Frame of Hridoy

Frame of Hridoy সৌদি প্রবাসী🇸🇦

27/07/2025

প্রবাসে আপনার একমাত্র শত্রু পাবেন একজন বাংলাদেশী!

11/07/2025

হি*জরা রহমান

হাঙ্গার স্টেশন সম্পর্কে তেমন কিছু জানি না তবে শুনেছিকোম্পানির দেওয়া টার্গেটের চেয়ে বেশি তলব দিতে পারলে একটা এক্সট্রা টাক...
08/07/2025

হাঙ্গার স্টেশন সম্পর্কে তেমন কিছু জানি না তবে শুনেছি
কোম্পানির দেওয়া টার্গেটের চেয়ে বেশি তলব দিতে পারলে একটা এক্সট্রা টাকা ইনকাম করা যায়।সেই উদ্যেশ্যে অনেকে মোটর সাইকেল খুব বেশি স্পিডে চালায়।
ভাইয়েরা শুধু এইতুটু কথা মনে রাইখেন যে এই সৌদি আরবে ৭০০/৮০০রিয়াল বেতনেও মানুষ চাকরি করে জীবন পার করতেছে আবার অনেকের কাজও নাই তবু জীবন চলতেছে।অল্প কিছু টাকা বেশি কামানোর জন্য নিজের জীবনকে মৃত্যুর পথে ঠেলে দিবেন না।🙏🏻

08/07/2025

আজ 7up এর ১১ বছর পূর্ন হলো।🇧🇷

06/07/2025

প্রতিটি পুরুষই বাবা হওয়ার আগ পর্যন্ত কখনো টের পায়না যে, বাবারা তার সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে।

"CR Brothers" নামকরণটা আমার করা। প্রায় ১০ বছর আগে ফেইসবুক গ্রুপ খোলার মাধ্যমে এই নামটা উন্মোচন হয়। আর আমাদের পরবর্তী প্র...
04/07/2025

"CR Brothers" নামকরণটা আমার করা। প্রায় ১০ বছর আগে ফেইসবুক গ্রুপ খোলার মাধ্যমে এই নামটা উন্মোচন হয়। আর আমাদের পরবর্তী প্রজন্মও তা অনুসরণ করছে।

ভালোবাসা রইলো সবার প্রতি।❤️

30/06/2025

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আবার কখনো নিজের ভিতরের একাকীত্ব—সবই আমাদের দুর্বল করে দেয়ার মতো মনে হয়। তবে মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক নতুন ভোরের আগে।
কঠিন সময় মানে শেষ না, বরং নিজের শক্তি খুঁজে বের করার সেরা সুযোগ।
আপনার চোখের জল, হতাশা, ভেঙে পড়া—সবই স্বাভাবিক। তবে এই কষ্টের মধ্যেও আপনি বেঁচে আছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন—এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ।
আপনার কষ্টের মূল্য আছে। আপনার চেষ্টার গুরুত্ব আছে। হয়তো আজ সবাই বুঝবে না, কিন্তু মনে রাখবেন—আপনি নিজেই আপনার গল্পের নায়ক।
নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না। একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবেন—এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে।
হাল ছাড়বেন না।
টিকে থাকুন।
আপনি একা নন।

✈️ নতুন ব্যাগেজ রুলে প্রবাসীরা যা আনতে পারবেন — মোবাইল, স্বর্ণ, টিভি সহ বিশেষ সুবিধা📱 মোবাইল ফোন:নতুন নিয়ম অনুযায়ী, একজন...
23/06/2025

✈️ নতুন ব্যাগেজ রুলে প্রবাসীরা যা আনতে পারবেন — মোবাইল, স্বর্ণ, টিভি সহ বিশেষ সুবিধা
📱 মোবাইল ফোন:
নতুন নিয়ম অনুযায়ী, একজন প্রবাসী ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি একদম নতুন মোবাইল ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন। তবে নতুন মোবাইলটি বছরে একবারই আনার অনুমতি রয়েছে।

👑 স্বর্ণালংকার ও স্বর্ণবার:

এখন থেকে একজন প্রবাসী ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার বছরে একবার বিনা শুল্কে আনতে পারবেন।

এছাড়া শুল্ক পরিশোধ করে ১১৭ গ্রাম পর্যন্ত একটি স্বর্ণের বার আনা যাবে, যার শুল্ক নির্ধারিত হয়েছে প্রতি ভরিতে ৫,০০০ টাকা।

📦 ব্যাগেজ রুলের বিশেষ সুবিধাসমূহ:

বিনা শুল্কে ১৯টি পণ্য এবং

শুল্ক দিয়ে ১১টি পণ্য আনতে পারবেন,

কোনো ধরনের এলসি (ঋণপত্র) লাগবে না।

👨‍👩‍👧 ভ্রমণকারীর বয়স অনুযায়ী ওজন সীমা:

১২ বছরের বেশি হলে: সর্বোচ্চ ৬৫ কেজি পণ্য শুল্ক ছাড়া আনা যাবে

১২ বছরের নিচে হলে: সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত শুল্কমুক্ত

✅ বিনা শুল্কে যেসব পণ্য আনতে পারবেন (মোট ১৯টি):
ব্যবহৃত ২টি মোবাইল ও ১টি নতুন মোবাইল

২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন

ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার

ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা

রাইস কুকার, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ওভেন

ব্লেন্ডার, জুসার, কফি মেকার, স্যান্ডউইচ মেকার

সেলাই মেশিন, টেবিল ফ্যান

খেলাধুলার সরঞ্জাম

১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার

এক কার্টন সিগারেট (২০০ স্টিক)

৫ বর্গমিটার আয়তনের কার্পেট

মিউজিক সিস্টেম (CD প্লেয়ার ও স্পিকারসহ)

💰 শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য (মোট ১১টি):
১১৭ গ্রাম স্বর্ণের বার (প্রতি ভরিতে শুল্ক ৫০০০ টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রূপার বার

৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার

রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি

ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা

ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার

📝 গুরুত্বপূর্ণ:
আগে যতবার খুশি ১০০ গ্রাম স্বর্ণালংকার আনতে পারলেও, এখন থেকে বছরে মাত্র একবারই আনতে পারবেন।

📢 প্রবাসীদের জন্য ভালো খবর — নিয়ম জানা থাকলে সুবিধা নেওয়া সহজ!

22/06/2025

মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা যা আমাদের মধ্যে নাই।

07/06/2025

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক ❤️🇸🇦

Address

West Bangla

Telephone

+966502659336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frame of Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Frame of Hridoy:

Share

Category