14/04/2025
যে যায় সে সবটুকু নিয়েই যায়, তার কাছে কাকুতি মিনতিতে কিছুই যায় আসে না। যাচ্ছে মানে সে মায়ার পাহাড় ডিঙায়েই যাচ্ছে, তাকে মায়ার কাথায় জড়িয়ে লাভ নেই। আবেগের বাক্স খুলে দিলেও সে লাথি মেরে ফেলে দিবে। কারণ সে তোমার ভালবাসার, আবেগ, মায়া ,মমতা গিলে হজম করে ফেলেছে ততক্ষণে।
যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে,ভাগ্যের দোহায় দিয়ে মেনে নাও, তুমি দুঃস্বপ্নে ছিলে। ঝড় আসলে যেমন ঠেকানো যায় না, ঠিক তার মনের আবহাওয়ায় তুমি নেই, তোমার জন্য ঝড় আছে।
যে যায় তার কাছে থেকে যাওয়ার কিছুই নেই, তামাম দুনিয়া খুজেও তুমি বেধে রাখার জন্য রশ্মি পাবে না। বন্দি করে রাখার জন্য পাবে না কোন খাঁচা। তোমার মনের শিকল ভেঙে ফেলেছে সে,তোমার মনের খাঁচা সে গুড়িয়ে দিয়েছে মুক্তির নামে যুক্তিতে। কবর দিয়ে দাও বুকের ভেতর তাকে, যেন মরে গেছে মনে।
মানুষ খাচায় বন্দি হয় ভালবাসায়, কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালবাসা ফুরিয়ে গেছে। অংক বুঝো! সব অধ্যায়ে যোগ অংক খুজে পাবে না, প্রথমে যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ, পরের দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায় গিয়ে বিযোগ গুণ, ভাগ অংক কষতে হবেই।
তুমি কিন্তু দিন শেষে একা একাই,তাই যে যাবার সে যাক নিজেকে বিযোগ করে চলে আসো! খাচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন।নিজেকে নিজের কাছে রাখো, নিজের জন্য বাঁচো।