08/09/2025
==================
``জুলাই-২৪কে ভুলে গেছে দেশ"!
==================
জুলাই-২৪ কে ভুলে গেছে দেশ,না ভুলিনি-ভুলবনা!
৩৬ জুলাই-এর রক্তক্ষয়ী গণআন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে।
সেই জুলাই আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা রেখেছে শিবির?
সুতরাং
তুমি কে আমি কে জুলাই যোদ্ধা,জুলাই যোদ্ধা!
সামনে পুলিশ (RAB), পেছনে স্বাধীনতা,
====================
তুমি কে আমি কে রাজাকার রাজাকার।
কে বলেছে,কে বলেছে, স্বৈরাচার,স্বৈরাচার।
সুতরাং
ঢাবিতে,বাম-রাম মোড়কে আওয়ামীলীগ ও ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার পায়তারা করছে কারা?
তুমিও জানো,আমিও জানি,
আমরা সবাই জানি!
ওরা বাম-রাম শাহবাগীরা হিন্দুস্তানী।
ওদেরকে বুড়িগঙ্গায় চুবানো হোক? চুবানো হোক?
=========================
এই সরকারকে ব্যর্থ বলতে অতিউৎসাহ দেখাচ্ছে কারা?
তুমিও জানো,আমিও জানি,
আমরা সবাই জানি!
বাম-রাম শাহবাগীরা হিন্দুস্তানী, হিন্দুস্তানী।
ওদেরকে বুড়িগঙ্গায় চুবানো হোক?