12/16/2025
শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহান শহীদদেরকে যাদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। স্বাধীন হলাম কিন্তু স্বাধীনতার সাধ কি পেলাম ? সাড়ে সাত কোটি বাঙালি সাধীনতার জন্য কেন মরিয়া হয়ে গিয়েছিলো ? পাকিস্তানিরা আমাদের কি রকম শোষণ ও বঞ্চনা করেছিল যে লক্ষ লক্ষ ভাই ও বোন শহীদ হলো ও আমাদের মা ও বোনকে ধর্ষিত হতে হলো। এখন তো আর পাকিস্তানিরা নাই আছে আমাদেরই ভাইয়েরা। এতো বিভাজন কেন আমাদের ? যুদ্ধের এতো বিকৃত গল্প কেন ? কেন আমরা এক হতে পারলাম না ? কেন এখনো সাধারণ জনগনের শোষণ কম হলো না ? মনে হয় আমাদের রক্তের মধ্যে দোষ আছে। নিজেদের আত্মসমালোচনা করা সব চেয়ে বেশি প্রয়োজন।