Taims of Islam

Taims of Islam ✍️ ইসলাম, দেশ, মানবতা
আপনার আশেপাশে যেকোন তথ্য/সংবাদ
আমাদের জানাতে পারেন।
🆑 01810632177 (imo-whats'app)

Taims of Islam এর পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কৃতজ্ঞতা।যাদের আত্মত্য...
26/03/2025

Taims of Islam এর পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কৃতজ্ঞতা।
যাদের আত্মত্যাগে এই স্বাধীন সার্বভৌম একটা স্বাধীন রাষ্ট্র উপহার পেয়েছি, তাদের জন্য বিশেষভাবে দোয়া রইলো।‌।

10/01/2025

চাকরি আমাদের জীবিকা দেয়, কিন্তু ব্যবসা আমাদের ভবিষ্যৎকে বড় করে।
কেউ চাকরি করে নিজের স্বপ্ন পূরণ করে, আবার কেউ ব্যবসা করে আরও অনেকের স্বপ্ন তৈরি করে।

নিজের মেধা আর পরিশ্রম দিয়ে কিছু নতুন করার সাহস করুন। ছোট শুরু করুন, বড় স্বপ্ন দেখুন। চাকরি হোক আপনার শক্তি আর ব্যবসা হোক আপনার সম্ভাবনার দুয়ার।

"স্বপ্ন দেখা বন্ধ করবেন না, কারণ স্বপ্নই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।"

মহান বিজয় দিবস উপলক্ষে সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আল্লাহ তাআলা...
16/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
আল্লাহ তাআলা সকল শহীদদের জান্নাতবাসী করুক।

30/11/2024
29/11/2024

হে প্রিয় ভাই! রিযিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না।
রিযিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা।
আলোচক: হাফেজ মাওঃ ইমরান আল জিহাদী

চরমোনাই ওলামা মাশায়েখ সম্মেলনে।
28/11/2024

চরমোনাই ওলামা মাশায়েখ সম্মেলনে।

আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দ...
28/11/2024

আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মাওলানা মুনির হুসাইন কাসেমী।

#ইমানের_প্রেরণা #হেফাজত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থান...
22/10/2024

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

08/08/2023

কাওমী মাদ্রাসার ছাত্র পাচার ও আপহরণ
দুই পাচারকারী আটক।

23/07/2023

খুব নিঃশব্দে আমাদের মাঝে হাজির হয়েছে আরো একটি নতুন বছর—১৪৪৫ হিজরি সন।

নিঃশব্দে বললাম, কারণ, কোনো এক অদ্ভুত কারণে অন্যান্য নববর্ষের মতো হিজরি নববর্ষ এদেশের মিডিয়ার মনোযোগ পায় না। অথচ এই পঞ্জিকার সাথে এদেশের কোটি কোটি মুসলমানের ছোট-বড় ইবাদত ও উৎসবের তারিখ জড়িয়ে আছে।

তারপরও সচেতন মুসলিম সমাজ তাৎপর্যপূর্ণ এই পঞ্জিকার খবর রাখেন, এর ভালোবাসা হৃদয়ে ধারণ করেন, আলহামদুলিল্লাহ।

হিজরি নববর্ষ শুরু হলেই আমাদের মনে পড়ে রাসুল সা.-এর হিজরতের স্মৃতি। রাসুল সা. যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সঙ্গে ছিলেন একজন মুসলিম। আর যখন তিনি মদিনা থেকে মক্কায় ফিরে আসেন, তখন তার সঙ্গী দশ হাজার মুসলমান।

এ থেকে শিক্ষা পাই—ছেড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়। কিছু কিছু হারের মাঝে লুকিয়ে থাকে বিজয়ের আলোকচ্ছটা।

হিজরতের শাব্দিক অর্থ ত্যাগ করা। নতুন বছর এসেছে। হিজরি নতুন বছরে আমাদের প্রতীজ্ঞা হোক—অন্তত পাঁচটি বদঅভ্যাস অথবা গুনাহকে আজীবনের জন্য ত্যাগ করব। তবেই নতুন বছরের আগমন কিছুটা হলেও সার্থক হবে।

হিজরি পঞ্জিকার প্রথম মাস মুহাররম। এটি কুরআন-বর্ণিত সম্মানিত চারটি মাসেরও একটি। হাদীসে মুহাররমকে আল্লাহর মাস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং রমাদানের পরে এই মাসের সিয়ামকে সবচেয়ে বেশি ফজীলতপূর্ণ আখ্যা দেয়া হয়েছে।

তাই, এই মাসে অধিক পরিমাণে নফল সিয়ামের প্রতি মনোযোগী হওয়া উচিত।

আল্লাহ আমাদের নতুন বছরকে বরকতময় করুন, সকল অনিষ্টকে দূর করে দিন। উত্তম গুণাবলি অর্জন এবং দোষত্রুটি বর্জনের ভেতর দিয়ে শুরু হোক আমাদের নতুন বছরের অভিযাত্রা।।।।

06/07/2023

মোবাইল দিয়ে কিভাবে অনলাইনে ইনকাম করবেন। SELF Online Income 2023

Address

West Laksmipur
3702

Alerts

Be the first to know and let us send you an email when Taims of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taims of Islam:

Share