04/06/2025
👉সবটুকু না পড়ে কমেন্ট করবেন না প্লিজ 👍
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে যখন প্রকম্পিত হচ্ছে মক্কার আকাশ বাতাস, ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আমরাও প্রস্তুতি নিচ্ছি পবিত্র ঈদুল আযহার জন্য। কোরবানির পশুর হাট গুলো ইতোমধ্যেই জমে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতা দের আনাগোনা প্রতিদিনই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরই লাখ লাখ পশু কোরবাণী হয় আমাদের দেশে। কোরবানির পশুর হাট গুলোতে ঘোরাফেরা করলে আপনি সহজেই যে জিনিসটি বুঝতে পারবেন তা হচ্ছে সবাই চায় অল্প টাকায় বেশি গোস্তওয়ালা গরু কিংবা খাসি ক্রয় করতে। এটা অবশ্যই ইতিবাচক তবে এর পাশাপাশি সকল কোরবানি দাতার অন্তরে আল্লাহ ভীতি বা তাকওয়া অবশ্যই থাকা উচিত।
কিন্তু লক্ষ্য করলে দেখা যায় অনেকে সরাসরি বলেন ও আরে ভাই একটা গরু কিনলে বা ভাগে কারো সাথে কোরবানি দিলে কতটুকু গোশত পাওয়া যায়, এখান থেকে আবার তিন ভাগ করলে নিজেদের ভাগে কতটুকু গোশতই আর থাকে!!!... অনেকটা নিজেদের ভাগে গোশত কম পাওয়ার অনুযোগের সুর 🤣 আবার কেউ কেউ বলে কোরবানি না দিলে মানুষে কি বলবে!! অনেকটা ঠেকায় পড়া ভাব 😜আবার কেউ বলবে ছেলে-মেয়েরা আবদার করছে তাই আর কি দিয়ে দিলাম 😁 সর্বোপরি আমাদের কোরবানি গুলো আজকাল কোরবানির আসল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পশু কোরবানি দেওয়ার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন নিজেদের আত্মসংযম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণা থেকে আমরা কি সরে আসছি না??
আমাদের কোরবানি গুলো হোক মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, গরিব দুঃখী ও আত্মীয়-স্বজনের হক আদায়ের জন্য, তাকওয়া অর্জনের জন্য।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জানার এবং মেনে চলার তৌফিক দান করুন।
ঈদ মোবারক ❤️🐄🐂