Tasmin Billal

Tasmin Billal সমস্ত প্রশংসাই আল্লাহর সন্তুুষ্টির জন্য।

06/02/2025
আল্লাহ সর্ব শক্তিমান,এই দুনিয়ার যা কিছু আছে সবই আল্লাহর দান।তাই অহংকার করিওনা।
22/10/2024

আল্লাহ সর্ব শক্তিমান,
এই দুনিয়ার যা কিছু আছে সবই আল্লাহর দান।
তাই অহংকার করিওনা।

19/10/2024

একদিন "সোনা" "লোহাকে" বলল আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি দিয়ে মারা হয়,
তবে,তুমি এত চেচিয়ে উঠ কেন???

জবাবে লোহা বলল
যখন নিজের " আপনজন " কেউ মারে তখন ব্যাথাটা অনেক লাগে তাই।

বিঃদ্রঃ মানুষের খারাপ সময় সারাজীবন থাকে না কিন্তুু খারাপ সময়ে যাহারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারাজীবন মনে থাকে।

17/10/2024

সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অনুধাবন করা যায় না।
কখনো কখনো সাধারণ রোগব্যাধিও এতটা যন্ত্রণাদায়ক হয়!

14/10/2024

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎‎
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ۝‎
ক্বুল আউযু বিরাব্বিন নাস।
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার
مَلِكِ ٱلنَّاسِ ۝‎
মালিকিন্নাস।
মানুষের অধিপতির।
إِلَـٰهِ ٱلنَّاسِ ۝‎
ইলাহিন্নাস।
মানুষের মা'বুদের।
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝‎
মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে।
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝‎
আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস।
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ ۝ ‎‎
মিনাল জিন্নাতি ওয়ান নাস।
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

21/09/2024

@মানুষ মৃত মানুষের অভাব বুঝে কিন্তুু জিবিত মানুষের আর্তনাদ বুঝে না।
#যতই সামনে এগিয়ে চলছি ততই দেখছি মানুষ মানুষের প্রতি দয়া- মায়া, ভালবাসা, আন্তরিকতা, মানবিকতা, শ্রদ্ধা, সততা ইত্যাদি মানুষের জীবন থেকে দিন দিন হেরে যাচ্ছে টাকার কাছে কেননা is second God in the world /-
হোক সেই টাকা সৎ কিংবা অসৎ উপার্জনের।

14/09/2024

আপনাকেই বলছি বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতের কি অবস্থা হয়েছে তা কি আপনি দেখতে পান না?? সরকার পতনের দুই মাস আগে গোপনে 45 হাজার কোটি টাকা বাংলা টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক হাসিনার নির্দেশে।। সমস্ত ব্যাংক দেউলিয়া করে দিয়েছে তারা।
নতুন সরকার মাত্র আসলো ।।সবকিছু গুছিয়ে নিতে হবে তাদেরকে আপনি কি রাতারাতি সবকিছু সমাধান চান।। যে সমস্যা বিগত ১৫ বছরে সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধান আপনি এক-দুই মাসেই চান নাকি?

আপনাকেই বলছি যদি জিনিসপত্রের দাম কি জন্য বেড়েছে সেটা আপনি ভালো করেই জানেন অযথা যুক্তি তর্ক দেখিয়ে কোন লাভ নেই।। বিগত এক মাসের উপর আন্দোলন হয়েছিল আন্দোলন চলাকালীন অবস্থায় দেশে কোন কিছুই বাহির থেকে আমদানি হয় নাই ।। আন্দোলনের রেস না কাটতেই দুর্যোগের বন্যা চলে আসলো।

14/09/2024

রাত মানুষকে দুটি জিনিস উপহার দেয় হয় সুন্দর একটি ঘুম নয় অতীতের কিছু স্মৃতি।

ডঃ ইউনুস স্যার বলেছিলেন যে কি পারি আর কি পারিনা সেটা সময় হলেই বুঝতে পারবেন। তার প্রমাণ হল আজ। সময় টিভি সংবাদে এমনটি বলছে...
09/09/2024

ডঃ ইউনুস স্যার বলেছিলেন যে কি পারি আর কি পারিনা সেটা সময় হলেই বুঝতে পারবেন।
তার প্রমাণ হল আজ। সময় টিভি সংবাদে এমনটি বলছেন। লিংক কমেন্টে।

্যাংক খাতের বাহিরে যাওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরানো হয়েছে: গভর্নর | Bangladesh Bank Governorপাচারের অর্...

03/09/2024

People live, People die.
People laugh,People cry.
Some give up,Some still try.
Some say hi, Some say bye bye.
Others may forget you but never will i.

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasmin Billal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share