08/08/2025
Karma: What goes around, comes around.”
এর অর্থ
কর্মফল: যেটা তুমি করো, সেটাই একদিন ফিরে আসে।
বা,
কর্মফল: যেমন কর্ম, তেমনি ফল।
কারো ভালো , সুন্দর জীবন দেখে আপনার মনে হচ্ছে ,
"বাহ কত সুন্দর জীবন , কি শান্তি। কপাল লাগে কপাল।"
কিন্তু এটা কি কেউ দেখেছে , সে এই সুন্দর জীবনটা পাওয়ার জন্য সেই মানুষটা জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছে। কত কষ্ট করে আজকে সে এই জায়গায়।
এসব কিন্তু কেউই বলবে না। শুধু খোঁচা মেরে কথা বলবে আর ফ্রি তে কিছু চামচামি করে যাবে।
আজকে আমার সাথে যা খারাপ কিছু ঘটছে বা ঘটে গেছে সেটাও আমার কর্ম ফল। যখন খারাপ সময়ের মধ্যে যায় তখন অবশ্যই খুব কষ্ট পাই। তখন সেতু আমাকে বুঝিয়ে বলে, এটা আমাদের কোনো না কোনো জন্মের কর্মফল। গভীরভাবে যখন ভাবি, তখন আসলেই মেনে নিই সবটা। অন্যের খারাপ সময়ে আপনারা যারা চ্যাটাং চ্যাটাং কথা বলেন, সবকিছু না জেনে একপাক্ষিক বিচার করে ভালো , সাধু সাজার চেষ্টা করেন; আপনাদের কে নিয়ে আমার কিছুই বলার নাই। শুধু সময়ের অপেক্ষা।
কারণ কর্মফল ভুলে যায় না, ঠিকই ফিরে আসে।