল। তাদের প্রশ্ন-দেশে কি মাত্র ১৫১৯টি ইবতেদায়ী মাদরাসা ? আর নেই ?

সরকারী হিসেব মতে সাত হাজারেরও বেশি ইবতেদায়ী মাদরাসা ৪০ বছররেরও বেশি সময় ধরে কোন বেতন-ভাতা না পেয়েও প্রতিষ্ঠান চালু রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সরকরের সকল প্রকার সুযোগ-সুবিধা বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে সরকারী সকল নিয়ম-নীতি মেনে ন্যাশনাল কারিকুলামে সরকার প্রদত্ত বই পেয়ে নিয়মিত পাঠদান করে আসছে দেশের প্রায় সাত হাজারেরও বেশি এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন দাবী করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী ও দঃ ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসাইন।

তিনি এ প্রতিবেদকের সাথে আলাপকালে আরো জানান- সারা দেশে ৬০ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান থাকলেও ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকারীতো দুরের কথা এমপিওভূক্তও নেই। শিক্ষকদের আন্দোলনের মুখে নানান সময়ে দাবী পূরণের আশ্বাস দিয়েও চলচাতুরী করে আসছে সরকার। শিক্ষকদের বেতন-ভাতা কবে দিবে তার কোন ঠিক ঠিকানা নেই, কিন্তু শিক্ষার্থী ধরে রাখতে অন্ততঃ বিদ্যমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে স্কুল ফিডিং ও উপবৃত্তি চালু করে দিতে পারে।

তিনি ক্ষোভের সাথে বলেন সরকার পূর্ব থেকে নামমাত্র কিছু অনুদানপ্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও এবং উপবৃত্তি ও স্কুল ফিডিংয়ের ঘোষণা দিয়েছে কিন্তু বাকী সাড়ে ছয় হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বিষয়ে সান্তনাদানীয় কোন ঘোষনা দেয়নি! এতে হতাশ প্রায় চল্লিশ হাজার শিক্ষক-শিক্ষিকা ও লক্ষ লক্ষ অভিভাবক। নতুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার আরো বৈষম্য বাড়িয়ে দিয়ে আগুনে ঘি ঢেলেছে।

মাওলানা ইসমাইল হোসাইন প্রশ্ন রাখেন- আর কত বৈষম্যের শিকার বানিয়ে রাখতে চায় ফ্যাসিস্টদের মতো ? তবে কি এ সরকারও ফ্যাসিস্টদের পদাংক অনুস্বরণ করছে ?

তিনি বলেন- এখন গণদাবী প্রাইমারী স্কুলের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে অন্ততঃ শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও উপবৃত্তি চালু করে দিক।

ইলিxয়াসের জামায়াত প্রশ্নে মাওলানা ফখরুদ্দিন আহমদের উত্তম জবাব...জামায়াতে ইসলামী দূর্বল হলে লাভবান হবে কারা??? সাংবাদিক ই...
26/04/2025

ইলিxয়াসের জামায়াত প্রশ্নে মাওলানা ফখরুদ্দিন আহমদের উত্তম জবাব...
জামায়াতে ইসলামী দূর্বল হলে লাভবান হবে কারা???
সাংবাদিক ইলিয়াস ভাইকে চ্যালেঞ্জ করেই বলতে পারি, জামায়াতে ইসলামী - ভারতের জালে আটকা পড়েনি। ভারতের বিষয় জামায়াতের পূর্বের দৃষ্টি ভংগীর ও কোন পরিবর্তন ও হয়নি।
হ্যাঁ কিছু নেতা হয়তোবা কিছু বিষয় ভুল করেছেন। ভালো চিন্তা থেকেই কাজটি করেছেন কিন্তু তার রেজাল্ট পুরোপুরি ভালো হয়নি। জনগণের একটি অংশ ভুল ম্যাসেজ পেয়েছে। যা জামায়াতের জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীরা ও সমালোচনা করেছেন ভালো দৃষ্টিতে দেখেননি।
জামায়াতের বিষয়ে ইলিয়াস হুসাইন সাহেবের বক্তব্যে গঠন মূলক সমালোচনা ও পেলামনা । দেশ-জাতির জন্য জামায়াতে ইসলামী কি করা দরকার এমন নতুন কোন পরামর্শ ও পেলামনা। আওয়ামী স্টাইলের পুরনো পঁচা কথাই বললেন। কিছু ভাষাতো এমন যা ওনার সাথে যায়না। জামায়াত যতটানা ভুল করেছে তার থেকে কয়েকশো গুন বেশী নির্দয় আচরণ করেছেন তিনি ।
ইলিয়াস ভাই -- জামায়াত বিরুদ্ধে আপনার এই ভূমিকায় জামায়াত যদি দূর্বল হয় তাহলে লাভবান হবে কারা? ভারতীয় দালাদের কি লাভ হবেনা? আপনি জামায়াতের ক্ষতি করতে গিয়ে ইন্ডিয়ার দালালদেরই উপকার করছেন নাতো?
আপনার মূল্যায়নে B N P র মাঝে ও ভারতীয় দালালের অভাব নেই। সবগুলো দলের মূল্যায়নে তাহলে মন্দের ভালো হিসেবে ও জামায়াত এখনো সেরা নয়কি?? জামায়াত সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে ভুল করেছেন কিন্তু আপনি সেকারণে আজকের ভিডিওতে জামায়াতের উপর জুলুম করেছেন। জামায়াত ও বেশী বেশী সাবধান হওয়া দরকার। আপনার ও নম্রতা ভদ্রতা আচার আচরণ ভালো করা দরকার।

,

12/04/2025

সাংস্কৃতিক সন্ধ্যা ১লা বৈশাখ সোমবারের পরিবর্তে আগামী ৮ জুন।
লক্ষ্মীপুর জেলা সদরের ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি অনিবার্য কারণে ১লা বৈশাখ সোমবারের পরিবর্তে আগামী ৮ জুন অর্থাৎ কোরবানীর ঈদের ১দিন পর রবিবার অনুষ্ঠিত হবে। স্কুল এএসসি পরীক্ষা কেন্দ্র হওয়া ও পরদিন পরীক্ষা থাকার কারনে স্কুল কর্তপক্ষ বিশেষ করে প্রধান শিক্ষকের বিশেষ অনুরোধে তারিখ পরিবর্তন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজক কর্তৃপক্ষ ভবানীগঞ্জ কালচারাল একাডেমীর আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসাইন Bd Jatiya News কে জানান- স্কুল কর্তৃপক্ষের অনুরোধের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের পড়া-লেখায় বিঘ্ন হওয়ার আশংকায়ও আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। অনাকাক্ষিত ত্রুটির জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ, আগামী ৮জুন ঈদুল আযহার পরের দিন দেখা হবে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায়।
তবে সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি চৌধুরীবিস্তারিত কমেন্টে
22/03/2025

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি চৌধুরী

বিস্তারিত কমেন্টে

চাঁদা না পেয়ে ডিলারকে মারধর করে বিএনপি নেতারাখবরের সত্যতা ও বিস্তারিত কমেন্টের লিংকে...
16/03/2025

চাঁদা না পেয়ে ডিলারকে মারধর করে বিএনপি নেতারা
খবরের সত্যতা ও বিস্তারিত কমেন্টের লিংকে...

পাদের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ 🤣পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগ...
09/03/2025

পাদের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ 🤣

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তার।

ওই নেতার বায়ুত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোররুম থেকে নামিয়ে আনে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন। পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন।

পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে।

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when Bd Jatiya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Jatiya News:

Share