
22/07/2025
"কৃষিকে ছাড়তে চেয়েছি, কিন্তু পারিনি..."
অনেক সময় মনে হয়েছে কৃষি কাজ থেকে সরে আসি। নানা কষ্ট, আর্থিক ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে ন্যায্য দাম না পাওয়া—সব মিলিয়ে হতাশা যেন ঘিরে ধরে। রাত-দিন খাটাখাটনি, কিন্তু ফসল তুলেও যখন লোকসান গুনতে হয়, তখন মনে হয় আর না, এবার কিছু একটা বদলাতে হবে।
শুধু লাভের হিসাব নয়, কৃষি যেন হৃদয়ের একটা অংশ হয়ে গেছে। প্রতি মৌসুমে যখন নতুন করে বীজ বুনে আশা গড়ি, তখন মনে হয়—এই কৃষিই আমার আসল জীবন।
হয়তো সব কৃষকই এই দ্বিধার মধ্যে দিয়ে যায়—চাই পরিবর্তন, কিন্তু ছাড়তে পারি না। আমি গর্বিত, কারণ আমি কৃষক। আমি ফসল ফলাই, জীবন গড়ি, মানুষকে খাওয়াই।
পরিস্থিতি যেমনই হোক, কৃষিকে ভালোবাসি বলেই আজও কৃষিতে আছি, থাকবো যতদিন পারি।