Labonnyo Tushi’s Diary

Labonnyo Tushi’s Diary From 🇧🇩
To
🇨🇦
Fall Lover 🍁

Living the dream Life🌈✨💫

যুদ্ধে নামার আগের মতোই পুরো পূর্ব প্রস্তুতি! বাইরে তীব্র ঠান্ডা, তার সাথে ভয়ানক বাতাস।তাই প্রতিদিন এত প্রটেকশন নিয়ে রাস...
12/04/2025

যুদ্ধে নামার আগের মতোই পুরো পূর্ব প্রস্তুতি! বাইরে তীব্র ঠান্ডা, তার সাথে ভয়ানক বাতাস।
তাই প্রতিদিন এত প্রটেকশন নিয়ে রাস্তায় নামতে হয়।

আমার বাসা থেকে স্কুল খুব কাছেই—হেঁটে যেতে লাগে মাত্র ১০–১২ মিনিট।
কিন্তু বরফ আর বাতাসের কারণে সময় লেগে যায় ১৬–১৭ মিনিট।
কতবার যে রাস্তায় স্লিপ করে পড়ে যায় বাবু রে! 😔

তবুও… I love winter! 😎❄️

゚viralシfypシ゚viralシalシ

সেই সকাল ৮ টায় বের হয়েছিলাম, বাসায় ফিরেছি বিকাল ৪ টায়। তারপর রান্না করলাম—একটু নরম খিচুড়ি, ডিম ভুনা, মাছ ভাজি… আর মি. স...
11/25/2025

সেই সকাল ৮ টায় বের হয়েছিলাম, বাসায় ফিরেছি বিকাল ৪ টায়। তারপর রান্না করলাম—একটু নরম খিচুড়ি, ডিম ভুনা, মাছ ভাজি… আর মি. সত্যপ্রিয় বাবু বানিয়েছেন তার হাতের স্পেশাল শুটকি ভর্তা। খাওয়া-দাওয়া শেষ করেছি সন্ধ্যা সাড়ে ৬ টায়। এটাই লাঞ্চ, এটাই ডিনার।

আহা, কি যে অমৃত লেগেছে! কয়েক বছর আগেও পোলাও, খিচুড়ি, বিরিয়ানি রান্না করা তো দূরের কথা, পানির পরিমাণটাও জানতাম না। আর এখন সবকিছুই মোটামুটি পারি। মানুষ আসলে বেকায়দায় পড়লে সবই পারে।

প্রথম প্রথম এভাবে একা একা থাকতে খুব কষ্ট হতো; আর এখন আমার বেশ ভালোই লাগে। দিনশেষে আমার ছোট্ট রাজ্যে—আমিই রানি।

গুড নাইট 😴

゚viralシfypシ゚viralシalシ

11/15/2025

ভ্লগ নং : ১৪। সেতুর সিটিজেনশিপ অনুষ্ঠান 🥹।
মনে হচ্ছে অনেক বছর পর ভ্লগ শেয়ার করলাম🤭

I really miss the cozy fall vibes 🍂🍁
11/11/2025

I really miss the cozy fall vibes 🍂🍁

1 month left until 2026, and I still love you since 201* 🌚😏
11/05/2025

1 month left until 2026, and I still love you since 201* 🌚😏

10/28/2025

Sometimes I feel deeply frustrated, but then I realize I’m living the very dream I once prayed for. I am forever grateful to God for this beautiful life. ✨❤️🧿.

আমার বিয়ের পর প্রায় ৩ মাস শ্রীলঙ্কায়  দুইজনে টোনাটুনির একটা ছোট্ট সংসার বানিয়েছিলাম। তখনও বুঝি নাই আসলে সংসার যুদ্ধ কি জ...
08/25/2025

আমার বিয়ের পর প্রায় ৩ মাস শ্রীলঙ্কায় দুইজনে টোনাটুনির একটা ছোট্ট সংসার বানিয়েছিলাম। তখনও বুঝি নাই আসলে সংসার যুদ্ধ কি জিনিস। সেতু সবসময় পাশে ছিলো, রান্না করে খাওয়াতো , ঘুরাঘুরি করে ৩ মাস কোনদিকে চলে গেল বুঝলাম ই না। আর এখন আমার নিজের পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হই। কানাডায় এসেছি প্রায় আড়াই বছর তো হতে চললো। এই আড়াই বছরে আড়াই হাজার বার মনে হয় নিজেকে ভেঙ্গে চুড়ে নতুন করে গড়েছি। নিজের মন কে সেদিনই শক্ত করে ফেলেছি যেদিন প্রথমবার সেতুকে নিয়ে এম্বুল্যান্স এ উঠি। একা একা হাসপাতালের সব কিছু সামলিয়েছি। আমার প্রতিটা চোখের পানি সেদিনই পাথরে পরিণত করেছি। শুধু নিজেকে শান্তনা দিয়েছি এই ভীন দেশে আমাকে আমার মতো করে শক্ত হতে হবে। তাই হয়তো এখন অনেকটা শক্ত হয়ে গেছি। এখন কেউ দুইটা কথা আমাকে বলতে আসলে আমি তাকে আরও চারটি কথা ফেরত দিয়ে দিই। এখন আমার সাথেও কেউ কথা বলতে গেলে অন্তত দুইবার ভাবে। এটা আমার ভালোই লাগে। নিজেকে একটু বড় বড় ফিল হয়। আমার এই ২৩/২৪ বছর বয়সে এখন শুধু আর নিজেকে নিয়ে ভাবি না। ভাবি শুধু আমাকে ঘিরে যারা বেঁচে আছে তাদের কথা। আর সারাদিন মাথায় ঘুরে আমার বাসার কোন দেওয়ালে কোন জিনিসটা কোথায় লাগাবো , কোন দেওয়ালে কোন হোম ডেকর টা ভালো লাগবে এগুলোই ঘুরে সারাদিন। সেতু বলে আমি নাকি আর এখন নিজের জন্য কিচ্ছু কিনি না। আসলেই তো; আমি যে মেয়ে মাসে কয়েক হাজার টাকা শুধু প্রসাধনীর পেছনে খরচ করতাম , সে মেয়ে এখন অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি। আমি নিজেকে নিজে মাঝে মাঝে খুব বাহবা দি। কারণ আমি নিজেকে নিজে খুব appreciate করি। আমার মা কে দেখতাম, শপিং করতে গেলে আমার মা কখনই নিজের জন্য কিচ্ছু নিতো না। শুধু ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতো। এসবের জন্য কতো যে বকা দিতাম মা কে। এখন বুঝি নিজের বাসার জন্য একটা ছোট্ট ফুলদানি কেনার মধ্যে ও অনেক আনন্দ। আমার বিয়ের পরও আমি এমন ছিলাম না। আমার জা ও শাশুড়ী সেই সাংসারিক বেড়াজালের মধ্যে কখনোই আমাকে বন্দী করে রাখেনি। নিজের ইচ্ছে মতো ঘুরতে যেতাম, বাইরে থেকে খেয়ে আসতাম। আমার মতো সুখ শ্বশুর বাড়িতে খুব কম মানুষই পায়। এটা আমি সবসময় বলি। কিন্তু কানাডা আসার পরই আমার আসল সংসার যুদ্ধ শুরু হয়। তিল তিল করে আমি আর সেতু চেষ্টা করে যাচ্ছি আমাদের ভবিষ্যতের জন্য। দুইজনের কর্মব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বের করতে পারলেই বাসার টুকিটাকি কাজে লেগে পড়ি। সেতু খুব সাহায্য করে আমাকে। এমন ও অনেক সপ্তাহ যায়, যখন শুধু ও রান্না করে আর আমি শুধু বিশ্রাম নি। খুব ভালো কোনো কর্ম করলে ওর মতো একটা মনের মতো স্বামী পাওয়া যায়❤️। আমার প্রতি ওর দায়িত্ব , কর্তব্য ও ভালোবাসা আমাকে বারবার মুগ্ধ করে। দিন শেষে আমি একটু আমার মতন করে স্বাধীনভাবে বাঁচতে পারি। মুক্ত মনে ওকে আমার জমানো কথাগুলো বলতে পারি। বেচারা আমাকে একটু অন্য মনষ্ক দেখলেই অস্থির হয়ে যায়। ভাবে কি না কি করে ফেলছে। ও খুব ভালো একটা মানুষ। ওর একটা সুন্দর মন আছে। আমি চাই ওর এই সুন্দর মন টা আজীবন থাকুক।
❣️

A corner of my home, filled with love and blossoms...🌸❤️
08/20/2025

A corner of my home, filled with love and blossoms...🌸❤️

Good morning ☺️
08/15/2025

Good morning ☺️

Karma: What goes around, comes around.”এর অর্থ কর্মফল: যেটা তুমি করো, সেটাই একদিন ফিরে আসে।বা,কর্মফল: যেমন কর্ম, তেমনি ফ...
08/08/2025

Karma: What goes around, comes around.”

এর অর্থ
কর্মফল: যেটা তুমি করো, সেটাই একদিন ফিরে আসে।
বা,
কর্মফল: যেমন কর্ম, তেমনি ফল।

কারো ভালো , সুন্দর জীবন দেখে আপনার মনে হচ্ছে ,
"বাহ কত সুন্দর জীবন , কি শান্তি। কপাল লাগে কপাল।"

কিন্তু এটা কি কেউ দেখেছে , সে এই সুন্দর জীবনটা পাওয়ার জন্য সেই মানুষটা জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছে। কত কষ্ট করে আজকে সে এই জায়গায়।
এসব কিন্তু কেউই বলবে না। শুধু খোঁচা মেরে কথা বলবে আর ফ্রি তে কিছু চামচামি করে যাবে।
আজকে আমার সাথে যা খারাপ কিছু ঘটছে বা ঘটে গেছে সেটাও আমার কর্ম ফল। যখন খারাপ সময়ের মধ্যে যায় তখন অবশ্যই খুব কষ্ট পাই। তখন সেতু আমাকে বুঝিয়ে বলে, এটা আমাদের কোনো না কোনো জন্মের কর্মফল। গভীরভাবে যখন ভাবি, তখন আসলেই মেনে নিই সবটা। অন্যের খারাপ সময়ে আপনারা যারা চ্যাটাং চ্যাটাং কথা বলেন, সবকিছু না জেনে একপাক্ষিক বিচার করে ভালো , সাধু সাজার চেষ্টা করেন; আপনাদের কে নিয়ে আমার কিছুই বলার নাই। শুধু সময়ের অপেক্ষা।

কারণ কর্মফল ভুলে যায় না, ঠিকই ফিরে আসে।

07/21/2025

ভাবা যায় এমন একটা দেশে আমার পরিবারের সদস্যরা আছে যেখানে ১ সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই। নাই জীবনের কোনো নিরাপত্তা। ছোটো ছোটো কত নিষ্পাপ ফুল, একটা তরতাজা প্রাণ অঝোরে ঝরে গেল। আহা রে জীবন। এতো হাহাকারের মধ্যে বিশিষ্ট নেতারা তাদের দলবল নিয়ে হাসপাতালে পাব্লিসিটি করতে ব্যস্ত। এমন ঘটনা শুধু ঘটেই যাবে ; ও একে দোষারোপ করবে, এ ওর গায়ে দোষ চাপাবে। কিন্তু এতো এতো প্রাণের হিসাব চাওয়া আর হবে না। এগুলো দেখা আর সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের।

আহা সোনার বাংলা 💔।

Address

Gatineau, QC

Alerts

Be the first to know and let us send you an email when Labonnyo Tushi’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share