
28/09/2025
জাকের পার্টি চেয়ারম্যান শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দারুন এক ঐতিহ্যে সমৃদ্ধ আবহমান বাংলাদেশ।
মোস্তফা আমীর ফয়সল আশা প্রকাশ করেন, প্রকৃত ধর্মবোধে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ়করণ এবং তা কাজে লাগিয়ে কল্যাণ ও সমৃদ্ধির সম্মিলনে ব্রতী হবেন ধর্ম,বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। তিঁনি বলেন, শান্তি ও ঐক্য হোক সকল আয়োজনের কেন্দ্রবিন্দু।