
26/09/2024
তোমাকে দেখেই ক্রিকেট বুঝি,
তোমার জন্যই ক্রিকেট খেলা দেখি,
কিন্তু তোমার বিদায় মানতে কষ্ট হচ্ছে, ❤️
MR SAH75🥹💔
আমার মনে পড়ে ২০১০ সালের কথা,
তখন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কাজ চলে, আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে আমার জ্বিবনের প্রথম স্টেডিয়ামে গিয়েছিলাম খেলা দেখতে, কিন্তু দারোয়ান আমাদেরকে ডুকতে দিচ্ছিলো না,
ঠিক তখনই সাকিব ভাই কালো একটা গাড়িতে করে আসছিলো মাঠে, আমাদের দারোয়ানের সাথে কথা কাটাকাটি করতে দেখে ওনি বল্লেন কি হয়েছে এখানে, আমি বল্লাম ভাইয়া আমরা অনেক দুর থেকে আসছি খেলা দেখতে কিন্তু দারোয়ান আমাদের কে ডুকতে দিচ্ছে না,
তখন সাকিব ভাই বল্লো কি সমস্যা কেন ডুকতে দিচ্ছেন না,
দাড়োয়ান বল্লো ভাই, ওরা লুঙ্গি পড়ে আসছে এই জন্য ডুকতে দেই না,(তখন মাদ্রাসায় পড়তাম) কর্তৃপক্ষের নিষেধ আছে,
সাকিব ভাই বল্লো সমস্যা নাই আমার কথা বইলো, আজকে ওদেরকে যেতে দাও পরবর্তীতে দিও না,
দারোয়ান বল্লো ঠিক আছে সাকিব ভাই,
তখনো আমি জানতে পাড়লাম ওনি সাকিব আল হাসান,
নীড় অহংকার একজন মানুষ🥹❤️