Sitra Strikers

Sitra Strikers ─────────────────────────────
A team driven by passion,
playing together for victory.🏆💪
─────────────────────────────

08/08/2025

Sitra Strikers's broadcast

07/08/2025

এই গরমে ম্যাচ কি খেলা বন্ধ হবে কাল??

সবাই বেশি বেশি পানি পান করুন। 🙏

Our super performer 🔥
06/08/2025

Our super performer 🔥

ক্রিকেট কেনো সুন্দর?? ক্রিকেট ঠিক এই কারণেই সুন্দর যা আজ ক্রিস অকস করে দেখালো। 🙏এর আগেও ভাংগা হাতের খেলা আমাদের খান সাহে...
04/08/2025

ক্রিকেট কেনো সুন্দর?? ক্রিকেট ঠিক এই কারণেই সুন্দর যা আজ ক্রিস অকস করে দেখালো। 🙏

এর আগেও ভাংগা হাতের খেলা আমাদের খান সাহেব ও দেখাইসিলো।

04/08/2025

টিম Sitra Strikers ❤️

ভালো হচ্ছে Ekram's DIARY 👌 আরো ভালো চাই।

03/08/2025

আপনার দেশের বাড়ি কোন জেলায়?

চলুন সবাই পরিচিত হই।

02/08/2025

Sitra Strikers গতকালের ম্যাচের আপডেট যারা যানতে চেয়েছিলেন। গতকাল সিত্রা স্ট্রাইকারস দুই ম্যাচ থেকে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে আর যেই ম্যাচে জিতেছে তা ছিলো সিত্রা স্ট্রাইকারস এর ইতিহাসে সর্বোচ্চ স্কোরের ম্যাচ ২৭৯/৫ (১৪.ওভার) 🔥

যেখানে ব্যাট হাতে পারফরম্যান্স করেন :

Imran Miah - ৫৭ রান ১৬ বল।
Nani Gopal Sutradhar - ৫০ রান ১৩ বল।
Kawsar Hamid - ৫৩ রান ১৫ বল।
H R Hafes Rana - ৫৩ রান ২২ বল।
Anisur Rahman - ৩৮ রান ১৮ বল।

এই পারফরম্যান্সেই বুঝা যায় সিত্রা স্ট্রাইকারস কখনো এক দুইজন প্লেয়ারের উপর নির্ভরশীল নয় 👌

এই ম্যাচে আমরা জিতেছিলাম ৭০+ রানে।

Ekram's DIARY পেজে এক ম্যাচের ভিডিও আসবে তাই সবাই পেজটিকে ফলো দিয়ে রাখুন।

01/08/2025

Sitra Strikers 🆚 Srilanka 11 ❤️

৮০০ ফলোয়ার – ভালোবাসার এক মাইলফলক ❤️যারা শুধু সংখ্যা দেখে, তারা বলবে “৮০০ তো খুব বেশি না!”কিন্তু আমাদের কাছে এই ৮০০ মানে...
29/07/2025

৮০০ ফলোয়ার – ভালোবাসার এক মাইলফলক ❤️

যারা শুধু সংখ্যা দেখে, তারা বলবে “৮০০ তো খুব বেশি না!”
কিন্তু আমাদের কাছে এই ৮০০ মানে — ৮০০টা বিশ্বাস, ৮০০টা হৃদয়, ৮০০টা আপন মানুষ।

আমরা চাইলে অনেক আগেই টাকা দিয়ে হাজার হাজার ফলোয়ার কিনতে পারতাম।
কিন্তু Sitra Strikers সবসময় চেয়েছে আসল ভালোবাসা, নকল গ্ল্যামার না।

এই ৮০০ জনই প্রমাণ, এখনো কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে পাশে থাকেন, সাপোর্ট করেন, এবং প্রতিটা মুহূর্তে আমাদের অনুপ্রেরণা দেন।

আপনাদের জন্যই আমরা মাঠে নামি গর্ব নিয়ে, লড়ি একটা পরিবারের হয়ে।

আলহামদুলিল্লাহ, এ পথচলা শুরু হয়েছে আপনাদের নিয়েই। সামনে যেতে হলে, ঠিক আপনাদের মতো মানুষই আমাদের দরকার।

ধন্যবাদ “৮০০ জন রিয়েল সাপোর্টারকে” – আমরা আপনাদের জন্যই ❤️

বোলারদের দাপটে Sitra Strikers Cricket Team🧡🏏 -এর পরপর দুই ম্যাচে দারুণ জয়! 🏏🔥বাহরাইনের টেপ টেনিস ক্রিকেটে যেখানে ব্যাটসম...
26/07/2025

বোলারদের দাপটে Sitra Strikers Cricket Team🧡🏏 -এর পরপর দুই ম্যাচে দারুণ জয়! 🏏🔥

বাহরাইনের টেপ টেনিস ক্রিকেটে যেখানে ব্যাটসম্যানরাই রাজত্ব করে, সেখানে আমাদের বোলাররা বারবার প্রমাণ করছে—ম্যাচ জেতানো যায় বোলিং দিয়েও।

🔶 সকালের ম্যাচ – শাহিন ক্লাব (পাকিস্তানি টিম)
টসে হেরে ব্যাট করে সিত্রা স্ট্রাইকারস তোলে ২৩৫/৩ রান।
⚡ Imran – ২০ বলে ৭৩*
⚡ Sabbir – ২৩ বলে ৭০*
⚡ H R Hafes – ২৩, ইকরাম – ১৯
বল হাতে Mamun Ahmmed এর আগুন ঝরানো বোলিং (৫ উইকেট), সঙ্গে রবিউল ও মোশাররফের ২টি করে উইকেটে
মাত্র ৬৯ রানে অলআউট শাহিন ক্লাব (৮.৪ ওভারে)

ফলাফল: ১৬৭ রানের বিশাল জয়! ✌️

🔶 বিকালের ম্যাচ – মুহাররাক ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে -
টসে হেরে ব্যাট করে সংগ্রহ ১৫২/৮ (১৪ ওভারে) Abdullah Ekram ৫৭ রান ২০ বলে স্পেশাল ছিলো ৬ বলে ৬ ছক্কা 🔥। Cricketer Helal ৪২ রান ২০ বলে।
বল হাতে আবারও দারুণ শোডাউন:
🎯 Md Robiull Islam Robi – ৪ উইকেট
🎯 Anisur Rahman – ৩ উইকেট
🎯 Mosharrof Mostafa – ২ উইকেট

১২.৫ ওভারে ১২৬ রানে অলআউট মুহাররাক ফ্রেন্ডস।
(মুহাররাক ফ্রেন্ডস ক্লাব কে অনেক ধন্যবাদ , এই গরম এর মধ্যে ওনারা সবার জন্য লেবু পাই এবং তরমুজ এর আয়োজন করেছেন, অনেক আপ্যায়ন করেছেন প্রত্যেকটা প্লেয়ার,
অন্তর এর অন্তঃস্থল থেকে শুকরিয়া আপনাদের )


দিনের দুই ম্যাচে জয়, তাও বোলারদের দাপটে – এটা আমাদের দলের জন্য দারুণ একটি বার্তা।
বোলারদের এমন ধারাবাহিক পারফরম্যান্স আমাদের আসল শক্তি হয়ে উঠছে ইনশাআল্লাহ।

Address

Sitra

Telephone

+97339598992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitra Strikers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitra Strikers:

Share