07/08/2024
দাবি উঠান
১. মানুষের মৌলিক চাহিদাগুলো ( যেমন, খাদ্য, বস্ত্র,চিকিৎসা) সাধারণ মানুষের হাতের নাগালে থাকা লাগবে।যেহারে নিত্যদিনের ব্যয়বহুলতা দেখা দিয়েছে এখন সবকিছু আকশের চাঁদ।
২. নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন আনতে হবে।
৩. চিকিৎসার ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। আজকাল প্রতিটা জনগন জীবনের শংকায় থাকেন যা মোটেও কাম্য নয়।
৪. বিদ্যুৎ বিল, গ্যাস বিল এসবের মাত্রাতিরিক্ত মূল্য কমিয়ে আনতে হবে।
৫. ইন্টারনেট,মিনিট,টাকার কোনো মেয়াদ থাকবে না। কল রেট প্রতি মিনিটে কমাতে হবে।
৬. দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোর আইন করতে হবে।
৭. যেকোন কিছু নিয়ে সিন্ডিকেট যেন না হয় সেজন্য সরকার কর্তৃক মূল্য নির্ধারিত করা হোক। আমার দেশের কৃষক, তাতী,জেলেসহ যারা আছেন তারা ন্যায্য অধিকার পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৮. দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তাদের পদ থেকে অব্যবহিত দিতে হবে। ন্যায় বিচার সবার জন্য সমান থাকবে।
৯. প্রতিটি সরকারি অফিস নিয়ম অনুযায়ী চলবে, কোন প্রকার অনিয়ম হলে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সব সরকারি ভবনে অভিযোগ বক্স রাখতে হবে এবং সে সকল অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।
সর্বোপরি আমাদের দেশের উন্নয়ন আমাদের হাত ধরেই শুরু করতে হবে। সবার উচিত নিজ নিজ জায়গায় থেকে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করা।
#নির্বাচন
১. মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার,চেয়ারম্যান, মেয়র,পৌর কমিশনার - ২ বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না।
২. শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। অবশ্যই এরকম কাউকে নির্বাচন করা যাবে না যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে নাচ-গানের মত কোন চিত্র আমাদের দেখায়।
৩. সকল জনপ্রতিনিধিদের জবাদিহিতা থাকা লাগবে।