Shuvoo Aahmed

Shuvoo Aahmed Observing this temporary world

05/08/2024



বিজয় উল্লাসে যেন নামাজ কাযা না হয় আমাদের সেদিকে খেয়াল রাখি

15/07/2024

আশুরার রোজা রিমাইন্ডার 🔔

এ বছর আশুরার রোজা রাখার দিন—

৯ মুহাররম ➤ ১৬ জুলাই (মঙ্গলবার)
১০ মুহাররম ➤ ১৭ জুলাই (বুধবার)
১১ মুহাররম ➤ ১৮ জুলাই (বৃহঃবার)

উল্লেখ্য, আশুরার রোজা দুইটি রাখতে হয়। অতএব, মুহাররমের ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখ রোজা রাখবো, ইনশাআল্লাহ্।

22/06/2024

কাউকে গালির বদলে গালি দিও না,
🚫লজ্জার বদলে লজ্জা দিও না,
🚫কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো।
তাহলে এ সম্পর্কে আল্লাহ তা'আলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন।"
সূরাঃ আয-যুমার
আয়াতঃ ১০

16/06/2024

নবীজি বলেন, 'তোমাদের মাঝে যে কুরবানি করতে চায়, জিলহজ্জ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানি সম্পন্ন করার আগে তার কোনো চুল ও নখ না কাটে।' (মুসলিম: ১৯৭৭) আব্দুল্লাহ বিন আমর (রাদ্বি.) বলেন, নবীজি বলেছেন, আমাকে কুরবানীর দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে। যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমার কাছে শুধু একটি মানিহা (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) থাকে আমি কি তা কুরবানী করতে পারি? নবীজি বললেন, না তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী গণ্য হবে। (আবু দাউদ,২৭৮৯)

18/05/2024

রাসূল (সা:) বলেছেন,

"কবর থেকে বেশি কঠিন কোন ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি।”

(সহীহ মিশকাত, হাদীস নং ১৩২)

কবরের আযাব থেকে বাঁচার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

(আল্লা-হুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল ক্ববর)
(হে আল্লাহ! আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন)

(সহীহ বুখারী ৭৯৪)

নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ূতে যা আছে, তা তিনি জানেন। আর কেউ জানে না আগ...
14/05/2024

নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ূতে যা আছে, তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত।

সূরা লুকমান(৩১)
আয়াত ৩৪

ফজরে আগে আসার কারণে আমার এক বন্ধু আমাকে সবসময় হিংসা করত। যতবারই সে তড়িঘড়ি করে মসজিদে আসত আমাকে মসজিদেই পেত!একবার সে আ...
11/05/2024

ফজরে আগে আসার কারণে আমার এক বন্ধু আমাকে সবসময় হিংসা করত। যতবারই সে তড়িঘড়ি করে মসজিদে আসত আমাকে মসজিদেই পেত!

একবার সে আমাকে এর গোপন রহস্য জিজ্ঞেস করল, তুমি কীভাবে সর্বদা এতো তাড়াতাড়ি মসজিদে চলে আসো?

আমি তাকে বললাম : আল্লাহর কসম, আমার দুই স্ত্রী আছে। তারা আমার সেবা করার জন্য সবসময় প্রতিযোগিতায় লিপ্ত। আলহামদুলিল্লাহ।

আমার বন্ধু উৎসাহিত হয়ে আরেকটি বিয়ে করে নিলো। এরপর থেকে সেও আমার সাথে মসজিদেই ঘুমায়!

- #সংগৃহীত

04/05/2024

ফজরের সুন্নতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াল্লাম সুরা কাফিরুন ও সুরা ইখলাস পড়তেন বলে একাধিক বর্ণনায় পাওয়া যায়।

সোর্স : (hadithbd)

ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একমাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করেছি। তিনি ফজরের পূর্বের দু’রাক’আতে ’কুল ইয়া আয়্যূহাল কাফিরূন’ এবং ’কুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। - ইবনু মাজাহ ১১৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৭ [আল মাদানী প্রকাশনী]

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when Shuvoo Aahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share