Educationbd

Educationbd Dear
We describe about educational content. All tutorial created by bangla language. you can like this page.

if you learn ICT,Graphics, Programming, Android, Bangla grammar, English grammar, Math solution with bangla, Others Important Technology.

29/12/2025

আপনার মতামত দেখতে চাই।
28/12/2025

আপনার মতামত দেখতে চাই।

🌸 মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন !🤰👶 গর্ভবতী মায়েদের জন্য সরকারের বিশেষ আর্থিক সহায়তাঘরে বসেই আবেদন করুন — সহজ, নিরাপদ ...
27/12/2025

🌸 মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন !
🤰👶 গর্ভবতী মায়েদের জন্য সরকারের বিশেষ আর্থিক সহায়তা
ঘরে বসেই আবেদন করুন — সহজ, নিরাপদ ও সরকারি নিয়মে-

মাতৃত্বকালীন ভাতা হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি,
যার মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়।

আপনি বা আপনার পরিবারের কেউ গর্ভবতী হলে এখনই জেনে নিন 👇

✅ ১️⃣ আবেদন করার আগে যা জানা জরুরি

✔ আবেদনকারী অবশ্যই গর্ভবতী মা হতে হবে
✔ সাধারণত প্রথম বা দ্বিতীয় সন্তানের মা (এলাকাভেদে শর্ত প্রযোজ্য)
✔ পরিবারের আয় স্বল্প আয়ের মধ্যে হতে হবে
✔ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে
✔ স্থানীয় কোটা ও ইউনিয়ন/ওয়ার্ডভিত্তিক যাচাই প্রযোজ্য

📌 একাধিক সরকারি ভাতা একসাথে পেলে অনেক সময় এই ভাতা পাওয়া যায় না

🌐 ২️⃣ মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট

👉 Government MIS Portal (Official)
🔗 https://mis.bhata.gov.bd/onlineApplication

📌 এই পোর্টাল থেকেই মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতার আবেদন করা হয়।

📝 ৩️⃣ অনলাইনে আবেদন করার ধাপ (Step by Step)

🔹 ধাপ–১:
👉 উপরের লিংকে প্রবেশ করুন
🔗 mis.bhata.gov.bd/onlineApplication

🔹 ধাপ–২:
➡️ “নতুন আবেদন (New Application)” অপশন সিলেক্ট করুন

🔹 ধাপ–৩:
নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন ⬇️
✔ জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
✔ মোবাইল নম্বর (নিজের নামে হলে ভালো)
✔ পূর্ণ নাম ও বর্তমান ঠিকানা
✔ গর্ভকালীন তথ্য (মাস/সময়)
✔ সন্তানের সংখ্যা সংক্রান্ত তথ্য
✔ পারিবারিক আয় ও অন্যান্য ভাতার তথ্য

🔹 ধাপ–৪:
➡️ সব তথ্য ভালোভাবে যাচাই করে Submit করুন

🔹 ধাপ–৫:
📌 আবেদন সফল হলে একটি Application / Tracking Number পাবেন
👉 এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন

🔍 ৪️⃣ আবেদন করার পর কী হবে?

✔ স্থানীয় সমাজসেবা অফিস আবেদন যাচাই করবে
✔ প্রয়োজনে মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হবে
✔ যাচাই শেষে যোগ্য হলে ভাতা অনুমোদন হবে
✔ 💳 নির্ধারিত সময় অনুযায়ী ভাতার টাকা মোবাইল ব্যাংকিং / ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে
✔ অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করা যাবে

📎 গুরুত্বপূর্ণ টিপস (অবশ্যই জেনে রাখুন)

✅ সব তথ্য NID অনুযায়ী সঠিক দিন
✅ মোবাইল নম্বর নিজের নামে রেজিস্ট্রেশন থাকলে সুবিধা বেশি
✅ গর্ভাবস্থার কাগজপত্র/ডাক্তারের প্রমাণ প্রস্তুত রাখুন
✅ আবেদন সাধারণত সীমিত সময়ের জন্য খোলা থাকে
❌ কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই

❤️ শেষ কথা

👉 মাতৃত্বকালীন ভাতা শুধু টাকা নয়—
এটি একজন মায়ের নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার সরকারি সহায়তা।

যোগ্য হলে নিজে আবেদন করুন,
অথবা আপনার পরিচিত কোনো গর্ভবতী মাকে আবেদন করতে সহায়তা করুন।

🔖 Save করুন — প্রয়োজনের সময় কাজে আসবে
🔄 Share করুন — একজন মাও যেন এই তথ্য থেকে বঞ্চিত না হয়

23/12/2025

আমাদের দেশটা যদি এমন হতো??? আমাদের সরকার পরিবর্তন হলেও সিস্টেমের কোন পরিবর্তন হয়নি আর হবে কিনা তাও অজানা।
21/12/2025

আমাদের দেশটা যদি এমন হতো??? আমাদের সরকার পরিবর্তন হলেও সিস্টেমের কোন পরিবর্তন হয়নি আর হবে কিনা তাও অজানা।

21/12/2025
Best wishes for you new journey.  I hope you will be happy. Abu Ishaque brother
19/12/2025

Best wishes for you new journey. I hope you will be happy. Abu Ishaque brother

19/12/2025

এমন জীবন করিবে গঠন "মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন" এই কথাটির বাস্তবতা আজকে উপলব্ধি করতে পারতেছি!

হাদি ভাই, ধন্য তোমার জনম ধন্য
সারা দেশ কাঁদে তোমার জন্য।

আপনার দেশপ্রেম, আপনার সেই বিপ্লবী সংগ্রাম,স্পষ্টবাদী কথা আজকে ভীষন মনে পড়ছে হাদি ভাই; এই বিপ্লব চলমান! আপনি আজকে শহিদ, আপনি বেচে থাকবেন যুগ থেকে যুগান্তর স্মৃতিতে বিপ্লবে।

আল্লাহ আপনাকে শহিদ হিসেবে কবুল করুক,
এবং জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুক!

Hey everyone, exciting news! I'm now offering videogram - personalized video messages from me to you! Head to my Storefr...
19/12/2025

Hey everyone, exciting news! I'm now offering videogram - personalized video messages from me to you! Head to my Storefront and see how you can get one.

Want me to wish you or someone else a happy birthday? Want me to answer questions or provide advice? I’ve got you covered! You can request videograms for yourself, friends or family.

How it works:
1. Click the link below or head over to my profile and tap on the Storefront button (or three dot menu).
2. Tap on Request for a videogram,
3. Send me your request, and I'll do my best to create a cool videogram just for you!
4. Get ready to receive your custom videogram ASAP!

Request a videogram today: https://www.facebook.com/educationbda/storefront/videograms?entry=post

Storefront

18/12/2025

নেতার ছেলে নেতাই হবে, বিদেশে যাবে পড়তে। তুমি আমি শুধু মিছিল করবো নেতার জীবন গড়তে। নেতার নষ্ট মাথারে ভাই কামায় শুধু টাকা। ওদিকে কর্মীর ঘড়ে চাল থাকেনা সংসারে বাদে লেটা। বাপে দিন রাত কষ্ট করে খেত খামারে খাটে। ছেলে নেতার পিছন ঘুরে আর নেতার দু-পা চাটে। ভাই রাজনীতি করো সমস্যা নাই ঐ- পাও চাটা বাদ দাও। রাজনীতির পাশা পাশি সম্মান রেখে ভালো কিছু করে খাও।

18/12/2025

১৬ ডিসেম্বর কি দিবস?
ক) স্বাধীনতা দিবস
খ) বিজয় দিবস

17/12/2025

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাইয়ে তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হলেও এখনো সঠিকতা যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়নি। এ অবস্থায় কবে নাগাদ ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, শিগগিরই শূন্য পদের তথ্য যাচাইয়ের কার্যক্রম শেষ হবে। আগামী সপ্তাহের মধ্যে তথ্য যাচাই করে তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হবে। ফলে চলতি সপ্তাহে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর কাছ থেকে চিঠি পাওয়ার পর মাউশির নয়টি অঞ্চলের পরিচালক এবং উপ-পরিচালক বরাবর চিঠি ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে। আঞ্চলিক কার্যালয় থেকে এখনো সঠিকতা যাচাইয়ের প্রতিবেদন আসেনি। রিপোর্ট আসলে এনটিআরসিএকে ফিডব্যাক জানিয়ে দেওয়া হবে।’

Address

Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Educationbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Educationbd:

Share