Mastermind FF

Mastermind FF I Believe In Hard Work

07/08/2024

দাবি উঠান
১. মানুষের মৌলিক চাহিদাগুলো ( যেমন, খাদ্য, বস্ত্র,চিকিৎসা) সাধারণ মানুষের হাতের নাগালে থাকা লাগবে।যেহারে নিত্যদিনের ব্যয়বহুলতা দেখা দিয়েছে এখন সবকিছু আকশের চাঁদ।
২. নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন আনতে হবে।
৩. চিকিৎসার ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। আজকাল প্রতিটা জনগন জীবনের শংকায় থাকেন যা মোটেও কাম্য নয়।
৪. বিদ্যুৎ বিল, গ্যাস বিল এসবের মাত্রাতিরিক্ত মূল্য কমিয়ে আনতে হবে।
৫. ইন্টারনেট,মিনিট,টাকার কোনো মেয়াদ থাকবে না। কল রেট প্রতি মিনিটে কমাতে হবে।
৬. দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোর আইন করতে হবে।
৭. যেকোন কিছু নিয়ে সিন্ডিকেট যেন না হয় সেজন্য সরকার কর্তৃক মূল্য নির্ধারিত করা হোক। আমার দেশের কৃষক, তাতী,জেলেসহ যারা আছেন তারা ন্যায্য অধিকার পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৮. দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তাদের পদ থেকে অব্যবহিত দিতে হবে। ন্যায় বিচার সবার জন্য সমান থাকবে।
৯. প্রতিটি সরকারি অফিস নিয়ম অনুযায়ী চলবে, কোন প্রকার অনিয়ম হলে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সব সরকারি ভবনে অভিযোগ বক্স রাখতে হবে এবং সে সকল অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।
সর্বোপরি আমাদের দেশের উন্নয়ন আমাদের হাত ধরেই শুরু করতে হবে। সবার উচিত নিজ নিজ জায়গায় থেকে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করা।

#নির্বাচন
১. মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার,চেয়ারম্যান, মেয়র,পৌর কমিশনার - ২ বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না।
২. শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। অবশ্যই এরকম কাউকে নির্বাচন করা যাবে না যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে নাচ-গানের মত কোন চিত্র আমাদের দেখায়।
৩. সকল জনপ্রতিনিধিদের জবাদিহিতা থাকা লাগবে।

17/07/2024

" ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। পুলিশ-বিজিবি-ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করছে। ঢাকাসহ পুরো দেশের মানুষ ঢাবিকে জাবিকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন"
এমন পোস্ট সবাই নিজেদের profile এ দেন। গ্রুপের চেয়ে এটা বেশি কাজে আসবে।



10/01/2024

1 bocor por game e ashai jokhon Random toxic bengali game e ashe bokaboki kore😡,uchit jobab dilam😎,w8 for end 🔥

07/01/2024

2 টা Grandmaster Squad এর সামনে একা রেখে সবাই শেষ 🤦‍♂️ অতঃপর Zone Push করে বুইয়া কি করতে পেরেছিলাম 🤔 Free Fire

06/01/2024

Power of My Over Confidence🙂Grandmaster Lobby 25 kills🤭IQ level 9999+

05/01/2024

১ বছর পর গেইমে এসে কি booyah করতে পারবো?🥶 Playing Garena Free Fire after one year🙂

Address

West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when Mastermind FF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mastermind FF:

Share