19/03/2025
সাদা - যাঁদের প্রিয় রং সাদা, তাঁরা পরিবারকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন। পরিস্থিতি অনুযায়ী সহজেই অ্যাডজাস্ট হয়ে যান
লাল - যেমন রাগী, অন্য ধারে তেমনই রোম্যান্টিক। প্রিয় রং লাল হলে, সেই ব্যক্তি সকলের ভালো চান।
নীল - আপনাদের মধ্যে আত্মমর্যাদা বোধ খুব বেশি। গম্ভীর বিচারধারার ও গূঢ় স্বভাব আপনাদের। আপনার মনের ভিতরে কী চলছে, তার খোঁজ পাওয়া কঠিন। ক্ষণিকের মধ্যে নিজের পরিকল্পনা বানাতে বা পালটে ফেলতে পারেন। কাকে বা কোন বিষয়কে কোথায় ব্যবহার করতে হয়, তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। বন্ধুত্ব করার জন্য তৎপর থাকেন
কালো - খুব তাড়াতাড়ি রেগে যান আপনারা। পরিবর্তন খুব একটা পছন্দ নয় আপনাদের, ঐতিহ্য বহন করে যেতে ভালোবাসেন। নিজের মতো করে কাজ করতে চান।
সবুজ - সবুজ রং পছন্দ করলে, সেই ব্যক্তি অত্যন্ত শান্তিপ্রিয় হন। ঝগড়া, লড়াই এড়িয়ে চলাই পছন্দ করেন আপনারা। চারদিকে আনন্দ ছড়াতে ও হাসিখুশি থাকাই আপনার জীবনের লক্ষ্য।
বেগুনি -কোনও মহিলা এই রং পছন্দ করলে বুঝতে হবে, তিনি অত্যন্ত ফ্যাশনেবল। ফ্যাশনের সঙ্গে পাল্লা দিতে ব্যয় করতে ভালোবাসেন। তবে মনের দিক দিয়ে এঁরা এক্কেবারে পরিষ্কার
বাদামি - যে ব্যক্তি এই রং পছন্দ করেন, তাঁরা অত্যন্ত বোরিং হন। মনের দিক দিয়ে ভালো হলেও, সকলেই এঁদের ভুল বোঝেন।
গোলাপি - গোলাপী যাঁদের প্রিয় রং, তাঁদের হৃদয় খুব ভালো এবং এঁরা ইচ্ছাকৃত ভাবে কাউকে আঘাত করেন না।
হলুদ - সৎ ও নিষ্ঠাবানও,ধার্মিক,হলুদ যাঁদের প্রিয় রং, তাঁরা সকলের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।
কমলা - যাঁরা কমলা রং পছন্দ করেন, তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। সঠিককে জোর গলায় সঠিক বলেন, আবার ভুলকে ভুল বলতে পিছপা হন না।
আমার প্রিয় রং 😴😴 আমি জানি না, প্রায় সব রং এ আমার ভালো লাগে, তাই প্রিয় রং বলে কিছু নেই😄