06/07/2025
ভালোবাসা ব্যাপারটায় কখনই আমার জোর করতে ইচ্ছে করে না।
ভালোবাসা বলতে আমি বুঝি নিরপেক্ষ স্বাধীনতা, একটা সচ্ছল জীবন, সৌহার্দপূর্ণ একটা সুন্দর সম্পর্ক।
দ্বিধা-দ্বন্দ্বের বিধ্বস্ত অনুভূতি আর অনিশ্চিয়তা নিয়ে আমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না।
ভালোবাসলে আমি খুঁজি পাশে পাওয়ার নিশ্চয়তা, খুঁজি একটা সংসার, খুঁজি ভালোবাসার মানুষের কাছে নির্ভরতা, তার চোখে খুঁজে ফিরি আমার জন্য আগ্রহ, আকর্ষণ, কান্না, মায়া।