03/07/2025
"আপনি কোনোদিনও একটা আনফিট নারীর প্রতি আসক্ত থাকতে পারবেন না"
আচ্ছা তাহলে প্রিন্সেস ডায়ানাকে প্রিন্স চার্লস ছেড়ে গেলো কেন??
সৌন্দর্যে, স্টাইল, রুচি, আভিজাত্যে ডায়ানা ছিলেন বিশ্ব রোল মডেল। কিন্তু ‘চেহারা’ কোনো পুরুষকে ধরে রাখতে পারে না, যদি তার অন্তর অপরিষ্কার হয়।তার বড় উদাহরণ তো প্রিন্স ডায়না
ভালোবাসা কখনো শরীর দিয়ে হয় না, হয় আত্মার মিল দিয়ে।যারা নারীকে সবসময় “ফিটনেস” দিয়ে বিচার করে, তারা লম্পট প্রকৃতির।
তাদের চোখে স্ত্রী নয়, চাই একটা পার্মানেন্ট এয়ারহোস্টেস বা মডেল যা চকমকে, ঝকঝকে থাকবে।
যাজ্ঞা মেইন সমস্যা কোথাহ জানেন?
নফসে
নফসের খায়েসের জন্য স্ত্রী যদি এক্টিভ,টিপটপ ও হয়, তাও বাইরেই অসুস্থ বেডি ভালা লাগবে।
তাই একজন নারী যতই পরিপাটি হোক, তারা তৃপ্ত হতে পারবে না
কারণ, সমস্যা নারীর শরীরে না,তাদের নিজের নফসেই সমস্যা।
ইসলামে আসল সৌন্দর্য কী?
শরীর নয়, তাকওয়া। রূপ নয়, লজ্জাশীলতা।বাহ্যিক সাজ নয়, আত্মার শুদ্ধতা।
আল্লাহ বলেন:
"তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি মুত্তাকি।" (সূরা হুজুরাত: ১৩)
নবী (ﷺ.) বলেন:
"দুনিয়া একটি বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম বস্তু হলো ধার্মিক স্ত্রী।"
(সহিহ মুসলিম)
অর্থাৎ ইসলাম নারীর দেহ নয়, তার তাকওয়া, চরিত্র, ও অন্তরের পবিত্রতা দিয়ে মূল্যায়ন করে।
একজন নারী যখন ঘর সামলায়, বাচ্চার কান্না থামায়, তিন বেলা রান্না করে, রাতে জেগে থাকে তখন সে নিজেকে ভুলে যায়।আর যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে তো বেচারিদের ফিটনেস বাদ শরীররে জরুরত জন্য যে খাবার লাগে তাও তো ঠিক মত খেতে পারে না 💔
তখন যদি ঘরের পুরুষ বলে "তোমার ফিটনেস ঠিক নাই,এক্টিভ না কেন ব্লা ব্লা "
শরীরটা রোবট না, যে দিনভর চালিয়ে রাতেও চকচকে থাকবে।
এই শরীর ক্লান্ত হয়, ব্যথা পায়, নিঃশেষ হয়। তবুও নারী দাঁড়িয়ে থাকে পরিবারের জন্য, সন্তানের জন্য, সমাজের জন্য।আর তুমি পুরুষ কিছু জ্ঞান অর্জন করে বলো
"একটা পুরুষ কখনো একটা আনফিট নারীর প্রতি আসক্ত থাকতে পারবেন না"
তুমি পুরুষের দৃষ্টিতে যদি নারী মানেই চিরতরে ফিটনেস ধরে রাখা মডেল হয়, তাহলে বুঝে নিও তোমার চোখ ভালোবাসা চেনে না, কেবল ভোগ চেনে।