Neelzzz Diary

Neelzzz Diary Life is fun fact. Enjoy every second of it ��

YT� https://youtube.com/
FB � Neel Hasan

23/04/2023

আমার থেকেও অনেক ভাল পাবা☺☺

কিন্তু সব ভাল তে কি আর- আমাকে পাবা? 🙂🙂

____নীল

20/04/2023

Zaroori tha.. ♪💔💔

Voice - Neel Hasan

20/04/2023

আমরা এমন একজনকে সব উজাড় করে ভালবাসি,
যে কিনা আরেকজনকে সব উজাড় করে ভালবাসে 🙂💔

___ Neel Hasan

19/04/2023

সুইসাইড তো দূরের কথা, চিট করা কাউকে আমি এখনও পর্যন্ত একটু মন খারাপ করতেও দেখি নাই।

আপনারা যখন ভয় পাইতেসিলেন, যে ভাইরাল হওয়ার পর চিটাররা যদি কিছু করে বসে? তাইলে কী হবে?

আমি খুব ভালো করেই জানতাম, এরা কিছুই করবে না।

আমি সাত বছরের প্রেম এক ঘন্টায় ভেঙে হাসতে হাসতে আরেকজনের হাত ধরতে দেখেছি নিজের চোখের সামনে। মজার ব্যাপার হলো, যে চিট করেছে, তার চোখে এক বিন্দু অনুশোচনাও ছিলো না, বরং যে চিটেড হইসে, ঐ ভাইরে আমি আজ পর্যন্ত আর প্রাণখুলে হাসতে দেখিনি।

একটা জিনিস মাথায় রাখবেন, চিটাররা সবসময়ই স্ট্রং হয়, অ্যারোগেন্ট হয় এবং এরা এদের চিটিং ক্যাপাসিটিরে নিজেদের পার্সোনালিটি মনে করে। এরা মানুষরে হার্ট করার অ্যাবিলিটিরে মনে করে স্পষ্টবাদিতা।

এবং এরা নির্লজ্জের মতো নিজেদের যে কোন কাজের জাস্টিফিকেশন করতে পারে। কোন জাস্টিফিকেশন না থাকলে এদের শেষ কথা হয়, আমি তো এমনই বা আমার ইচ্ছা করে নাই। শেষ।

এদের চোখে আপনি কখনোই বিন্দুমাত্র লজ্জা দেখবেন না, অনুশোচনা দেখবেন না, এমনকি দ্বিধা পর্যন্ত দেখবেন না। কারণ মানুষের জন্য কষ্ট পাইতে যে হৃদয়টুকু থাকার দরকার হয়, সেই হৃদয় এদের থাকে না। পৃথিবীর বেশিরভাগ চিটারই হয় চরম মাত্রার নার্সিসিস্ট এবং স্বার্থপর টাইপের।

এরা নিজেরা চিট করে এবং এরপর এমন এক ড্রামা শুরু করে যে মনে হয় সে হইতেসে দুধের বাচ্চা। সে কিছু বোঝে না। এবং মোস্ট অব দ্য কেইসেস এরা কান্নাকাটি করে পাবলিক সিমপ্যাথি আদায় করে।

বরং যে মানুষগুলো চিটেড হয়, তাদের নিয়ে আমার ভয় সবচে বেশি। এরা একটা সময় মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেয়, মানুষকে ভালোবাসা ছেড়ে দেয়, এমনকি নিজেকে ভালোবাসাও ছেড়ে দেয়। এক পৃথিবী শূণ্যতা নিয়ে এরা বেঁচে থাকে।

এরা না হইতে পারে নার্সিসিস্ট, না হইতে পারে স্বার্থপর, না পারে অন্যরে কষ্ট দিতে। নিজেরা কষ্ট পাইতে পাইতে একটা সময় এই মানুষগুলো মইরাই যায়, বেঁচে থাকে তার খোলসটা।

যে কোন এক্সপোজের ঘটনায় আপনারা যখন চিটারদের নিয়ে এতো এতো ভাবেন, তখন আমার হাসি পায়।

চিটাররা মরে যেতে পারে ভেবে তাদের জন্য আপনাদের এতো দরদ, আর যে লোকটা চিটেড হয়ে ভালোবেসে অলরেডি মইরা গেল, তার জন্য আপনাদের একটু মায়াও হয় না? একটুও না?

Saqibur ভাইয়ের ওয়াল থেকে সংগৃহীত ❤️❤️‍🔥

22/03/2023

- হাসপাতালের ডক্টরস রুমে বসে রুগীর ডিসচার্জ পেপার লিখছি।
- আমার রুগী কি আজকেই মারা যাবে?
- মাথা তুলে তাকিয়ে দেখি ৩৫-৪০ বছরের এক লোক দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বললাম ...... কি বললেন?
- আমি ২২ নম্বর বেডের রুগীর লোক। জানতে চাচ্ছি, আমার রুগী কি আজকেই মারা যাবে, নাকি আরও কয়েকদিন টিকবে।

- রুগী কখন মারা যাবে সেটাতো আমি বলতে পারবো না। ওটা আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না। আচ্ছা আপনি রুগীর কি হন?
- আমি উনার ছেলে।

- ছেলে হয়ে জানতে চাচ্ছেন, মা আজকেই মারা যাবে কিনা!!!!
- ক্যান্সারের রুগী। অবস্থা দেখে মনে হলো খুব একটা ভালো না। আর আমাকেও একটা কাজে দেশের বাইরে যেতে হবে। তাই জিজ্ঞেস করলাম।

- এমন সময় রুমে এক ইন্টার্ন ডাক্তার ঢুকে বললো ....... ভাইয়া, ২২ নম্বর বেডের রুগীর জন্য রক্ত ম্যানেজ করতে পেরেছি। আমার এক আত্মীয়কে অনেক রিকোয়েস্ট করে রক্ত দিতে রাজি করিয়েছি।

- আমি হেসে দিয়ে বললাম ...... কেউ অন্যের মাকে আরও একটা দিন বাঁচানোর জন্য রক্ত ম্যানেজ করে। আর কেউ নিজের মা কবে মারা যাবে তার জন্য অস্থির হয়ে থাকে।..
- কিছুক্ষণ পর সিস্টার কল দিয়ে বললো ...... স্যার, ২২ নম্বর বেডের রুগীর অবস্থা ভালো না। এক্ষুণি আসেন।
- আমি দৌড়ে গেলাম।

- মহিলা বিড় বিড় করে শুধু বলছে ...... আমার বাজান কোই?
- আমি সিস্টারকে বললাম ...... উনার ছেলে কোথায়? উনাকে ডাক দেন।
- ছেলেতো চলে গেছে। তার নাকি কি কাজ আছে। কাল সকালে আসবে।

- আমি মহিলার পাশে বসে হাতটা ধরলাম। মহিলা আমার হাত শক্ত করে ধরে বললো ...... বাজান আইছোস? কোই ছিলি এতোক্ষণ?

- আমিতো তোমার পাশেই ছিলাম মা। তুমি কোনো টেনশন করো না। আমি আছি তোমার পাশে।
- ২-৩ মিনিট পর মহিলার হাত আমার হাতের মধ্যে নিথর হয়ে পড়ে রইলো। আমি তার হাতের মধ্যে থেকে আমার হাতটা সরিয়ে নিলাম।

- সিস্টারকে জিজ্ঞেস করলাম ...... কেমন অভিনয় করলাম? আমার এই অভিনয়ের জন্য আমাকে অস্কার দেয়া উচিৎ না?
- সিস্টার কাঁদছে।
- আমার চোখ দুটোতেও দেখি কেমন আদ্রতা জমা হচ্ছে। দ্রুত পায়ে ২২ নম্বর বেড থেকে সরে এলাম।

>ডা: শামীম রেজা

13/03/2023

হায়রে ভালবাসা
_____ নীল

ভালবাসা ঘুরছে চারিপাশে
ভালবাসার বাজার সস্তা ভীষণ,
এত ভালবাসা থাকার পরেও
নেই যে তবু কেউই মনের মতন!!

ভালবাসা ঘুরছে আকাশ বাতাস
ভালবাসা ঘুরে পথের বাঁকে,
সত্যিকারের ভালবাসা তবু
পাই খুঁজে পাই- অল্প ফাঁকেফাঁকে!!

ভালবাসা এমন কেন হায় হায়
ভালবাসা সত্যি বুঝি বিরল,
ভালবাসা নেই এখন আর মনে
সবই বুঝি হারিয়ে গেল অতল!!

11/03/2023

প্রচন্ড অবহেলায় নিজের ভেতর গুটিয়ে যাবে ||

ইগোর দামে বিক্রি হবে ভালবাসা || 🙂🙂

| Like | Follow | Share |

অবশেষে বৃদ্ধাশ্রমেই আশ্রয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল স্যারের!তিন সন্তানের মধ্যে মেয়ে সবার বড়,...
09/03/2023

অবশেষে বৃদ্ধাশ্রমেই আশ্রয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল স্যারের!
তিন সন্তানের মধ্যে মেয়ে সবার বড়, নাম রেজিনা ইয়াছমিন আমেরিকা প্রবাসী। বড় ছেলে উইং কমান্ডার (অব.) ইফতেখার হাসান। ছোট ছেলে রাকিব ইফতেখার হাসান অস্ট্রেলিয়া প্রবাসী। জীবনে এত কিছু থাকার পরও আজ তার দু’চোখে অন্ধকার। থাকেন আগারগাঁও প্রবীণ নিবাসে।
দীর্ঘ ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। ২০০৬ সালে অবসর নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব.) ড. এম আব্দুল আউয়াল (৭০)। অবসরের পর কিছুদিন ভালোই চলছিল তার। অধ্যাপক আব্দুল আউয়ালের সংসারে দুই ছেলে, এক মেয়ে।
আব্দুল আউয়াল জানান, শিক্ষকতার আগে ১৯৬৫-১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ এটমিক এনার্জিতে চাকরি করেছি। এরপর শিক্ষকতা। জীবনে অনেক টাকা-পয়সা উপার্জন করেছি। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছি। এরপর ছেলে-মেয়েরা আমার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়।
কল্যাণপুর হাউজিং এস্টেটে নিজের ফ্ল্যাট ছিল আব্দুল আউয়ালের। এছাড়া পল্লবীতেও বেশ কিছু জমি ছিল। কিন্তু এসব বড় ছেলে কৌশলে বিক্রি করে টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে জমা করেছেন, আক্ষেপ করেই বলেন অধ্যাপক আউয়াল।
তিনি বলেন, ওরা আমাকে এতো কষ্ট দেয় কেন। আমাকে নিয়ে এতো ছলচাতুরি করে কেন? বলতে বলতে ডুকরে কেঁদে উঠেন অধ্যাপক। তিনি বলেন, আমি কি এই জন্য এতো কষ্ট করে ওদের মানুষ করেছিলাম?
অধ্যাপক আউয়াল বলেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছু দিন বড় ছেলের সঙ্গেই থাকতাম। ছেলের সংসারে থাকার সময় জানতে পারি ছেলে ও বউয়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। একদিন বাসায় থাকা অবস্থায় বউয়ের মুখে গালি শুনে বাসা থেকে নেমে আসি। আর ফিরে যাইনি। ওরাও কেউ খোঁজ নেয়নি। ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে ২০১৪ সালে। এসে মিরপুর-১ নম্বরে একটি দোকানে আমার সঙ্গে দেখা করে কথা বলে। সেখানে গেলে আমাকে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আমি ওর বাবা অথচ আমাকে জানালোও না যে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে করে আবার চলে যাবে, একথা শুনে ছেলের বউকে দেখতে চান তিনি। কিন্তু তার সাথে দেখা করা যাবে না বলে জানায় ছেলে।
এ অধ্যাপক আফসোসের সুরে বলছিলেন, অথচ এই ছেলের পড়ালেখার জন্যও পেনশনের টাকা থেকে ২৬ লাখ পাঠিয়েছি। সেই ছেলেও আমাকে কোনো দিন ফোন করে না। মাঝে মাঝে ইমেইলে চিঠি লেখে।
♦♦ অতি উচ্চ শিক্ষিত হতে গিয়ে আমরা দিন দিন আরও অমানুষ হয়ে যাচ্ছি।

#সংগৃহীত

05/03/2023

একটু কষ্ট হচ্ছে হোক,
আমি অনেক কষ্ট পেয়েও হাসতে জানা লোক 🥲🥲

____নীল

Follow & like my page ❤️

02/03/2023

অপেক্ষারা ফুরাক...
স্বপগুলো সত্যি সত্যি ধরা দেক....।।

______নীল

01/03/2023

তারে আমি কতখানি চাই
সে যদি এটুকু বুঝতো,
পাগল হতো, সব ভুলে যেতো
আমাকেই শুধু খুঁজতো 🙂🙂

যে আমাকে বুঝলোনা-
সে অন্তত নিজেকে বুঝুক 🙃🙃

লেখা: Neel Hasan

20/02/2023

মিথ্যে মায়া
____নীল

এইতো সেদিন তোমার সাথে দেখা
পথের মাঝে একাকী আনমনে,
দূরের পানে তোমার নিকষ আঁখি
যেন ঘুম লুকানো রাত্রি জাগা পাখি!

একটু থেমে পাশ কাটিয়ে যাবো
এমন সময় ডাকলে তুমি ধীরে,
কাপা স্বরে বললে ডেকে কাছে
'হারিয়েছি পথ হাজার পথের ভীড়ে!'

চোখদুটো তার ফুলে আছে ভীষণ
চারপাশে খুব যত্নে জমা কাজল,
চুলগুলো খুব জীর্ন-শীর্ণ হয়ে
মায়াবতীর যেন আরেক আদল!

ভাবছি আমি বলে ফেলি কিছু -
নাম কি তোমার,কোথায় তুমি যাবে?
ফেলফেলিয়ে বলে,'কোথায় যাবো,
আমার কথা কেউ কি এখন ভাবে? '

'বরং আমি আকাশের কাছে যাবো,
পাখি হয়ে উড়বো তার বুকে,
অথবা এক নদীর কাছে যাবো
নৌকা হয়ে ভাসবো ভীষণ সুখে।' ⛵

আমি ভীষণ অবাক চোখে তোমায়
দেখছি, নাকি পড়ছি বইয়ের পাতা?
ভেবে আমি উদাস-জড়সড়ো
মাথার মধ্যে চলছে ভীষন যা-তা!

সাহস করে হাত বাড়ালাম ভেবে-
তোমায় নিয়ে আকাশপানে যাবো
দুটো পাখি উড়বো ভীষণ করে,
শেষ বিকেলে নদীর বুকেও যাবো
ভাসবো সুখে ফিরবো আবার তীরে!

ঘোর কাটতেই অমাবস্যার আঁধার
ঠিক যেন বুঝছি না আমি কিছু,
অদৃশ্য সব, কোথাও কিছু নেই
ছুটছি আমি কোন সে মায়ার পিছু?

___ Neel Hasan

19/02/2023

Song: Muskurane
Voice : Neel Hasan
Singer: Arijit Singh

Youtube channel - https://youtube.com/

Please do like , share & subscribe my YT channel. ❤️

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ড...
13/02/2023

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে । কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা ।
সারা রাস্তা চুপচাপ দেখছিলাম , বাসার কাছে এসে নেমে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস টেনে।
জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো রিকশা চালাচ্ছো যে ? উত্তর দিল চালাই না তো আমার বাবা সব সময় চালান আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি যখন বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই।

কৌতূহল বসত মুখ দিয়ে বের হয়ে গেল রিক্সা চালাতে খারাপ লাগে না ? খুব সাবলীলভাবে বড় একটা হাসি দিয়ে উত্তর দিল আমার বাবাও তো চালান ।

ছেলেটারে এক কথাতেই সবকিছুর উত্তর পেয়ে গেলাম , বড় হয়েও যেন ছেলের এই মনোভাব থাকে দোয়া করি।

#কালেক্টেড

11/02/2023

আমার কোন বিরহ নেই
______নীল ( Neel Hasan)

হুম,
হয়তো আমার চোখে শতাব্দীর কালি জমে গেছে,
কিন্তু আমার কোন বিরহ নেই।।

হয়তো প্রতিটি রাত আমার সামনেই ভোর হয়ে যায়
কিন্তু আমার সত্যি কোন বিরহ নেই।।

হুম, আমার ছোট ছোট স্বপ্নগুলো হয়তো পূরন হয়না,
কিন্তু বিশ্বাস করো, আমার কোন বিরহ নেই।।

হয়তো আমার অপেক্ষারা শেষ হতে চায়না,
জানো তো, তবুও আমার কোন বিরহ নেই।।

আমার গানের কোন শ্রোতা নেই, কোন হাত-তালি নেই,
কি আশ্চর্য, তবুও আমার বিরহ নেই।।

কোন সুর নেই, ছন্দ নেই, আশে পাশে শব্দ নেই,
অবাক করা জোছনা নেই, কোন আলো নেই,
সাথে আমার বিরহটাও নেই!!

আমার চলার পথে জ্যাম নেই,
সবুজ-হলুদ কিংবা লাল কোন সিগন্যাল নেই,
কোন হর্ন নেই, শব্দ দূষণ নেই,
আর আমার বিরহ - সেও নেই!!

সমদ্রের গর্জন নেই, ঝড়ো হাওয়া নেই,
কোন তীর নেই- বুক ভাংগা ঢেউ নেই,
তবুও আমার কোন বিরহ নেই!!

সেই চটপটে আমি নেই, সেই আমার হাসি নেই,
আড্ডায় ডুবে আবার ভেসে উঠা আমি নেই,
তবুও কেমন যেন কোন বিরহ নেই।।

আমার হাতে তোমার হাত নেই
আমার চোখে তোমার চোখ নেই,
এদিকে তুমি নেই, ওদিকে তুমি নেই
আমার ধারে কাছে কোথাও তুমি নেই!!
আমারই তুমি নেই, কারন তুমি অন্য কারো,
কি ভাবছো- তবুও আমার বিরহ নেই?
______ আমার আসলে কিচ্ছু নেই 😊

11/02/2023

এই ভ্যালেন্টাইন্স ডে'তে নিজেই নিজেকে সারপ্রাইজ দিন 😒🫣

কারন এই দুনিয়ায় আপনারে আমারে সারপ্রাইজ দেয়ার কেউ নাই 🥺💔😭

Address

Valletta

Telephone

+35677956979

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neelzzz Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neelzzz Diary:

Share