Avro's Healthy LifeStyle

Avro's Healthy LifeStyle The Official Page Of Mahmuda Islam.

22/09/2025

"হাসি, খেলা আর ভালোবাসায় ভরা রঙিন সময়।"

"ভাই-বোন মানেই জীবনভর সেরা সঙ্গী।"
22/09/2025

"ভাই-বোন মানেই জীবনভর সেরা সঙ্গী।"

“এই মানুষগুলোই আমার পৃথিবীকে রঙিন করে রাখে। সময় কেটে যাবে, ছবিটা রয়ে যাবে—পরিবারের ভালোবাসার সাক্ষী হয়ে।” ❤️
21/09/2025

“এই মানুষগুলোই আমার পৃথিবীকে রঙিন করে রাখে। সময় কেটে যাবে, ছবিটা রয়ে যাবে—পরিবারের ভালোবাসার সাক্ষী হয়ে।” ❤️

18/09/2025

গাড়ির ফাঁকা সিট আর বাসার নীরবতা—বাচ্চাদের অনুপস্থিতি বড় স্পষ্ট করে দেয়। 💕💞"

প্রতিটি শিশুর  প্রতিটি পদক্ষেপই একেক টা গল্প।
18/09/2025

প্রতিটি শিশুর প্রতিটি পদক্ষেপই একেক টা গল্প।

Avro waiting for school bus.
14/09/2025

Avro waiting for school bus.

12/09/2025

সবাইকে জুম্মা মোবারক।

11/09/2025

ছোট্ট পা, বড় স্বপ্ন।
স্কুলের প্রথম দিনের স্মৃতি – এক জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত।

নতুন স্বপ্ন, নতুন বন্ধু আর অজানা এক  পথে এগিয়ে চলা শুরু হলো আজ । স্কুল জীবনের প্রথম দিন, প্রথম পদচিহ্ন। ছোট্ট সেই মিষ্টি...
10/09/2025

নতুন স্বপ্ন, নতুন বন্ধু আর অজানা এক পথে এগিয়ে চলা শুরু হলো আজ । স্কুল জীবনের প্রথম দিন, প্রথম পদচিহ্ন। ছোট্ট সেই মিষ্টি হাত এখন বই-খাতার সাথী হতে যাচ্ছে। যেন চোখের পলকেই সেই ছোট্ট কোলের শিশু বড় হয়ে দাঁড়িয়ে গেল নতুন স্বপ্নের দুয়ারে। বুকের ভেতর আনন্দ আর আবেগের ঢেউ খেললেও মনে হচ্ছে, সময় কত দ্রুত পাল্টে যায়।আনন্দের সাথে সাথে চোখের কোণে জমেছে এক অজানা অশ্রু—কত দ্রুত যে বড় হয়ে গেলো আমাদের সোনামণি। তোমার প্রতিটি পদক্ষেপ হোক আলোয় ভরা, জ্ঞানের আলোয় আলোকিত হোক সমগ্র পৃথিবী। প্রতিটি দিন হোক,নতুন দিন,প্রতিটি স্বপ্ন হোক পূর্ণ।💕

08/09/2025

প্রকৃতির হাওয়া যখন সঙ্গী হয়, তখন কাজের মাঝেও মিলে যায় এক টুকরো প্রশান্তি।” 🌿

07/09/2025

ব্লাড মুন (Blood Moon) হল একটি বিশেষ ধরনের পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদকে দেখতে অনেকটা লাল বা কমলা রঙের দেখায়। এই কারণেই এর নাম হয়েছে 'ব্লাড মুন'।
ব্লাড মুন কেন লাল দেখায়?
যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়, তখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, এবং চাঁদ পুরোপুরি ঢেকে যায়। কিন্তু চাঁদ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কিছু সূর্যালোক চাঁদের ওপর পৌঁছায়।
আমাদের বায়ুমণ্ডল এমন একটি ফিল্টারের মতো কাজ করে যা নীল আলোকরশ্মি শোষণ করে নেয় বা ছড়িয়ে দেয়, কিন্তু লাল আলোকরশ্মিকে চাঁদের দিকে যেতে দেয়। এই কারণে, চাঁদের পৃষ্ঠে পৌঁছানো আলোর বেশিরভাগই হয় লাল, কমলা, বা বাদামী রঙের। এই লাল আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছালে আমরা চাঁদকে লাল দেখতে পাই।
এই ঘটনাটি একটি সুন্দর এবং বিরল প্রাকৃতিক দৃশ্য, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায়।

07/09/2025

"আজ আমার ছোট্ট রাজকন্যার জীবনের নতুন যাত্রা শুরু হলো—প্রথমবার স্কুলে পা রাখল সে। নতুন বই আর নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাক তার পথচলা। মা বাবার দোয়া সবসময় তোমার সঙ্গে আছে, সোনা মেয়ে। 💕📚✏️"
সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আপনাদের ভালবাসায় রাখবেন।

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avro's Healthy LifeStyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Avro's Healthy LifeStyle:

Share