Grihabondi

Grihabondi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grihabondi, Digital creator, .

Handmade love ❤️❤️

Follow this page for customized bangles and many more handmade things, materials etc..❤️😊
Let's connect each other and make something interesting.

মেয়ে মানুষ আসলেই লোভী। কেউ টাকা পয়সার, বিলাসবহুল জীবনের, কেউ বা মানসিক ভাবে ভালো থাকার।মানুষের আর কিছুর লোভ থাকুক বা না ...
31/07/2025

মেয়ে মানুষ আসলেই লোভী। কেউ টাকা পয়সার, বিলাসবহুল জীবনের, কেউ বা মানসিক ভাবে ভালো থাকার।
মানুষের আর কিছুর লোভ থাকুক বা না থাকুক কিন্তু একটা লোভ সবার আছে। আর সেটা হচ্ছে ,নিজেকে ভালো রাখার।আর এই লোভ থেকেই, কেউ কয়েকটা ভালো রাখার স্বপ্ন দেখালেই বোকা মেয়ে মানুষ পটে যায়। কিছু মেয়ে একটু মানসিকভাবে ভালো থাকার আশায়, কত ধনী,ভালো চাকরি জীবি ছেলে রিজেক্ট করে দেয়।একটা ভালো মনের মানুষ খুঁজতে গিয়ে নিজের কত উচ্চবিলাশি স্বপ্ন বিসর্জন দেয়।দিনশেষে এরাও ঠকে যায়।ভালো থাকা আর হয়ে ওঠে না।

তবে এসব সেক্রিফাইস করার পরেও যারা ভালো থাকে, ভালোবাসা পায় তারা অবশ্যই ভাগ্যবতী আলহামদুলিল্লাহ💗

©
লেখা: সাদিয়া আফরিন মার্জান

গত কয়দিন থেকে শরীর ভীষণ মন্দ চলছে। মুখের স্বাদ একদম চলে গিয়েছে। যা ই খাই মাটি মাটি লাগে।আজ অফিসে বাসার খাবার নেই নাই। প্...
30/07/2025

গত কয়দিন থেকে শরীর ভীষণ মন্দ চলছে। মুখের স্বাদ একদম চলে গিয়েছে। যা ই খাই মাটি মাটি লাগে।
আজ অফিসে বাসার খাবার নেই নাই। প্রতিদিন নেই।

আজ ইচ্ছা ছিলো হোটেলের ঝাল ঝাল ভর্তা দিয়ে এক প্লেট ভাত তৃপ্তি করে খাবো।
যেই কথা সেই কাজ।
দুপুরে আমি আর আমার দুই কলিগ মিলে হোটেলে খেতে গেলাম। খাওয়া শেষে হাত ধুয়ে যখন বাকিদের খাবার শেষের অপেক্ষা করছি তখন চোখে পরলো অন্য টেবিলে। এক ভদ্রলোক (মধ্যবয়স্ক ) তার স্ত্রীকে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন।
স্ত্রীর হাতে কেনোলা করা।
সম্ভবত হাসপাতাল থেকে বের হয়েছেন এবং তিনি অসুস্থ।
খুব মুগ্ধ হয়ে আমি দেখছিলাম।
স্ত্রীর ঠোঁটে লেগে থাকা ঝোল টিস্যু দিয়ে মোছার জন্য হোটেলের লোককে বলার পরে সে দিতে দেরি করায় দিলো এক ধমক।
স্ত্রী পাশ থেকে বলল - তুমি আমার জন্য এরে ওরে খালি বক কেন? একটু আগে ডাক্তাররেও বকলা।
তিনি উত্তর দিলো - কথা কম কউ। তুমি খাও। কালকে থেইক্কা কিচ্ছু খাও নাই।
তার স্ত্রী মুচকি হেসে বলল - এখন ওগোরে কউ একটু পানি দিতে।
লোকটা আবার চেচিয়ে বলল - এই পানি দিতে যেন দেরি না হয়।

আমি সম্পূর্ণ ঘটনা নিজের চোখ দিয়ে দেখছিলাম।
কি সুন্দর তাই না?

মেয়েরা কি চায় তা অনেক পুরুষের জানা নাই।
মেয়েরা আদর চায়।
যত্ন চায়।
সম্মান চায়।
গুরুত্ব চায়।
ভালোবাসা চায়।
মেয়েরা চায় কেউ তার ব্যাপারে উদ্বীগ্ন হোক।

অনেকের চোখে এসব ন্যাকামি হলেও আমার কাছে যেই ন্যাকামি তে সম্পর্ক সুন্দর হয় সেই ন্যাকামিই ভালো।

❤️❤️❤️
জাকিয়া হোসেইন তৃষা
©

পাপা চকলেট এনেছে ছেলেরা খাচ্ছে ।ছোট ছেলে আমাকে একটু খাওয়ালো আমি খুশি হয়ে হাসলাম এটা দেখে ও আনন্দ পেলো ।আমি ওকে খাওয়া ...
30/07/2025

পাপা চকলেট এনেছে ছেলেরা খাচ্ছে ।ছোট ছেলে আমাকে একটু খাওয়ালো আমি খুশি হয়ে হাসলাম এটা দেখে ও আনন্দ পেলো ।আমি ওকে খাওয়া তে গেলাম ও না খেয়ে একটু করে আমাকে খাওয়ালো আর আমি হাসছি দেখে একটু একটু করে পুরো টা খাইয়েদিলো।😜😊 এখন ও কাঁদছে ওর চকলেট শেষ হয়েগেছে 😜 এবার আমি কি করতে পারি এখন 🤪😜😋
゚viralシ

Good morning friends
30/07/2025

Good morning friends

মা-বাবা ছাড়া পৃথিবী 🫣উফ আমি কল্পনা করতেও পারি না । আমার মনে হয় পৃথিবীর সব সম্পর্ক এমন কি স্বামী ,সন্তানও স্বার্থের হলে...
29/07/2025

মা-বাবা ছাড়া পৃথিবী 🫣উফ আমি কল্পনা করতেও পারি না । আমার মনে হয় পৃথিবীর সব সম্পর্ক এমন কি স্বামী ,সন্তানও স্বার্থের হলেও এরা আমায় নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।❤️❤️

29/07/2025

📌 এত্ত কিউট কেন লাগছে বলো তো ❤️😍❓
゚viralシ

কথায় আছে, "ব্যবহারই বংশের পরিচয়।" একজনের কথাবার্তা ও আচরণই বলে দেয় সে কেমন পরিবেশে মানুষ হয়েছে। শুধু  জাতে নয় ,চেহার...
29/07/2025

কথায় আছে, "ব্যবহারই বংশের পরিচয়।"
একজনের কথাবার্তা ও আচরণই বলে দেয় সে কেমন পরিবেশে মানুষ হয়েছে। শুধু জাতে নয় ,চেহারায় নয়, কথাবার্তা, ব্যবহারেই লুকিয়ে থাকে আসল পরিচয়।
©

Good Morning friends 🌅
29/07/2025

Good Morning friends 🌅

জীবনে অনেকগুলা দুঃখ আছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখটা কি জানেন??? দুঃখগুলো বলার মত সত্যিই কোন মানুষ নাই।আর এই জিনিসটা মেয়ে...
28/07/2025

জীবনে অনেকগুলা দুঃখ আছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখটা কি জানেন???
দুঃখগুলো বলার মত সত্যিই কোন মানুষ নাই।আর এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে প্রবল আকারে হয়।
একটা মেয়ে চাইলেই বাবা-মার কাছে স্বামীর বাড়ির দুঃখের কথা বলতে পারে না, একটা মেয়ে চাইলেই স্বামীর কাছে বাবা-মার দুঃখের কথা বলতে পারেনা। বন্ধুবান্ধবের কাছে আসলে কোন ধরনের দুঃখের কথাই ওইভাবে বলা যায় না। ভাইদের সাথে তো একদমই শেয়ার করা যায় না। বোনের ব্যাপার জানিনা বোন তো নাই।
জানিনা সন্তানের কাছে বলা যায় কিনা।
©collected

ছোটবেলায় বাবাকে হারানোর পর মা রাহুলকে ছেড়ে চলে যায়। বাড়িতে লোকজন বলতে রাহুল আর তার দাদু। ছোট থেকেই দাদুর কাছে মানুষ ...
28/07/2025

ছোটবেলায় বাবাকে হারানোর পর মা রাহুলকে ছেড়ে চলে যায়। বাড়িতে লোকজন বলতে রাহুল আর তার দাদু। ছোট থেকেই দাদুর কাছে মানুষ হওয়ার পর রাহুল এখন কলেজে প্রথম বর্ষ। ট্রেনে হকারি করে গুড়ের তৈরী চিট বাদাম ও লজেন্স বিক্রি করে কোন রকমে দিন চালাত হতদরিদ্র রাহুল। দাদুরও বয়স হয়েছে, শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। গরমে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করতেও কষ্ট হয় রাহুলের। বাড়িতে অসুস্থ দাদুকে একা ফেলে যখন ট্রেনে হকারি করা দুষ্কর হয়ে পড়েছিল, তখন বাধ্য হয়ে পাড়ারই মেয়ে শর্মিষ্ঠাকে বিয়ে করে রাহুল।শর্মিষ্ঠাও কোন কথা না ভেবে রাহুলের সাথে সংসার শুরু করে। রাহুল ট্রেনে হকারি করত আর বাড়িতে দাদুর দেখাশোনা করতে থাকে স্ত্রী শর্মিষ্ঠা। বিয়ের কিছু মাসের মাথায় দাদুও তাদেরকে ছেড়ে চলে যায়। এমন অবস্থায় রাহুলের পক্ষেও রোদে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করা সম্ভব হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেয় শান্তিপুর স্টেশনে একটি ছোট্ট দোকান খোলার। স্টেশনে এক নাম্বার প্লাটফর্মে একটি ছোট্ট খাবারের দোকানও খোলে। দোকানে বর্তমানে বিভিন্ন টিফিনের সরঞ্জাম সহ সন্ধ্যাবেলা নানারকম চপ পাওয়া যায়। সকালবেলা স্বামী স্ত্রী দুজন মিলে বাড়ির কাজ সামলে চলে আসে দোকানে। আবার সন্ধ্যা বেলা বেচাকেনা শেষে দুজন মিলে হাতে হাত ধরে ফিরে যায়। না ! রাহুলের রাজপ্রাসাদ বা অট্টালিকা নেই, তবুও বিশ্বাস দিয়ে রাহুলের হাতটা শক্ত করে ধরে রেখেছে স্ত্রী শর্মিষ্ঠা। দুজনের সুখে দুজনে সুখী, দুজনের দু:খে দুজনে দুখী। বেঁচে থাকুক তোমাদের এই ভালোবাসা এই কামনা করি। আবারো প্রমাণ হয়ে গেল নারী পুরুষের টাকাতে আটকায় না, নারী আটকায় পুরুষের সম্মান আর ভালোবাসায় 😊

✍🏼 কলমে - দেবাংশু saha ❤️
Collected

আমরা ঘরে যে সোফায় হেলান দিয়ে বসি, যে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, যে কম্বলে গুটিশুটি মেরে শুয়ে থাকি শীতের রাত...
28/07/2025

আমরা ঘরে যে সোফায় হেলান দিয়ে বসি, যে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, যে কম্বলে গুটিশুটি মেরে শুয়ে থাকি শীতের রাতে—ওগুলো কি সত্যিই নিরাপদ?

ভাবুন তো, চোখের সামনে কিছুই নেই অথচ শ্বাস নিতে গিয়ে হঠাৎ হাঁচি, নাক দিয়ে জল পড়ছে, চুলকানি, চোখ লাল, গলা ধরে যাচ্ছে, এমনকি কারো কারো বুকে শ্বাস আটকে আসছে—এই যন্ত্রণা কি শুধু ঋতু পরিবর্তনের জন্য?

না, আমাদের অজান্তেই আমরা ঘরের ভেতর পোষা একটি অদৃশ্য সেনার সঙ্গে বাস করছি—ডাস্ট মাইট। দেখতে পেতেন যদি, ভয়েই হয়ত ঘর ছেড়ে পালাতেন। এরা ছোট, ভয়ঙ্কর, আট পায়ের একেকটা লোমে ঢাকা জীব, যারা আপনার বালিশে, কম্বলে, পর্দায়, ফ্যানের ব্লেডে, কার্পেটের তন্তুতে আশ্রয় নিয়ে দিব্যি ঘোরাফেরা করে।

আর সবচেয়ে ভয়ানক ব্যাপার? এরা ক্ষতি করে না ঠিক, কিন্তু এদের শরীরের পচা অংশ আর প্রতিদিন প্রায় বিশবার করে ফেলা মল—এই জিনিসটাই আপনার শরীরে অ্যালার্জির আগুন ধরিয়ে দেয়।

সর্দি, হাঁচি, কাশি, স্কিন র‍্যাশ, চোখ লাল, চুলকানি, এমনকি হাঁপানির মতো অবস্থাও তৈরি করে দিতে পারে এই ঘরের ভিতরের শত্রু। বর্ষার দিনে ঘরে ভিজে কাপড় শুকানোটা যেন ওদের উৎসবের মতো! বাড়ে ওদের সংখ্যা, আর বাড়ে আপনার সমস্যা।

তবে চিন্তা করবেন না। কিছু নিয়ম মেনে চললেই এই শত্রুদের পরাজিত করা সম্ভব।

• প্রতিদিন জানালা খুলে দিন, আলো ঢোকাতে দিন। সূর্যের আলো এদের শত্রু।
• রোজকার বিছানা ঝাড়া, চাদর, বালিশের ওয়াড় বদল করা দরকার।
• কম্বল, বালিশ মাঝেমধ্যে রোদে দিন।
• ঘরে ভেজা কাপড় ঝোলানো বন্ধ করুন।
• ফ্যান, কার্পেট, পর্দা—সব কিছু নিয়ম করে পরিষ্কার রাখুন।
• ঘর শুকনো রাখুন, যেন এরা বাঁচতে না পারে।
• যাদের অ্যালার্জি প্রবণতা আছে, তারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।
• অ্যালার্জি গুরুতর হলে, চিকিৎসকের পরামর্শ নিন অবিলম্বে।

এটা ঠাণ্ডা লেগে সর্দি নয়, এটা এক অদৃশ্য অথচ প্রভাবশালী শত্রুর আক্রমণ। তার সঙ্গে লড়তে গেলে দরকার সচেতনতা, পরিচ্ছন্নতা, আর একটু সচেষ্ট হওয়া।

আজই নিজের বিছানা, ঘর আর ফ্যানের ব্লেডের দিকে তাকিয়ে দেখুন, আপনি কাকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনার জীবনে?

Collected






Good morning friends 🌅
28/07/2025

Good morning friends 🌅

Address


Alerts

Be the first to know and let us send you an email when Grihabondi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grihabondi:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share