
10/02/2025
এই শহরে আমার একটা মা ভাইয়ের বাসা খুব দরকার ছিল।
যেখানে মন খারাপ বা শরীর খারাপ হলে বাচ্চাদের নিয়ে গুটিশুটি পায়ে ওঠা যাবে। ছেলে মেয়েকে আম্মা আব্বু নিয়ে ব্যস্ত থাকবে।খাওয়াবে, গোসল করাবে,ওদের সাথে খেলবে। আম্মা টেবিলে আামার পছন্দের গরম তরকারি বেড়ে দিয়ে বলবে আমি রাখতেসি বাচ্চাদের তুই খা গিয়ে।আর আমি মাছের মাথা আর লেজ টা আারাম করে খেতাম একদিন। কোন তাড়া থাকতোনা।
রাতে আম্মা দুই বাচ্চা নিয়ে রাখতো আর আামাকে বলতো তুই ঘুমা আমি দুনিয়ায় সব ভুলে একটা ঘুম দিতাম। এক ঘুমে মাস ছয়েকের ক্লান্তি দুর করতাম।
আসলে এগুলো শুধুই কল্পনা মাএ।
এই শহরে এক প্লেট ভাত খেতে চাইলেও আমাকে চাল ফুটিয়ে নিতে হবে।
দম বন্ধ লাগলেও একই রুটিনে জীবন কাটাতে হবে।
শরীর খারাপ থাকলেও বাচ্চার সব দায়িত্ব আমাকেই পালন করতে হবে।একবেলা না খেলেও কেউ জিজ্ঞেস করবে না কেন খাই নি।কারো কথায় বা আচরণে কস্ট পেলেও চোখের পানি একাই মুছতে হবে।
🥲💔🙂