Shakil's vlog

Shakil's vlog সকলের মনকে ছুয়ে যেতে চাই।

জীবনের প্রতিটা সেকেন্ড তুমাকে শিক্ষা দিবে কি করে  এগিয়ে যেতে হয়।।যদি এই শিক্ষাটাকে জীবনের সাথে মানিয়ে নিতে পারো তাহলে তু...
15/06/2025

জীবনের প্রতিটা সেকেন্ড তুমাকে শিক্ষা দিবে কি করে এগিয়ে যেতে হয়।।যদি এই শিক্ষাটাকে জীবনের সাথে মানিয়ে নিতে পারো তাহলে তুমি হয়ে উঠবে সকলের আদর্শ।

04/06/2025

কোরবানি ঈদকে সামনে রেখে কামাররা এখন পুরোপুরি ব্যস্ত সময় পার করতেছে।
#কোরবানি #ঈদ #কামার #ব্যস্ত

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা।
05/05/2025

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা।

03/05/2025

আস্থার সাথে খাবার খান, খাবারের রাজ্যে ডুবে যান।

এই পৃথিবীতে কেউ কাউরে স্পেস দেয়না। নিজের স্পেস নিজেরই তৈরী করে নিতে হয়। সর্বপ্রথম নিজের প্রতি নিজেকে আত্মবিশ্বাসী হওয়া দ...
01/05/2025

এই পৃথিবীতে কেউ কাউরে স্পেস দেয়না। নিজের স্পেস নিজেরই তৈরী করে নিতে হয়। সর্বপ্রথম নিজের প্রতি নিজেকে আত্মবিশ্বাসী হওয়া দরকার। এটাই জীবনকে এগিয়ে দিতে সহায়তা করে।

গরমে আমের ভর্তা মনে দেয় প্রশান্তি। #আমের  #ভর্তামজাদার আমের ভর্তার রেসিপি:-১.আধা কেজি আম২. পরিমাণ মতো কাঁচা মরিচ৩.বিট লব...
01/05/2025

গরমে আমের ভর্তা মনে দেয় প্রশান্তি।
#আমের #ভর্তা
মজাদার আমের ভর্তার রেসিপি:-
১.আধা কেজি আম
২. পরিমাণ মতো কাঁচা মরিচ
৩.বিট লবণ
৪.সাদা লবণ
৫. যদি টক ঝাল মিষ্টি করতে চান তাহলে পরিমাণ চিনি।
৬. সরিষা বাটা (ঐচ্ছিক)
৭. সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিবেন।

01/05/2025

কাঁচা মরিচ দিয়ে রসালো আমের ভর্তা। এক ভিডিও তে মজাদার আমের ভর্তা বানানো শিখে নিতে পারেন।

আজ হঠাৎ করে নরসিংদী, ভেলানগরে দেখা হয় R.I Manik chitrapuri  ভাইয়ার সাথে। উনি নরসিংদীতে আসেন চিনিশপুরের একটি এগ্রো  ফার্ম...
30/04/2025

আজ হঠাৎ করে নরসিংদী, ভেলানগরে দেখা হয় R.I Manik chitrapuri ভাইয়ার সাথে। উনি নরসিংদীতে আসেন চিনিশপুরের একটি এগ্রো ফার্মের ভিডিও করার জন্য।উনার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি নিতান্ত একজন ভদ্র মানুষ। আল্লাহর কাছে উনার মঙ্গলকানমা করি।

উনার পেইজের ফলোয়ার সংখ্যা ১.৫ মিলিয়ন।

উনার পেইজের স্লোগান হলো---:
কৃষি ও খামারির মিত্র, চিত্রপুরী কৃৃৃষিচিত্র

ফজরের নামাজের ফজিলত (গুণ ও মর্যাদা) অত্যন্ত বেশি এবং কুরআন ও হাদীস থেকে এর অনেক গুরুত্ব প্রমাণিত। কিছু গুরুত্বপূর্ণ ফজিল...
27/04/2025

ফজরের নামাজের ফজিলত (গুণ ও মর্যাদা) অত্যন্ত বেশি এবং কুরআন ও হাদীস থেকে এর অনেক গুরুত্ব প্রমাণিত। কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিচে দিলাম:

1. আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা
রাসুল (সা.) বলেছেন:
"যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর জিম্মায় চলে যায়।"
(মুসলিম, হাদিস: ৬৫৭)

2. ফরজ নামাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ
কুরআনে আল্লাহ বলেন:
"নিশ্চয়ই কুরআনুল ফজর (ফজরের সময়ের কুরআন পাঠ বা নামাজ) প্রত্যক্ষভাবে উপস্থিত রয়েছে।"
(সূরা ইসরা, ১৭:৭৮)

3. রাতে ও দিনে ফেরেশতাদের সাক্ষাৎ
রাসুল (সা.) বলেন:
"তোমাদের কাছে রাত ও দিনের ফেরেশতারা পর্যায়ক্রমে আসে এবং তারা ফজর ও আসরের নামাজে মিলিত হয়..."
(বুখারি, হাদিস: ৫৫৫)

4. উজ্জ্বল নূর প্রাপ্তি কিয়ামতের দিন
রাসুল (সা.) বলেছেন:
"যারা ফজর ও ইশার নামাজ জামাতে পড়বে, কিয়ামতের দিন তাদের জন্য পূর্ণ নূর হবে।"
(তিরমিজি, হাদিস: ২২৩)

5. বিশেষ পুরস্কার ও জান্নাতের প্রতিশ্রুতি
রাসুল (সা.) বলেন:
"যে ব্যক্তি ফজর ও আসরের নামাজের প্রতি যত্নবান, সে জান্নাতে প্রবেশ করবে।"
(বুখারি ও মুসলিম)

6. রিযিক ও বরকতের সময়
রাসুল (সা.) দোয়া করেছেন:
"হে আল্লাহ! আমার উম্মতের সকালকে বরকতময় করে দাও।"
(আবু দাউদ, হাদিস: ২৬০৬)

25/04/2025

জুম্মার দিনে সূরা কাহফ (সূরা নম্বর ১৮) পড়ার অনেক ফজিলত রয়েছে, যা হাদীস দ্বারা প্রমাণিত। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত উল্লেখ করা হলো:

১. নূর (আলো) লাভ করা:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, তার দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত আলোর নূর সৃষ্টি হবে।"
— (সহীহুল জামে, হাদীস: 6470)

২. দাজ্জালের ফিতনা থেকে রক্ষা:

রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন:
"যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।"
— (সহীহ মুসলিম: 809)

আর একটি বর্ণনায় রয়েছে:
"যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশ আয়াত মুখস্থ রাখবে, সেও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।"

৩. আত্মিক প্রশান্তি ও ঈমান শক্তিশালী হওয়া:

এই সূরায় এমন সব গল্প রয়েছে (যেমন: গুহার যুবকগণ, মুসা ও খিজির (আ.) এর ঘটনা, দুল-কারনাইন ইত্যাদি), যা ঈমানকে মজবুত করে এবং মানুষের চিন্তা-ভাবনায় বিশুদ্ধতা আনে।

পাঠের সময়:

জুম্মার দিন সূর্যাস্ত হওয়ার আগে যেকোনো সময় এটি পাঠ করা উত্তম।

24/04/2025

কোরআনের প্রথম সূরা।
সূরা ফাতিয়ার বাংলা অর্থসহ দেওয়া হলো:-

১.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অর্থ: শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২.
الْـحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আলহামদু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন
বাংলা অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।
৩.
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আর-রাহমানির রাহিম
বাংলা অর্থ: যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

৪.
مَالِكِ يَوْمِ الدِّينِ
মালিকি ইয়াওমিদ্দীন
বাংলা অর্থ: বিচার দিনের মালিক।

৫.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ইইয়া-কানা’বুদু ওয়া ইইয়া-কানাস্তা’ঈন
বাংলা অর্থ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই।

৬.
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
ইহদিনাস সিরাতাল মুস্তাকীম
বাংলা অর্থ: আমাদেরকে সোজা পথে পরিচালিত করো,

৭.
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
সিরাতাল্লাযীনা আন’আমতা আলাইহিম, গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দ্বাল্লীন।
বাংলা অর্থ: সেইসব লোকের পথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো; যারা গজবের শিকার হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।

23/04/2025

বাংলাদেশ ক্রিকেট টীম এক কলংকিত অধ্যায় সূচনা করলো জিম্বাবুয়ের সাথে সিলেট টেস্টে ৩ উইকেটে হারে।২০২৫ সালে এসেও জিম্বাবুয়ের সাথে হারে এটা একটা লজ্জা পুরো জাতির জন্য।
অনতিবিলম্বে ক্রিকেটারদের তলব করা হোক। দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে এই টীমে ব্যাপক পরিবর্তন আনতে হবে।৷ এই ভাবে চলতে থাকলে দেশের ক্রিকেট ধ্বংস ধ্বংস হয়ে যাবে।
আমি কোনো ভাবেই এই হার কে মানে নিতে পারছিনা।

Address

West Bangla

Telephone

+8801817501432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil's vlog:

Share