নিউজ24আওয়ার

নিউজ24আওয়ার নিউজ24আওয়ার-এর একটি facebook প্রকাশনা
www.news24hour.live নিউজ24আওয়ার-এর একটি ফেসবুক প্রকাশনা
www.news24hour.live

সবাইকে ঈদের শুভেচ্ছা..
05/06/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা..

03/06/2025

োষ্ট
ফাইনারী গ্রুপের জন্য জরুরী ভাবে একজন মেইল অফিস সহকারী/ পিয়ন আবশ্যক।যোগ্যতা এসএসসি পাশ,বয়স ২২-৩৫ বছর। যে কোন প্রতিষ্ঠানে অফিস সহকারী/পিয়ন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।মতিঝিল বা তার পাশে পরিবারের সাথে বসবাসকারী প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।অফিস সহকারী/পিয়ন পোস্টটির জন্য বর্তমানে রানিং মাসিক সেলারি দিচ্চি ১০ হাজার টাকা।অফিস টাইম সকাল ১০ থেকে রাত ৮টা।শনি থেকে বৃহঃবার সাপ্তাহে ৬দিন অফিস।পোস্টটি-তে জব করার জন্য আগ্রহী হলে আগামীকাল ৪জুন বুধবার অথবা আগামী ১৪জুন শনিবার সকাল ১১টায় স্বশরিলে প্রয়োজনীয় কাগজ পত্র সিভি নিয়ে ফাইনারী গ্রুপ,মান্নান টাওয়ার, ৪৭/২ টয়েনবী সার্কুলার রোড,মতিঝিল,ঢাকা।(ইত্তফাক মোড় থেকে গুলিস্থানের রাস্তার ঠিক মাঝা মাঝি) হোয়াটাসঅ্যাপ-০১৭১১৪৮৫৩৮১।এই ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

31/05/2025
05/05/2025

চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়েন ২নং ওর্য়াড বানসা'য় উনার বাড়ি।বাবা মা'র দেওয়া নাম শামসুল হুদা হলেও এলাকার লোকদের কাছে উনি" উদিলা হুদা" নামে পরিচিত।উনার বয়স এখন প্রায় ৮০ বছরের উপরে ছোট বেলা থেকে উনি খালি গায়ে থাকতেন,এই জন্য হয়তো এলাকায় উনাকে "উদিলা হুদা" নামে ডাকা হইতো।"উদিলা হুদা" ছোট বেলা থেকে খুবেই পরিশ্রমী ছিলেন ভিবিন্ন হাট বাজারে পায়ে হেটে সাংসারিক বিভিন্ন কুটির শিল্প জাতীয় জিনিস বিক্রি করে পরিবার চালাতেন।তিনি এখনও তার কর্মময় জীবন চালিয়ে যাচ্চেন।

02/05/2025

চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাওড়া'তে গতকাল ১লা মে বৃহঃবার ঘাস কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একই পরিবার তিনজনের অবস্থা আশংকা জনক। জানা যায় ফাওড়া মৃধা বাড়ির কালু মিয়ার ছেলে রহিম ও তার বোনসহ পাশের বাড়ির মোল্লাবাড়ির আহসান উল্লার পরিবারের সাথে ঘাস কাটাকে কেন্দ্র করে মারমারির সৃষ্টি হয়।মোল্লাবাড়ির আহসান উল্লার ছেলে শামসু উদ্দিন শিপনের দেশীয় দারালো অস্ত্রের আঘাতে আবদুর রহিম ও তার বাবা কালু মিয়াও বোন গুরতর আহত হন।জরুরি ভাবে তাদের চাটখিল নেয়া হলে অবস্থার অবনতি দেখে নোয়াখালী মাইজদি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে সর্বশেষ জানা যায়। রাতে আব্দুর রহিমের অব্স্তার অবনতি হলে ঢাকায় পংগু হাসপাতালে স্থানান্তর করা হয়।গতকাল চাটখিল থানায় আব্দুর রহিমের পরিবার থেকে এ ব্যাপারে একটি অভিযোগ করা হলেও এখন পর্যন্ত আসামীদের কাউকে আটক করা যায়নি।
(বিঃদ্রঃ ফেসবুকের কিছু শর্তের কারনে ছবি বা ভিডিও ব্যবহার করা যাচ্চে না।)

01/05/2025

চাটখিল উপজেলায় ফাওড়া'তে ঘাস কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একই পরিবার তিনজনের অবস্থা আশংকা জনক। জানা যায় ফাওড়া মৃধা বাড়ির কালু মিয়ার ছেলে রহিম ও তার বোনরা সহ বড় মোল্লাবাড়ির আহসান উল্লার ছেলেদের সাথে ঘাস কাটাকে কেন্দ্র করে মারমারির সৃষ্টি হয়।মোল্লাবাড়ির আহসান উল্লার ছেলের দেশীয় দারালো অস্রের আঘাতে আবদুর রহিমের পরিবারের তার বাবাও বোনরা গুরতর আহত হন।জরুরি ভাবে তাদের চাটখিল নেয়া হলে অবস্থার অবনতি দেখে নোয়াখালী মাইজদি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে সর্বশেষ জানা যায়।

30/04/2025

ইতিহাস হয়তো একসময় এভাবে লেখা হবে!!প্রশ্ন হলো রাস্ট্রীয় কাজ শেষ হবে কবে??

29/04/2025

ডিবি অফিসের সামনে থেকে অভিনেতা ও আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন চাওয়া বিতর্কিত নেতা সিদ্দিক আহমেদকে আটক হতে রমনা থানায় নিয়ে যাচ্ছেন করে যাচ্ছেন ছাত্রদল নেতারা
😎😎



Address

Mannan Tower, 47/2 Toyenbee Circuler Road, Motijheel, Dhaka
Wari

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ24আওয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিউজ24আওয়ার:

Share

Category