Jakia sultana

Jakia sultana "May Allah's accept our duas and forgive all our sin ameen"!

কী মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -"If love knew how much I love you,love it...
05/07/2025

কী মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -

"If love knew how much I love you,
love itself would wish to be my beloved."

-
তোমাকে কতটা হৃদয়ে রেখেছি
ভালোবাসা যদি জানতো,
খোদ ভালোবাসা নিজেই আমার
প্রিয়তম হতে চাইতো! 🤍

03/07/2025

"আপনি কোনোদিনও একটা আনফিট নারীর প্রতি আসক্ত থাকতে পারবেন না"

আচ্ছা তাহলে প্রিন্সেস ডায়ানাকে প্রিন্স চার্লস ছেড়ে গেলো কেন??
সৌন্দর্যে, স্টাইল, রুচি, আভিজাত্যে ডায়ানা ছিলেন বিশ্ব রোল মডেল। কিন্তু ‘চেহারা’ কোনো পুরুষকে ধরে রাখতে পারে না, যদি তার অন্তর অপরিষ্কার হয়।তার বড় উদাহরণ তো প্রিন্স ডায়না

ভালোবাসা কখনো শরীর দিয়ে হয় না, হয় আত্মার মিল দিয়ে।যারা নারীকে সবসময় “ফিটনেস” দিয়ে বিচার করে, তারা লম্পট প্রকৃতির।
তাদের চোখে স্ত্রী নয়, চাই একটা পার্মানেন্ট এয়ারহোস্টেস বা মডেল যা চকমকে, ঝকঝকে থাকবে।

যাজ্ঞা মেইন সমস্যা কোথাহ জানেন?
নফসে
নফসের খায়েসের জন্য স্ত্রী যদি এক্টিভ,টিপটপ ও হয়, তাও বাইরেই অসুস্থ বেডি ভালা লাগবে।
তাই একজন নারী যতই পরিপাটি হোক, তারা তৃপ্ত হতে পারবে না
কারণ, সমস্যা নারীর শরীরে না,তাদের নিজের নফসেই সমস্যা।

ইসলামে আসল সৌন্দর্য কী?
শরীর নয়, তাকওয়া। রূপ নয়, লজ্জাশীলতা।বাহ্যিক সাজ নয়, আত্মার শুদ্ধতা।
আল্লাহ বলেন:
"তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি মুত্তাকি।" (সূরা হুজুরাত: ১৩)

নবী (ﷺ.) বলেন:
"দুনিয়া একটি বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম বস্তু হলো ধার্মিক স্ত্রী।"
(সহিহ মুসলিম)

অর্থাৎ ইসলাম নারীর দেহ নয়, তার তাকওয়া, চরিত্র, ও অন্তরের পবিত্রতা দিয়ে মূল্যায়ন করে।

একজন নারী যখন ঘর সামলায়, বাচ্চার কান্না থামায়, তিন বেলা রান্না করে, রাতে জেগে থাকে তখন সে নিজেকে ভুলে যায়।আর যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে তো বেচারিদের ফিটনেস বাদ শরীররে জরুরত জন্য যে খাবার লাগে তাও তো ঠিক মত খেতে পারে না 💔
তখন যদি ঘরের পুরুষ বলে "তোমার ফিটনেস ঠিক নাই,এক্টিভ না কেন ব্লা ব্লা "
শরীরটা রোবট না, যে দিনভর চালিয়ে রাতেও চকচকে থাকবে।
এই শরীর ক্লান্ত হয়, ব্যথা পায়, নিঃশেষ হয়। তবুও নারী দাঁড়িয়ে থাকে পরিবারের জন্য, সন্তানের জন্য, সমাজের জন্য।আর তুমি পুরুষ কিছু জ্ঞান অর্জন করে বলো
"একটা পুরুষ কখনো একটা আনফিট নারীর প্রতি আসক্ত থাকতে পারবেন না"

তুমি পুরুষের দৃষ্টিতে যদি নারী মানেই চিরতরে ফিটনেস ধরে রাখা মডেল হয়, তাহলে বুঝে নিও তোমার চোখ ভালোবাসা চেনে না, কেবল ভোগ চেনে।

কি সুন্দর! মাশাআল্লাহ ❤️‍🩹😊
01/07/2025

কি সুন্দর! মাশাআল্লাহ ❤️‍🩹😊

দোলনচাঁপা🍂🦋আপনার?
29/06/2025

দোলনচাঁপা🍂🦋
আপনার?

বৃষ্টি আসার আগ মুহূর্ত ভয়ংকর রকমের সুন্দর 🖤💦
26/06/2025

বৃষ্টি আসার আগ মুহূর্ত ভয়ংকর রকমের সুন্দর 🖤💦

আমি আর কখনো দেখতে পাবোনা!💔
24/06/2025

আমি আর কখনো দেখতে পাবোনা!💔

শুনেছি সবশেষে যে তোমারে পাইলো; সে নাকি ফুল ভালোবাসে! বাসবেই তো, তুমি তো মূলতঃ ফুলই, আমার প্রিয়তম ফুল! অবশ্য ভালোই লেগেছে...
21/06/2025

শুনেছি সবশেষে যে তোমারে পাইলো;
সে নাকি ফুল ভালোবাসে! বাসবেই তো,
তুমি তো মূলতঃ ফুলই, আমার প্রিয়তম ফুল!
অবশ্য ভালোই লেগেছে যখন জানতে পেরেছি
ভালোবাসা– ভালোই আছে,
যদিও সেটা আমার না, অন্য কারো ভালোবাসায়।

শুনেছি সবশেষে যে তোমারে পাইলো;
সে নাকি তোমারে সামলায় ঠান্ডা মেজাজে!
যেমন ঝড়ের পরে বেঁচে যাওয়া মানুষ
সামলায় ভাঙা ঘরদোর, বিধ্বস্ত গৃহস্থালি।

শুনেছি সবশেষে যে তোমারে পাইলো
সে নাকি বাংলা বইয়ের মতো সাবলীল।
সালমান হাবীব, কবিতায় গল্প বলা মানুষ!
ওষুধের পাতা শেষ হয়ে যাওয়া রাত্রিতে
তার 'মধ্যরাতের উঠোন' নাকি তোমার ঘুমের ওষুধ!

সবশেষে যে তোমারে পাইলো
সে নাকি তোমারে সামলায় ঠান্ডা মেজাজে!
যেমন হত্যার পর খুন করা লাশ
সুকৌশলে সামলায় ঠান্ডা মাথার খুনি।

সবশেষে যে তোমারে পাইলো
সে নাকি তোমারে পাইয়া বেজায় খুশি!
যেমন খুশি হয় ট্রিগার চাপা মাতাল খুনি
ঝরে যেতে দেখে রক্তের লাল!
সবশেষে যে তোমারে পাইলো–
কষ্ট হইলেও তুমি তারই থাইকো চিরকাল।

__
সালমান হাবীব

• My biggest enemy is my uncontrolled mind.Which is called "Nafs".🥺
20/06/2025

• My biggest enemy is my uncontrolled mind.Which is called "Nafs".🥺

🌼🌸
20/06/2025

🌼🌸

20/06/2025
20/06/2025

_____'আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ'! ❤️‍🩹

🙂🖤🌼
19/06/2025

🙂🖤🌼

Address

Laksmipur, Cottogram Divison
West Laksmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakia sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jakia sultana:

Share