05/01/2026
ভেনেজুয়েলার মত দেশ কয়েক ঘন্টার মধ্যে শেষ, প্রধানমন্ত্রী ও গ্রেফতার হয়ে গেছে।
চিন্তা করেন দেশের সামরিক শক্তি দূর্বল হলে কি হয়, আর সে জায়গায় আমরা শুধু ৫৪ বছর পুরনো চেতনা নিয়েই পড়ে আছি....
শরীফ ওসমান হাদী বলেছিল ঘাস খেয়ে হলেও অ*স্ত্র বানাও বাংলাদেশ! কি মনে হয় এমনিই বলেছিলো?
আরেহ ভাই পিন্ডি হোক বা দিল্লী, আপনি যার আধিপত্যবাদের বিরুদ্ধেই সংগ্রাম করতে যান না কেন, চেতনার পূর্বে দরকার সামরিক দিক দিয়ে পরিপূর্ণতা।
চেতনা কাজে আসে বেশিরভাগ মুভি নাটক আর গল্প লিখতে, তবে ইতিহাস বদলাতে চাইলে আপনাকে সামরিক খাত উন্নত করতেই হবে!!
ঘাস খেয়ে হলেও যেটা বানাতে বলেছিল সেটা বানাও, মানে হাদীর কথায় বললাম আরকি৷