Quiet Rider

Quiet Rider I like to go to the beautiful places around me and I like to share these with you. I am always smiling. I treat everyone well. Love to travel
(1)

বিক্রি হবে :suzuki gixxer sf 2021 modelRegistration dhaka metro la-56441 (2021)
02/07/2025

বিক্রি হবে :
suzuki gixxer sf 2021 model
Registration dhaka metro la-56441 (2021)

“জীবনটা নদীর মতো—বয়ে চলে নিজের স্রোতে, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ।”
28/06/2025

“জীবনটা নদীর মতো—বয়ে চলে নিজের স্রোতে, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ।”

20/06/2025

"সময় সবসময় একরকম যায় না, খারাপ দিনও একদিন ভালোতে বদলাবে—সবকিছুরই সময় আছে।"

17/06/2025

এই নিয়ে তিনবার

Sell post:12k kilo running Model: karizma xmr 210ccRegistration : 2years Condition: Looks like newAsking price: 3 lakh 2...
05/06/2025

Sell post:
12k kilo running
Model: karizma xmr 210cc
Registration : 2years
Condition: Looks like new
Asking price: 3 lakh 20

16/04/2025

তেমনি,
ট্রেনের নীচে শুয়ে আত্মহত্যা করা রুহুল আমিন

বৃদ্ধ রুহুল আমিনের স্ত্রী এখনও বেঁচে আছেন। মেয়ের বিয়ে হয়েছে, এক ছেলে ঢাকায় স্বল্প বেতনে চাকুরি করে। পেয়াজ চাষের জন্য তিনি তিনটা এনজিও থেকে ৫০ হাজার, ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা ঋণ করেছিলে।

প্রতি সপ্তাহে ৪ হাজার ৪৫০ টাকা কিস্তির বোঝা ছিল তার। এখনো ৯৯ হাজার ২৯০ টাকা ঋণ অবশিষ্ট রয়েছে।

জমি বর্গা নিয়ে ১ বিঘা ৫ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিল সে। নিজের জমি না। এই চাষবাস করতেই ঋণ নেওয়া। ওই ঋণের কিস্তি চালানোর জন্য স্থানীয় মহাজনের কাছ থেকেও সুদ নিয়েছিলেন।

পেঁয়াজের দাম কম। তাই ঋণ শোধ করা সম্ভব না। তার উপর সুদী মহাজনের দায় তো আছেই। তিনি আত্মহত্যা করেছেন এইজন্যই। প্রথম আলোকে তার পরিবারের লোকজন তাই জানিয়েছে।

ট্রেনের নীচে শান্তভাবে শুয়ে পড়া ঐ বৃদ্ধ মানুষটার কথা বলতে গিয়ে অনেকে বলছেন, 'এটা আমি'। আদতে এরচে' বড়ো পরিহাস আর হয় না আসলে। শহুরে বিষণ্ণতা আর প্রান্তিক কৃষকের দুঃখে অনেক তফাৎ।

ফসলের দাম কম হওয়ায় ভোক্তা খুশি হয়, কিন্তু উৎপাদন খরচ না কমলে তো কৃষকের পক্ষে স্বল্প মূল্যে পণ্য বেঁচাটা রক্ত বিক্রি করার মতই। রাষ্ট্রকে অবশ্যই ভর্তুকি দিতে হবে। কৃষক না বাঁচলে দেশ আগাবে না।

এই রাষ্ট্রে সব সংস্কারের কথা হয়, শুধু আলাপ হয় না কৃষকের।

-arju ahmed

30/03/2025

“ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি হৃদয়, মুছে যাক সব গ্লানি ও দুঃখ। আসুন আমরা ঈদের এই পবিত্র দিনে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিই চারদিকে। ঈদ মোবারক!”

“বাস্তবতা হলো এক নির্মম গল্প, যেখানে অনুভূতির কোন দাম নেই।”
29/03/2025

“বাস্তবতা হলো এক নির্মম গল্প, যেখানে অনুভূতির কোন দাম নেই।”

28/03/2025

Need this❤️

বাইকারদের উদ্দেশ্যে ঈদের ছুটিতে কিছু গুরুত্বপূর্ণ কথা :১। হেলমেট পড়া বাধ্যতামূলক — নিজের এবং পেছনের আরোহীর জন্য হেলমেট ...
27/03/2025

বাইকারদের উদ্দেশ্যে ঈদের ছুটিতে কিছু গুরুত্বপূর্ণ কথা :

১। হেলমেট পড়া বাধ্যতামূলক — নিজের এবং পেছনের আরোহীর জন্য হেলমেট পড়া নিশ্চিত করুন।
২। স্পিড কন্ট্রোল করুন — আনন্দের উৎসব যেন শোক না হয়ে যায়। নিয়ন্ত্রণে গতি রাখুন।
৩। গাড়ির কাগজপত্র সাথে রাখুন — লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইনসুরেন্স সব হালনাগাদ ও সাথে রাখুন।
৪। রাস্তায় ধৈর্য ধরুন — ঈদের সময় রাস্তায় চাপ বেশি থাকে, ধৈর্য্যসহ চলাচল করুন।
৫। পর্যাপ্ত বিশ্রাম নিন — দীর্ঘ যাত্রার আগে ভালো ঘুম ও মাঝে মাঝে বিশ্রাম নিন।
৬। নিয়ম মেনে চলুন — ওভারটেক, রং সাইড, রাশ ড্রাইভিং পরিহার করুন।
৭। গিয়ার চেক করুন — বাইকের ব্রেক, হেডলাইট, টায়ার ইত্যাদি ঠিক আছে কিনা যাচাই করে নিন।
৮। রোড কন্ডিশন জানুন — আগে থেকেই রুট ভালোভাবে জেনে নিন এবং প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করুন।

সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। নিরাপদে যান, সুস্থ থাকুন।

27/03/2025

সাদা পাথর ভ্রমণ –

এক নজরে সৌন্দর্যের জগতেবাংলাদেশের সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত সাদা পাথর বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাহাড়, নদী ও সাদা পাথরের অসাধারণ সমন্বয় প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে।

সাদা পাথরে কী দেখবেন?

• চমৎকার পানির রং – নীলচে-সবুজ পানি আপনাকে মুগ্ধ করবে • পাহাড় ও সাদা পাথরের দৃশ্য
• স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা
• বোট রাইড ও ছবি তোলার দারুণ সুযোগ

কোথায় থাকবেন?

সিলেট শহরে বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউস আছে। আপনার বাজেট অনুযায়ী থাকার ব্যবস্থা সহজেই পাওয়া যায়।ভ্রমণের সেরা সময়:নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত মৌসুমে সাদা পাথর ঘুরতে সবচেয়ে ভালো। তবে বর্ষায় পানির প্রবাহ বেশি থাকায় নদীর সৌন্দর্য আরও নান্দনিক হয়ে ওঠে।

⸻শেষ কথা:
সাদা পাথর শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। যারা শহরের কোলাহল থেকে মুক্তি চান, তাদের জন্য সাদা পাথর একটি আদর্শ গন্তব্য।সাদা পাথর ভ্রমণের প্ল্যান করছেন? এখনই ব্যাগ গুছিয়ে ফেলুন!

ছেলেবেলায় একটা বাইক দেখলেই চোখ চকচক করতো। তখন বাইক মানেই ছিল স্বাধীনতার স্বপ্ন, রাস্তায় উড়ার অনুভূতি। সেই কালো বা লাল বা...
27/03/2025

ছেলেবেলায় একটা বাইক দেখলেই চোখ চকচক করতো। তখন বাইক মানেই ছিল স্বাধীনতার স্বপ্ন, রাস্তায় উড়ার অনুভূতি। সেই কালো বা লাল বাইকটা পাশ দিয়ে গেলেই মনে হতো, “একদিন আমারও একটা হবে!”
আজ যখন নিজে বাইক চালাই, তখন শুধু একটা যানবাহন না—এটা আমার ছোটবেলার স্বপ্ন, আমার ইমোশন।
বাইক শুধু গন্তব্যে পৌঁছায় না, পুরোনো দিনের অনেক আবেগেও ফিরিয়ে নিয়ে যায়।

Address

Zinzira

Telephone

+8801875553269

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quiet Rider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quiet Rider:

Share