03/08/2025
ফাতাওয়ার কিতাবের লিষ্ট-নিজের টাইম লাইনে রাখতে পারেন,কাজে আসতে পারে।
(১)তানভীরুল আবসার,
লেখকঃ আল্লামা শামসুদ্দীন তামারতাশী রহ.।
(২) আদদুররুল মুখতার,
লেখকঃ আল্লামা আলাউদ্দিন হাসকাফী রহ.
(৩)রদ্দুল মুহতার বা ফতোয়ায়ে শামী,
(১-১৩ খন্ড)
লেখকঃ আল্লামা ইবনু আবিদিন শামী রহ.
ইসলামী আইন শাস্ত্র তথা ফিকাহ শাস্ত্রের বিশ্ব বিখ্যাত অদ্বিতীয় গ্রন্থ ‘রাদদুল মুহতার আলা দুররে মুখতার’ যা ‘ফতোয়ায়ে শামী’ নামেও পরিচিত। সালতানাতে উসমানিয়া যুগের সিরিয়ার বিখ্যাত মুফতি আল্লামা ইমাম আমীন ইবনে আবেদীন শামী হানাফী (১১৯৮-১২৫২ হিঃ/ ১৭৮৩- ১৮৩৬খৃীঃ)
এ গুরুত্বপূর্ণ গ্রন্থসহ পঞ্চাশটির অধিক গ্রন্থ রচনা করেন। হানাফী ফিকাহ শাস্ত্রের এ গুরুত্বপূর্ণ গ্রন্থটি তুর্কি, উর্দূসহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে।তবে এখনো বাঙ্গানুবাদ হয় নি।)
>লক্ষণীয়, ‘দুররুল মুখতার’ হলো ‘তানভীরুল আবসার’ এর শরাহ বা ব্যখ্যাগ্রন্থ।
আর রাদ্দুল মুহতার হল ‘দুররুল মুখতার’ এর ব্যখ্যাগ্রন্থ। বর্তমানে উপরোক্ত তিনটি গ্রন্থ একটি মাত্র কিতাবে পাওয়া যাচ্ছে।
(৪) ফাতহুল কাদীর
লেখকঃ আল্লামা কামালুদ্দীন ইবনুল হুমাম রহ.
ভলিউম ১০,
হানাফি আইনশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ হেদায়ার সর্বাধিক বিস্তারিত,সমাদৃত ও প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ হলো ফাতহুল কাদীর।
শাব্দিক ব্যাখ্যা, ব্যাকরণ, পরিভাষা, উসূলে ফিকহ নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা হয়েছে।
(৫)কিতাবুল আসল (মাবসূত)
লেখকঃ ইমামা মুহাম্মদ রহ.
ভলিউম ০৬,
হানাফি মাযহাবের পরিচয় লাভের জন্যে ইমাম মুহাম্মদ রহ. রচিত ছয়টি কিতাব রয়েছে যেগুলোকে ‘জাহিরুর রিওয়ায়াহ’ বলা হয়। নিম্নে একাধারে কিতাবসমূহের নাম উল্লেখ করা হয়েছে। ‘জাহিরুর রিওয়ায়াহ’ কিতাব ষষ্ঠের প্রথম রচনা ‘মাবসূত’।তাকে ‘আসল’ ও বলা হয়।এটি হানাফী মাযহাবের অন্যতম একটি গ্রন্থ। ইমাম শাফেয়ী রহ. উক্ত কিতাবটি আত্মস্থ করেছিলেন।
(৬) জামিউস সগির,
(৭)জামিউল কাবির,
(৮) যিয়াদত ও যিয়াদাতুয যিয়াদাত,
(৯)সিয়ারুস সগীর
(১০)সিয়ারুল কাবির,
উক্ত ছয়টি কিতাবেরই লেখক হলেন ইমাম মুহাম্মাদ রহ.।
(১১)কাফি
লেখকঃ ইমাম হাকেম শহিদ রহ.
‘জাহিরুর রিওয়ায়াহ’ তথা ইমাম মুহাম্মদ রহ. রচিত ছয়টি কিতাবের মাসআলা সমূহকে সংক্ষিপ্তাকারে একটি গ্রন্থে সংকলন করেন এবং তার নাম দেন ‘কাফি’।
(১২)ফাতাওয়া কাযীখান,
লেখকঃ শামসুল আইম্মা আল-আউযজান্দী যিনি কাযী খান নামে সুপরিচিত। যাকে ‘ফকীহুন নফস’ ও ‘ফখরুল ইসলাম’ উপাধীতেও ডাকা হয়।
>ফতোয়ায়ে কাযী খান একটি বিখ্যাত ও সুবিদিত ফতোয়া গ্রন্থ। হানাফী উলামায়ে কেরামের নিকট এ গ্রন্থ অত্যন্ত গ্রহণযোগ্য। সকল প্রয়োজনীয় ফতোয়া এর মধ্যে পাওয়া যায়। এই গ্রন্থে সকল ফতোয়ার প্রকৃত উৎস বর্ণনা করেছেন। যেই বিষয়ে পূর্ববর্তী মনীষীদের একাধিক মন্তব্য রয়েছে- তিনি সেই সকল একাধিক মন্তব্য উল্লেখ করে সবচেয়ে উত্তম ও স্পষ্ট বক্তব্যকে প্রাধান্য দিয়েছেন। আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা কুদুরীর লেখক বলেছেন: “কাযী খান যে বিষয়টি সত্যায়ন করেছেন তা অন্যের সত্যায়ন বলে বিবেচিত হবে।বর্তমানে ‘ফতোয়ায়ে আলমগীরী’-এর সাথে ফতোয়ায়ে কাযীখান মুদ্রণ করা অবস্থায় পাওয়া যায়।
(১৩) ফাতাওয়ায়ে আলমগীরী বা ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ( ১-৬ খন্ড)।
>হিজরী ১১ শতকের সম্রাট আলমগীর সিংহাসন আরোহনের চার বৎসর পর ফাতাওয়ার একটি প্রামাণ্য পূর্ণাঙ্গ গ্রন্থ প্রণয়নের শাহী ফরমান জারী করেছিলেন। দেশের বিজ্ঞ আলেম মুফতীদের সমন্বয়ে আল্লামা নিজাম উদ্দিন বুরহান উদ্দীনের সভাপতিত্বে সুদীর্ঘ আট বছর নিরলস প্রচেষ্টায় তৈরী হয়েছিল হানাফি মাযহাবের উপর লিখিত বিখ্যাত ফাতোয়া গ্রন্থ ‘ফাতাওয়ায়ে আলমগীরী’।
(১৪) নিযামুল ফাতাওয়া
লেখকঃ মুফতি নিযামুদ্দীন আযমী রহ.।
(১৫) আপকে মাসায়িল আওর উনকা হল, (১-১০খন্ড) লেখকঃ মাওলানা ইউসুফ লাখনৌভী রহ.।
(১৬) ফাতাওয়া আস সিরাজিয়্যাহ,الفتاوى السراجية (১-৩ খণ্ড), লেখকঃ সিরাজ উদ্দিন আবী মুহাম্মাদ আলী বিন মুহাম্মাদ তাইমি রহঃ।
(১৭) ফাতাওয়া তাতারখানিয়া,
লেখকঃ আলিম বিন’ আলা ইন্দ্রাপতি রহ.(786 হিঃ)
>ফিকহে হানাফীর একটি গ্র্যান্ড কালেকশন।
ফাতওয়া তাতারখানিয়া হ’ল দিল্লী সুলতানিতে ভারতে রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ ইসলামী ঐতিহ্য এবং একাডেমিক মাস্টারপিস। ফাতাওয়া তাতারখানিয়া ত্রিশ খণ্ডে সংকলিত হয়েছিল যা ইসলামী আইনশাস্ত্র ও ফতোয়া সাহিত্যের বিশ্বকোষ হিসাবে কাজ করে।
এটি হানাফি ফিকাহ সম্পর্কিত ভবিষ্যতের রচনার জন্য অন্যতম একটি রেফারেন্স গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। সুলতান ফিরোজ শাহ তুঘলকের রাজত্বকালে (১৩৮১) শায়খ ‘আলিম বিন’ আলা ইন্দ্রাপতি দ্বারা এটি সংকলন করেছিলেন।কিতাবটিতে কুরআন ও হাদীসের ১০,০০০ টিরও বেশি রেফারেন্স রয়েছে।
(১৮) মাজমাউল ফাতাওয়া,
(ভলিউম ১-৩৭) লেখকঃ শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহ.।
(১৯) খুলাসাতুল ফাতাওয়া,
লেখকঃ তাহির বিন আহমদ বিন আব্দুর রশীদ বুখারী (৫৪২হিঃ)।
(২০)ফাতাওয়া বাযযাযিয়্যাহ/আল জামিউল ওয়াজিয’ নামেও পরিচিত।
লেখকঃ মুহাম্মাদ ইবনে শিহাব আল কুরদী রহ.।
(২১) যখীরাতুল ফাতাওয়া,
ফিকহে হানাফীর গুরুত্বপূর্ণ একটি কিতাব (১-১৫খন্ড)। লেখক’ আবুল মা’আলী বুরহানুদ্দীন মাহমুদ ইবনে আহমদ ইবনে মাযা।
(২২) কানযুদ দাকায়িক,
লেখকঃ আল্লামা নাসাফী রহ.।
(২৩)আল-বাহরুর রায়িক (শরহে কানযুদ দাকায়িক)
লেখকঃ আল্লামা যাইনুদ্দীন ইবনু নুজাইম মিশরি রহ.।
(২৪)তাবয়ীনুল হাকায়েক(শরহে কানিযুদ দাকায়িক)
লেখকঃ ফখরুদ্দিন উসমান রহ.।
(২৫)আন নাহরুল ফায়িক(শরহে কানযুদ দাকায়িক)
লেখকঃআল্লামা সিরাজুদ্দীন উমর ইবনু নুজাইম রহ.।
(২৬)মাজহারুল হাকায়িক,(শরহে বাহরুর রায়িক)
লেখকঃ খাইরুদ্দীন রমালী।
(২৭) কিতাবুন নাওয়াযেল,
লেখকঃ মুফতি সায়্যিদ মুহাম্মাদ সালমান সাহেব রসূলপুরী।
(২৮) গুরারুল আহ্কাম’
মুহাম্মদ বিন ফারামজ আল শাহির আল হানাফী র.।
(২৯) ‘দুরারুল হুক্কাম’ (গুরারুল আহকাম এর ব্যখ্যাগ্রন্হ।
(৩০) তুহফাতুল ফুকাহা,
লেখকঃআলাউদ্দিন মুহাম্মদ বিন আবি আহমদ আল-সমরকান্দি (539 হিজরি)।
(৩১) দুরারুল বিহার,
লেখকঃ মুহাম্মাদ বিন ইউসুফ বিন ইলয়াস আলকূনায়ী রহ.
(৩২) ফাতাওয়া খায়রিয়্যাহ,
লেখকঃ হযরত আব্দুল্লাহ মুহিউদ্দীন ফারূকী মুজাদ্দেদী রহ.
(৩৩) বাওয়াদির ও নাওয়াদির,
লেখকঃ আল্লামা আশরাফ আলী থানভী রহ.।
(৩৪) খাইরুল ফাতাওয়া,
(উর্দু, ৬ ভলিউম, মাদ্রাসা খাইরুল মাদারিস মুলতান)।
(৩৫) আস সিরাজুল ওয়াহহাজ,
লেখকঃ মুহাম্মাদ আয যুহরী গুমারারি রহ.।
(৩৬) আল-বাদায়িউস সানায়ি,
লেখকঃ ইমাম আলাউদ্দিন আবী বকর ইবনে মাসউসদ আল কাসানী আল হানাফি রহ.।
এই গ্রন্থটি শায়খ আল-কাসানীর অন্যতম বিশিষ্ট রচনা যা সহজ আরবি ভাষা এবং ফিকহের প্রতিটি বিষয়ে রেফারেন্স হিসাবে হাদীস উপস্থাপন করার কারণে কিতাবটি বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে । এটি মূলত ফিকহে হানাফীর উপর তাঁর শিক্ষক আলাউদ্দিন মুহাম্মদ বিন আবি আহমদ আল-সমরকান্দি (539 হিজরি) রচিত “তুহফাতুল ফুকাহা” গ্রন্থের একটি শরাহ।তোহফাতুল ফুকাহা বর্তমানে “বাদায়িয়ুস সানা’ই দ্বারা পরিচিত।
(৩৭) ইমদাদুল ফাতাওয়া,
লেখক,আশ্রাফ আলী থানবী রহ.
(৩৮) ইমদাদুল আহকাম,(ভলিউম-৩)
লেখকঃ জাফর আহমদ উসমানী
(৩৯) ফাতাওয়া দারুল উলুম (দেওবন্দ),
(১-১৮ খন্ড)
(৪০) ফাতাওয়া মাহমুদিয়্যাহ (২৫খন্ড)
লেখক,মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.।
(৪১) আহসানুল ফাতাওয়া, (উর্দু-খন্ড১-১০)
লেখকঃ – মুফতী রশীদ আহমদ লুধিয়ানুভী (রহ.)।
(৪২) জাওয়াহিরুল ফিকাহ (৬ ভলিউম),
লেখকঃ মুফতি মুহাম্মদ শফী রহ.।
(৪৩)মাবসূতে সারাখসী
লেখকঃ শামসুল আয়িম্মা আবি বাকার মুহাম্মদ ইবনে আহমদ আস সারাখসী রহ:
খন্ড(১-৩০)ফিকহে হানাফীর উল্লেখযোগ্য একটি কিতাব হিসেবে বিবেচিত হয়। লেখক হানাফী মাযহাব এবং অন্যান্য মাযহাব বিশেষত শাফিয়ী মাজহাব ও মালেকির মধ্যে একটি তুলনা স্থাপন করেছেন।
(৪৪) ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ (উর্দু,ভলিউম ১-১০)
লেখকঃ সায়্যিদ আব্দুর রহিম লাজপুরী রহ.।
(৪৫)ফাতাওয়ায়ে উসমানিয়্যাহ(উর্দু-বাংলা)
লেখকঃ মুফতি ত্বকী উসমানী রহ.
(৪৬)ফাতাওয়ায়ে রাহমানিয়া(বাংলা)
লেখকঃ মুফতি মনসুরুল হক হাফি.।
(৪৭)ফাতাওয়ায়ে জামেয়া (বাংলা)
লেখকঃ মুফতি ফজলুল হক আমিনী রহ.।
(৪৮)ফাতাওয়ে রশিদিয়্যাহ
লেখকঃ শায়েখ রশীদ আহমদ গাঙ্গুহী রহ.।
(৪৯) আশরাফুল হিদায়া (আরবী-বাংলা)
লেখকঃ আবুল হাসান বুরহানুদ্দীন আল মুরগিনানী রহ.। হেদায়া কিতাবটি হানাফি মাযহাবের এক অমর গ্রন্থ। ফিকহে হানাফীর প্রসিদ্ধ ও বহুল প্রচলিত গ্রহণযোগ্য কিতাব।
(৫০)ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত (বাংলা)
লেখকঃ ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.।
(৫১)আল মুহিতুল বুরহানী
লেখকঃ শায়েখ মুহাম্মাদ ইবনে মাযাহ আল বুখারী রহ.।
(৫২)বাহরুল উলুম (৬খন্ড)
লেখকঃ মুফতী মুহাম্মদ আব্দুল মান্নান আযমী রহ.।
(৫৩)ফাতাওয়া ইসলামিয়া,
লেখকঃ মুহাম্মাদ বিন আব্দুল আযীয রহ.।
(৫৪) ফতোয়ায়ে আযিযীয়্যাহ
লেখকঃ শাহ আব্দুল আযীয দেহলভী রহ.।
(৫৫) ফতোয়া আন নাসাফিয়্যাহ
লেখকঃ আল্লামা নাসাফী রহ.।
(৫৬) ফাতাওয়া আন নাওয়াযিল
লেখকঃ আল্লামা আবুল লাইস আস সামারকান্দী রহ.।
(৫৭) ফাতাওয়ায়ে খলিলীয়্যাহ
লেখকঃ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহ.।
(৫৮) জাদীদ ফিকহী মাসায়িল
লেখকঃ খালিদ সাইফুল্লাহ রহমানী।
০৫ খন্ড।
(৫৯) ফাতাওয়া মাজাহিরুল উলুম
লেখকঃ খলিল আহমদ সাহারানপুরী রহ.।
(৬০)ফাতাওয়া কাযী,
লেখকঃ ফকীহুল আসর কাযী মুজাহিদুল ইসলাম কাসেমী রহ.।
(৬১) ফাতাওয়ায়ে হক্বানীয়্যাহ,
লেখকঃ মাওলানা আব্দুল হক হক্কানী রহ.।
(৬২)ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা,
(৬৩) নাওয়াদিরুল ফিকহ,
লেখকঃ আল্লামা রাফি উসমানী।
(৬৪)আল মুখতার লিল ফাতাওয়া,।
(৬৫)ফাতাওয়া ওয়াল ওয়ালিজিয়্যাহ,
লেখকঃ জহিরুদ্দীন আব্দুর রশীদ আবু হানীফা ওয়ালিজিয়্যাহ।
(৬৬)মুলতাকাল আবহুর, (ملتقى الأبحر)
লেখকঃ ইব্রাহিম ইবনে মুহাম্মাদ হাবলী রহঃ।
মাজমাউল আনহার,
‘মুলতাকাল আবহুর’ এর ব্যাখ্যাগ্রন্থ।
(৬৭) কিফায়াতুল মুফতী,
লেখকঃ ইবনু আকীল আবু ওয়াফা রহ.।
(৬৮)হালবী কাবীর,
লেখকঃ ইব্রাহীব আল হালবী রহ.।
(৬৯)মারাকিউল ফালাহ(শরহে নুরল ইজাহ ও নাজাতুল আরওয়াহ) লেখকঃ হাসান বিন আম্মার বিন আলী শুরুনবুলালী রহ.।
(৭০) ফাতাওয়া আল কুবরা (ভলিউম ১-৬)
লেখকঃ শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহ.।