09/07/2025
উষ্ণতা-শীতলতা
---------------
কেউ কি দেখে?
কেউ কি বুঝে?
অনুধাবন করে কি কেউ?
মানবের বুকে উঁচু একটা উষ্ণ পাহাড় আছে!
কখনো অতি উষ্ণ হয়ে দিক হারিয়ে ফেলে
উঁচু এ পাহাড়টি।
হয়তো বা কারো বুকে ঠাই পেলে
উষ্ণতা ছাড়িয়ে নিবিড় নি:শব্দে
মুহুর্তের মধ্যেই
শীতল হয়ে.....
অঘোর ঘুমে লেপ্টে যায় নিমিষেই
ঝিনুকের বুকে লুকিয়ে থাকা মুক্তোর মতো নিরাপদে
এমন একটা শীতল বুকও আছে
যেন উষ্ণ পাহাড়কে
শীতল জলে ডুবিয়ে নেয়
আদরে,
মায়াজালে সুক্ষ স্পর্শে।
পাহাড়েরও মন খারাপ হয়!
হয়তো বা কতটা দিন পাহাড়টি উষ্ণ হয়না
উষ্ণতার ঢেউ খেলেনা পাহাড়ের হৃদ গহীণে।
মায়ার টানে...
শীতল বুকটিই তখন উষ্ণ লাভা ছাড়িয়ে
পাহাড়কে কাছে ডাকে
বৃষ্টি ভেজা নিশীথ অন্ধকারে।
আষাঢ় গগণে.....
জমাট বাঁধা কালো মেঘ যেমনি গড়িয়ে যায়
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
বৃষ্টি বরিষণে খালবিল ভরিয়ে দেয়
মেঘ গলে জল হয়ে
তেমনই তপ্ত পাহাড় উষ্ণতা ছাড়িয়ে
শীতল বুকে মিশে একাকার হয়ে যায়
পতিত ঝর্ণার ভালোবাসায়,
আদরে নিশিথ মায়াতে তেমনই বটে।
কেউ কি দেখে ?
বুঝতে চায় কি কেউ?
পাহাড়ও কাঁদে...
উষ্ণতায় ঝর্ণার প্রবাহে...
লোচন জল ছাড়ে
গড়িয়ে পড়ে সমতলে
হয়তো বা কখনো...
শীতল বুকটাও উষ্ণ হয়ে
মায়াবী লাভা ছেড়ে
কাছে ডেকে এনে পাহাড়কে।
শীতল করে দিতে পারে
ভালোবাসার মায়ায় জড়িয়ে
শীতল বুকে চেপে ধরে...
মধ্য নিশিথে।
--- কাজী ছাব্বীর