
23/02/2025
জীবনে কি করলাম 🙂💔
--
-
-
ছোটরা প্রেম করছে, আর আমরা এখনও সিঙ্গেল! – মজার বিনোদনের কথা
আজকাল চারপাশে তাকালেই দেখা যায়, ছোট ছোট ছেলে-মেয়েরা দিব্যি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা এত বড় হয়েও এখনো সিঙ্গেল লাইফ কাটাচ্ছি! এটা কি জীবন নাকি নিরব ট্র্যাজেডি?
আগে প্রেম করা ছিল সিনেমার হিরো-হিরোইনদের কাজ, আর এখন টুকটুকে বাচ্চারাও দিব্যি ‘বেস্টি’ থেকে ‘কাপল গোলস’ সেট করছে! অথচ আমাদের ইনবক্সে রিপ্লাই তো দূরের কথা, সিন দেখলেও মন কেঁদে ওঠে!
কেন আমরা এখনো সিঙ্গেল?
১. বিশ্বাসঘাতক পড়াশোনা – ছোটবেলায় বই মুখস্থ করাতে ব্যস্ত ছিলাম, প্রেম করার স্কিলটাই শেখা হয়নি!
2. ম্যাচিউরিটি নামক বোঝা – ছোটরা বাচ্চামি করেও প্রেম পেয়ে যায়, আর আমরা বাস্তবতা বুঝতে গিয়ে সব হারিয়ে ফেলি!
3. ফোন থাকা সত্ত্বেও সংযোগহীন – আজকাল প্রেম করতে দরকার স্মার্টনেস, ভালো ক্যাপশন, আর স্টাইলিশ DP। অথচ আমাদের ছবি তুলতে গেলেই ‘অ্যাংগেল’ আর ‘ফিল্টার’ নিয়ে কনফিউশন!
সিঙ্গেলদের জন্য সান্ত্বনা পুরস্কার
যারা এখনও প্রেম করতে পারছেন না, চিন্তা করবেন না! কারণ –
✅ আপনার ব্যাংক ব্যালেন্স নিরাপদ!
✅ কারও মান-অভিমান সামলাতে হবে না!
✅ প্রেমের দুঃখ না থাকায় জীবন ফুরফুরে!
তবে প্রেম ভাগ্যে থাকলে ঠিকই আসবে! তাই মন খারাপ না করে, নিজেকে ভালোবাসুন, ক্যারিয়ারে ফোকাস করুন, আর বিনোদনমূলক এই পোস্ট শেয়ার করে অন্য সিঙ্গেলদের সান্ত্বনা দিন!
আপনার কি মনে হয় প্রেমের বাজারে আমরা সত্যিই পিছিয়ে পড়েছি? কমেন্টে জানাতে ভুলবেন না!