সৌখিন কৃষি খামার -Saukhin Krsi Khamar

সৌখিন কৃষি খামার -Saukhin Krsi Khamar যা করতে মন চাই তাই করো অন্যে কথা সুনে লাভ নাই
যখন খিদা থাকবে কেও খাবার দিয়ে যাবে না তাই নিজের কাজ টা ঠিক মত করো

"কৃষিকে ছাড়তে চেয়েছি, কিন্তু পারিনি..."অনেক সময় মনে হয়েছে কৃষি কাজ থেকে সরে আসি। নানা কষ্ট, আর্থিক ঝুঁকি, প্রাকৃতিক দুর্...
22/07/2025

"কৃষিকে ছাড়তে চেয়েছি, কিন্তু পারিনি..."

অনেক সময় মনে হয়েছে কৃষি কাজ থেকে সরে আসি। নানা কষ্ট, আর্থিক ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে ন্যায্য দাম না পাওয়া—সব মিলিয়ে হতাশা যেন ঘিরে ধরে। রাত-দিন খাটাখাটনি, কিন্তু ফসল তুলেও যখন লোকসান গুনতে হয়, তখন মনে হয় আর না, এবার কিছু একটা বদলাতে হবে।

শুধু লাভের হিসাব নয়, কৃষি যেন হৃদয়ের একটা অংশ হয়ে গেছে। প্রতি মৌসুমে যখন নতুন করে বীজ বুনে আশা গড়ি, তখন মনে হয়—এই কৃষিই আমার আসল জীবন।

হয়তো সব কৃষকই এই দ্বিধার মধ্যে দিয়ে যায়—চাই পরিবর্তন, কিন্তু ছাড়তে পারি না। আমি গর্বিত, কারণ আমি কৃষক। আমি ফসল ফলাই, জীবন গড়ি, মানুষকে খাওয়াই।

পরিস্থিতি যেমনই হোক, কৃষিকে ভালোবাসি বলেই আজও কৃষিতে আছি, থাকবো যতদিন পারি।

19/07/2025

কৃষি থেকে খুব তারা তারি সরে আসবো
কারণ অনেক এই দেশে কৃষকের কনো দাম নাই
একেবারে সরে যাবো না চাষাবাদ থেকে সরে আসবো,

কৃষির সাথেই থাকবো ইনশাআল্লাহ সুদু একটু ভিন্ন ভাবে।

আল্লাহ চাইলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ
অল্প কিছু সময় দরকার।

18/07/2025
আলহামদুলিল্লাহ আজকে আবার নিলাম। এই ব্যাচ টার সকল প্রকার আপডেট দিবো ইনশাআল্লাহ।
16/07/2025

আলহামদুলিল্লাহ আজকে আবার নিলাম।

এই ব্যাচ টার সকল প্রকার আপডেট দিবো ইনশাআল্লাহ।

🟥 প্রকাশ্যে পিটিয়ে হত্যা! | মিটফোর্ড, ঢাকাআজকের এই ভয়াবহ ঘটনাটি আমাদের বিবেককে নাড়া দেয়। একজন মানুষ, একজন ব্যবসায়ী—ব্যবস...
11/07/2025

🟥 প্রকাশ্যে পিটিয়ে হত্যা! | মিটফোর্ড, ঢাকা
আজকের এই ভয়াবহ ঘটনাটি আমাদের বিবেককে নাড়া দেয়। একজন মানুষ, একজন ব্যবসায়ী—ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়ে রাস্তায় প্রাণ হারালেন সবার সামনে!
এটাই কি আমাদের সমাজ? এটাই কি মানবতা?

👉 আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন
👉 অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই
👉 আমরা আর নিরব থাকতে চাই না!




#মানবতা_হোক_প্রথম_শর্ত

দেশি মাছ দরলাম মাছ ঘুলা কিন্তু পুকুর থেকে দরা
11/07/2025

দেশি মাছ দরলাম
মাছ ঘুলা কিন্তু পুকুর থেকে দরা

আগামী কালকে বিক্রি করে দিবো ইনশাআল্লাহ।  #ফরমিং  #কোয়েলপাখি
10/07/2025

আগামী কালকে বিক্রি করে দিবো ইনশাআল্লাহ।

#ফরমিং #কোয়েলপাখি

🔰 বেকার না থেকে কিছু করা উচিত!আজকাল অনেকেই শুধু বসে থাকে একটা সুযোগের অপেক্ষায়।কিন্তু সময় কাউকে সুযোগ এনে দেয় না, তৈরি ক...
07/07/2025

🔰 বেকার না থেকে কিছু করা উচিত!

আজকাল অনেকেই শুধু বসে থাকে একটা সুযোগের অপেক্ষায়।
কিন্তু সময় কাউকে সুযোগ এনে দেয় না, তৈরি করে নিতে হয়।

🧺 ছোট্ট একটা ব্যবসা শুরু করুন।
🧑‍🌾 খামার বা চাষাবাদে হাত লাগান।
📱 অনলাইনে ফ্রিল্যান্সিং শিখুন।
🎬 ভিডিও বানান, ডিজাইন শিখুন, মার্কেটিং করুন।

👊 কাজ ছোট হোক, তাতে কিছু যায় আসে না।
নিজের আয় নিজের গর্ব!

💥 মনে রাখবেন –
“চাকরি না পেলে বসে থাকবেন না, কিছু না কিছু করলেই পথ খুলবে।”

👉 আজ থেকে শুরু করুন!
সময় নষ্ট না করে, এক্সপেরিয়েন্স অর্জন করুন।
আগে শুরু করুন, সফলতা আসবেই ইনশাআল্লাহ! 💯

#বেকার_না_থেকে_কিছু_করি
#শুরু_করুন
#অনুপ্রেরণা
#হাল_ছাড়বেন_না
#নিজের_পথ_নিজেই_গড়ুন

নরসিংদী ব্যাস্ত তম সহর ফ্লাইওভার থেকে শেষ ছবি। ব্রিজ টা এখন ভেঙ্গে ফেলা হয়েছে।
01/07/2025

নরসিংদী ব্যাস্ত তম সহর ফ্লাইওভার থেকে শেষ ছবি।

ব্রিজ টা এখন ভেঙ্গে ফেলা হয়েছে।

এইটাও কিন্তু ChatGPT কথা
22/06/2025

এইটাও কিন্তু ChatGPT কথা

আলহামদুলিল্লাহ আজকে প্রথম হারবেস্ট করলাম
18/06/2025

আলহামদুলিল্লাহ আজকে প্রথম হারবেস্ট করলাম

04/02/2025

২/৩ দিন পর পর স্প্রে করাই লাগে
৮/৯ গেলোন।
বাজার যাইহোক নিয়মিত পরিচর্চা করতেই হবে।
বাকি টা আল্লাহ ভরসা

Address

West Bangla

Telephone

+8801941095136

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌখিন কৃষি খামার -Saukhin Krsi Khamar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌখিন কৃষি খামার -Saukhin Krsi Khamar:

Share