22/10/2025
যখন কেউ সত্যিকারের পাশে থাকার সাহস রাখে না, তখন একাকিত্বই আমার silent companion হয়ে যায়। রাতের নিরবতা, দূরের ফিসফিস শব্দ, সব মিলিয়ে যেন আমাকে নিজের ভেতরের অনুভূতির সঙ্গে face করতে শেখায়। মাঝে মাঝে মনটা ভেঙে যায়, কখনো মনে হয় এই পৃথিবীতে কেউ নেই যে বুঝবে। কিন্তু ধীরে ধীরে আমি শিখি,,,এই solitude আমাকে inner strength, patience আর নিজের মূল্য বোঝায়।
কখনও কখনও একা থাকা মানেই নিজের সপ্নগুলোকে ঠিকভাবে দেখার সুযোগ পাওয়া। সবাই চলে গেলে, আমি নিজের সঙ্গে কথা বলি, নিজের মনকে heal করি, এবং ধীরে ধীরে বুঝতে শুরু করি, happiness কখনো অন্য কারো হাতে নির্ভর করে না। Sometimes, being alone is the only way to truly find yourself...
এই একাকিত্ব আমাকে শেখায় নিজের fears এর মুখোমুখি হতে, নিজের decisions নিতে, আর নিজের scars গুলোকে embrace করতে। কোনো পরিচিতি, কোনো বন্ধুত্ব বা কোনো smile যদি না থাকে পাশে, তবুও আমি নিজেকে হারাই না। আমি শিখি, নিজের heart কে ধরে রাখা সবচেয়ে বড় courage। কখনো কখনো একা থাকা মানেই নিজের soul কে শান্তি দেওয়া। আর এই journey ই আমাকে করে আরও শক্তিশালী, আরও conscious, এবং আরও free !🤍