10/07/2025
কামলাইতে যৌথ পুলিশের অভিযানে জাল লটারি টিকিট চক্রের পর্দাফাঁস, ৭.৭৪ কোটি টাকার টিকিট বাজেয়াপ্ত
উত্তর দিনাজপুর, ১০ জুলাই ২০২৫ – গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বড়সড় অভিযানে নেমে ইটাহার ও রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে জেলা এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় কামলাই এলাকায় অবৈধ লটারি টিকিট ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে জাল লটারি টিকিট বিক্রির সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় প্রায় ৭.৭৪ কোটি টাকার জাল লটারি টিকিট, কম্পিউটারের বিভিন্ন সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।
এই ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা ঘটনার পিছনে কোনো বৃহৎ অপরাধচক্র রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।