12/06/2025
ভয়ংকর বিমান দুর্ঘটনা আজ গুজরাটে মেঘানিনগরে জনবসতির উপরে!!বিমানের পাইলট কোপাইলটসহ ২৪২জন ছিলেন বিমানে,ঐ বিমানে ছিলেন ৩৭জন ব্রিটিশ নাগরিকসহ গুজরাটের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী রুপানজী!!বেলা ১:৩০টা নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডন এর উদ্দেশ্যে রানওয়ে থেকে ওড়ার চার মিনিট পর ৬০০ফুট উঁচু থেকে প্রায় কাগজের প্লেনের মতই নিচে নেমে আসে বিমানটি জনবহুল আবাসনের উপর পড়ে যায়,অতন্ত দক্ষ ও প্রচুর এক্সপেরিন্স থাকা দুই পাইলট ইমার্জেন্সি এসওএস "মে-ডে" পাঠায় কিন্তু এত অল্প সময়ে কিছু করার আগেই সব শেষ,প্রায় ৪৫০০০কেজি ফুয়েল থাকা বিমানটি মুহুর্তের মধ্যেই আগুনের গোলায়.