Canada Blog Ruhul

  • Home
  • Canada Blog Ruhul

Canada Blog Ruhul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Canada Blog Ruhul, Digital creator, .

16/06/2024

সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ মোবারক

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔সবাই শেয়ার করে রেখে দেন কাজে লাগব...
10/06/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

সবাই শেয়ার করে রেখে দেন কাজে লাগবে সবার ——

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

Collected ( Canada Blog Ruhul)

সদ্য স্বাধীন দেশে একটি মুদির দোকানের চিত্র। দোকানে সাজানো পন্যগুলো আপনাকে আপ্লুত করবেই,হৃদয়ে একটু হলেও ধাক্কা লাগবেই।ছবি...
25/05/2024

সদ্য স্বাধীন দেশে একটি মুদির দোকানের চিত্র। দোকানে সাজানো পন্যগুলো আপনাকে আপ্লুত করবেই,হৃদয়ে একটু হলেও ধাক্কা লাগবেই।
ছবিটি জুম করলেই কতকালের চেনা পন্যগুলো আপনাকে হাতছানি দেবে।

ছবিটি কিশোরন্জ শহর এলাকা থেকে নেয়া।

আমেরিকার ভিসা নামক সোনার হরিণের জন্য এদিক সেদিক ছোটাছুটি না করে আমেরিকান এম্বাসির ওয়েবসাইট ঘাটুন I কোন ক্যাটাগরি ভিসার ...
03/05/2024

আমেরিকার ভিসা নামক সোনার হরিণের জন্য এদিক সেদিক ছোটাছুটি না করে আমেরিকান এম্বাসির ওয়েবসাইট ঘাটুন I কোন ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করবেন এবং ওই অনুযায়ী আপনার রিকুয়ারমেন্ট আছে কিনা তা এম্বাসির ওয়েবসাইট দেখে জেনে নিন I যদি আপনি এম্বাসির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারেন যতই ছুটাছুটি করেন না কেন ভিসা পাবেন না I এতে করে আপনার সময় এবং টাকা অপচয় হবে I মনে রাখবেন কোন এজেন্সি বা কোন ইমিগ্রেশন অ্যাডভাইজার আপনাকে ভিসা নিয়ে দিতে পারবে না I আপনার ভিসা আপনার যোগ্যতা প্রমাণ করে এম্বাসি থেকে আনতে হবে I একজন ইমিগ্রেশন এডভাইজার শুধু আপনাকে টোটাল প্রসেসের বিষয়ে সহযোগিতা করতে পারে I তাই আমেরিকার এম্বাসির দেওয়া রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারলে এম্বাসিতে কখনো ভিসার আবেদন করা ঠিক হবে না I মনে রাখবেন একবার ভিসা রিফিউজ হয়ে গেলে দ্বিতীয়বার ভিসা পেতে সমস্যা হতে পারে I কেননা আপনার দেওয়ার প্রদত্ত তথ্য তাদের সার্ভারে জমা থাকবে যা আপনার ভবিষ্যতের জন্য প্রবলেম তৈরি হতে পারে বিধায় বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো I মনে রাখবেন ইমোশন দিয়ে পৃথিবী চলবে না I যেই জিনিস গুলো তিন মাস পরে গিয়ে ঘটবে তা যদি পূর্বের থেকে ওয়াকিবাল থাকেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে I পাড়ার পন্ডিত মহাশয় টাইপের কিছু ভাইয়ের কথা না শুনে গুরুত্ব সহকারে এম্বাসির ওয়েবসাইট ঘাটাঘাটি করে শিউর হয়ে নিবেন আপনি আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা রাখেন অথবা আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে I মনে রাখবেন আমেরিকার আবেদন আর পাশের দেশ ইন্ডিয়ার ভিসা আবেদন এক কথা নয় I আমাদের দেশের বেশিরভাগ আবেদনকারী কোন কিছু না জেনে বুঝে আবেদন করার জন্য প্রতিবছর বেশিরভাগ ভিসা আবেদনই এম্বাসি কর্তৃক প্রত্যাখ্যাত হয় I যা ভবিষ্যতে নতুন এপ্লিকেন্ট তথা আমাদের দেশের সকল ভিসা আবেদনকারী এর উপর প্রভাব ফেলতে পারে I
🙅‍♂️মো: রুহুল খাঁন
ক্যালগ্যারি,কানাডা।

ডেনমার্কের সুপরিকল্পিত একটি গ্রাম। দেখে প্রাণটা জুরিয়ে যায়।
22/04/2024

ডেনমার্কের সুপরিকল্পিত একটি গ্রাম। দেখে প্রাণটা জুরিয়ে যায়।

Just wow,,,,,My Dream House,,,,,
20/04/2024

Just wow,,,,,
My Dream House,,,,,

EID MUBARAK LATE UPLOAD 🙏🙏
20/04/2024

EID MUBARAK
LATE UPLOAD 🙏🙏

18/04/2024

আলহামদুলিল্লাহ
জিবনের প্রতিটি মুহূর্তে সফলতা অর্জন করতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

14/04/2024

Late upload
EID MUBARAK
EID MUBARAK
EID MUBARAK

24/03/2024

Digital creator

আমেরিকা ক্যানাডায় মুরগির মাংস বলতে এর সবই ব্রয়লার চিকেন। আর দেশী মুরগির মাংস পাওয়া প্রায় অসম্ভব। যেগুলো পাওয়া যায় সেগুলো...
19/03/2024

আমেরিকা ক্যানাডায় মুরগির মাংস বলতে এর সবই ব্রয়লার চিকেন। আর দেশী মুরগির মাংস পাওয়া প্রায় অসম্ভব। যেগুলো পাওয়া যায় সেগুলো হার্ড চিকেন নামে পরিচিত। মুলত যা বুড়ি মুরগী। ডিম পেড়ে পেড়ে যেগুলো খ্যান্ত।

ইউরোপের দোকান বা সুপার মার্কেটগুলোতে দেশী মুরগি না পাওয়া গেলেও গ্রামের সাপ্তাহিক বাজারে এমন জ্যান্ত মুরগী পাওয়া যায়। গ্রাম ঘেঁষে রাস্তার ধারে কিছু বাড়ির সামনে। যেমন, এই মুরগি দুইটি পরতুগালের এক গ্রামের বাড়ির সামনে থেকে কেনা।

এগুলো আকারে আর স্বাদে স্বাস্থবান দেশী সোনালী মুরগীর মত। ইন্ডিয়ান নেপালিরা বলে দেশী মুরগা।

এখানকার গ্রামের সাপ্তাহিক বাজারগুলো আমাদের দেশের হাট বাজারের মত। গ্রামবাসীরা প্রতি সপ্তাহে এই বাজারগুলোতে তাদের উৎপাদিত তরিতরকারি ফলমূল হাস মুরগী ইত্যাদি নিয়ে আসে বিক্রি করতে।

আজ প্রায় তিন মাস পর মুরগী ভুনা অনেক তৃপ্তি করে খেলাম। দাম পড়েছে প্রতি পিস বাংলা ১৮০০ টাকার মত। পরিস্কার আর কাটাকুটির পর ওজনে মিলেছে একেকটা প্রায় ৭৫০ গ্রাম। অথচ এই টাকা দিয়ে এখানে দুই কেজি গরুর মাংস পাওয়া যায়।

এখন খোজ করছি কোথায় এর চাইতে আরও কম দামে পাওয়া যায়। পেলেই একসাথে পাচ দশটা কিনে রাখা যাবে।

আলহামদুলিল্লাহ গতকাল আমাদের ১৯ বছরের কনিষ্ঠ ক্লাইন্ট রায়হান ভালোভাবে কানাডা পৌছেছেন। 🇨🇦🇨🇦রায়হান ও উনার পরিবার চিন্তিত ছি...
16/03/2024

আলহামদুলিল্লাহ গতকাল আমাদের ১৯ বছরের কনিষ্ঠ ক্লাইন্ট রায়হান ভালোভাবে কানাডা পৌছেছেন। 🇨🇦🇨🇦

রায়হান ও উনার পরিবার চিন্তিত ছিলো এই বয়সে কানাডা ভিসা সাদা পাসপোর্টে হবে না কি তা নিয়ে। আমাদের সঠিক ভাবে ভিসা প্রসেসিংয়ের কল্যানে আলহামদুলিল্লাহ রায়হান আজকে কানাডার টরন্টোতে অবস্থান করছেন।

এখন পর্যন্ত আমাদের একজন ক্লাইন্টেরও ফ্লাইট ও ইমিগ্রেশন নিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নি এবং রেগুলারই আমাদের ক্লাইন্টরা কানাডা পাড়ি জমাচ্ছেন। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আমাদের কন্সালটেন্সি বজায় রাখবে।

আপনার সঠিক সিদ্ধান্তই আপনাকে দিতে পারে কানাডার ১০ বছরের মাল্টিপল ভিসা 🇨🇦🇨🇦🇨🇦
✅✅✅

মনে রাখবেন🚩🚩🚩
কানাডা ভিসার জন্য আপনার কোন ইন্টারভিউ দেয়ার প্রয়োজন পরবে না। আপনার ভিসা হবে আপনার প্রফাইল ও ডকুমেন্টস এর উপর ভিত্তি করে। তাই প্রফেশনাল কাউকে দিয়ে সঠিক ভাবে ফাইল সাবমিশনের কোন বিকল্প নেই।

বর্তমানে অনেকে কানাডার ফাইল প্রসেস করছেন, আপনার ব্যক্তিগত ফাইল কারো কাছে জমা দেয়ার আগে অবশ্যই সব কিছু জেনে শুনে জমা দিবেন।⚠️⚠️

🚩কানাডার ভিসা কিন্তু শুধু ডকুমেন্টস সাবমিট করলেন আর ভিসা হয়ে গেলো এরকম কিছু না। আপনার ডকুমেন্টস প্রপারলি অরগানাইজড কি না তা কানাডিয়ান ইমেগ্রেশন দেখে থাকে।
আপনার প্রফাইলের সাথে আপনার দেয়া ডকুমেন্টসের কতটুকু মিল তা কানাডিয়ান ইমেগ্রেশন চেক করে এবং স্টেপ বাই স্টেপ সব কিছুর রেজাল্ট পজেটিভ আসার পরেই কিন্তু আপনার জন্য ভিসা ইস্যু করা হবে। ✅✅✅
আপনার প্রফাইলের সঠিক মূল্যায়ন একমাত্র দক্ষ ব্যক্তিরাই করতে পারবেন। ⚠
আমরা আমাদের কাস্টমারের প্রফাইল জেনে উনার সব কিছুর মিল রেখে সব কিছু এরেঞ্জ করে থাকি।

ভিজিট ভিসায় আপনি সিংগেল বা ফ্যামিলি উভয়ভাবে এপ্লাই করতে পারবেন।🇨🇦🇨🇦🇨🇦

মনে রাখবেন💯💯
ভিসা রেশীও কিন্তু সব সময় এরকম থাকবে না। রেশীও ভালো থাকতে থাকতে এপ্লাই করুন এবং নিশ্চিত করুন সপ্নের দেশ কানাডার মাল্টিপল ভিসা। 🇨🇦🇨🇦🇨🇦

08/03/2024

আপনারা যারা কানাডার বিষয়ে জানতে আগ্রহী, তারা আমার পেজের মাধ্যমে কানাডার একেবারে ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমি তুলে ধরবো ছোট ছোট বিষয়, যা আপনাদের ভিশন কাজে লাগতে পারে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Blog Ruhul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Canada Blog Ruhul:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share