Labonnyo Tushi’s Diary

Labonnyo Tushi’s Diary Become what you dream of and dream as big as you deserve 🇧🇩🇨🇦🍁💁🏻‍♀️

It’s been almost three and a half years since our marriage. I can hardly believe how quickly time has flown. It still fe...
09/22/2025

It’s been almost three and a half years since our marriage. I can hardly believe how quickly time has flown. It still feels like the day I first held your hand, and even now those moments remain as fresh in my heart as ever 💍✨♾️

আমার বিয়ের পর প্রায় ৩ মাস শ্রীলঙ্কায়  দুইজনে টোনাটুনির একটা ছোট্ট সংসার বানিয়েছিলাম। তখনও বুঝি নাই আসলে সংসার যুদ্ধ কি জ...
08/25/2025

আমার বিয়ের পর প্রায় ৩ মাস শ্রীলঙ্কায় দুইজনে টোনাটুনির একটা ছোট্ট সংসার বানিয়েছিলাম। তখনও বুঝি নাই আসলে সংসার যুদ্ধ কি জিনিস। সেতু সবসময় পাশে ছিলো, রান্না করে খাওয়াতো , ঘুরাঘুরি করে ৩ মাস কোনদিকে চলে গেল বুঝলাম ই না। আর এখন আমার নিজের পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হই। কানাডায় এসেছি প্রায় আড়াই বছর তো হতে চললো। এই আড়াই বছরে আড়াই হাজার বার মনে হয় নিজেকে ভেঙ্গে চুড়ে নতুন করে গড়েছি। নিজের মন কে সেদিনই শক্ত করে ফেলেছি যেদিন প্রথমবার সেতুকে নিয়ে এম্বুল্যান্স এ উঠি। একা একা হাসপাতালের সব কিছু সামলিয়েছি। আমার প্রতিটা চোখের পানি সেদিনই পাথরে পরিণত করেছি। শুধু নিজেকে শান্তনা দিয়েছি এই ভীন দেশে আমাকে আমার মতো করে শক্ত হতে হবে। তাই হয়তো এখন অনেকটা শক্ত হয়ে গেছি। এখন কেউ দুইটা কথা আমাকে বলতে আসলে আমি তাকে আরও চারটি কথা ফেরত দিয়ে দিই। এখন আমার সাথেও কেউ কথা বলতে গেলে অন্তত দুইবার ভাবে। এটা আমার ভালোই লাগে। নিজেকে একটু বড় বড় ফিল হয়। আমার এই ২৩/২৪ বছর বয়সে এখন শুধু আর নিজেকে নিয়ে ভাবি না। ভাবি শুধু আমাকে ঘিরে যারা বেঁচে আছে তাদের কথা। আর সারাদিন মাথায় ঘুরে আমার বাসার কোন দেওয়ালে কোন জিনিসটা কোথায় লাগাবো , কোন দেওয়ালে কোন হোম ডেকর টা ভালো লাগবে এগুলোই ঘুরে সারাদিন। সেতু বলে আমি নাকি আর এখন নিজের জন্য কিচ্ছু কিনি না। আসলেই তো; আমি যে মেয়ে মাসে কয়েক হাজার টাকা শুধু প্রসাধনীর পেছনে খরচ করতাম , সে মেয়ে এখন অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি। আমি নিজেকে নিজে মাঝে মাঝে খুব বাহবা দি। কারণ আমি নিজেকে নিজে খুব appreciate করি। আমার মা কে দেখতাম, শপিং করতে গেলে আমার মা কখনই নিজের জন্য কিচ্ছু নিতো না। শুধু ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতো। এসবের জন্য কতো যে বকা দিতাম মা কে। এখন বুঝি নিজের বাসার জন্য একটা ছোট্ট ফুলদানি কেনার মধ্যে ও অনেক আনন্দ। আমার বিয়ের পরও আমি এমন ছিলাম না। আমার জা ও শাশুড়ী সেই সাংসারিক বেড়াজালের মধ্যে কখনোই আমাকে বন্দী করে রাখেনি। নিজের ইচ্ছে মতো ঘুরতে যেতাম, বাইরে থেকে খেয়ে আসতাম। আমার মতো সুখ শ্বশুর বাড়িতে খুব কম মানুষই পায়। এটা আমি সবসময় বলি। কিন্তু কানাডা আসার পরই আমার আসল সংসার যুদ্ধ শুরু হয়। তিল তিল করে আমি আর সেতু চেষ্টা করে যাচ্ছি আমাদের ভবিষ্যতের জন্য। দুইজনের কর্মব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বের করতে পারলেই বাসার টুকিটাকি কাজে লেগে পড়ি। সেতু খুব সাহায্য করে আমাকে। এমন ও অনেক সপ্তাহ যায়, যখন শুধু ও রান্না করে আর আমি শুধু বিশ্রাম নি। খুব ভালো কোনো কর্ম করলে ওর মতো একটা মনের মতো স্বামী পাওয়া যায়❤️। আমার প্রতি ওর দায়িত্ব , কর্তব্য ও ভালোবাসা আমাকে বারবার মুগ্ধ করে। দিন শেষে আমি একটু আমার মতন করে স্বাধীনভাবে বাঁচতে পারি। মুক্ত মনে ওকে আমার জমানো কথাগুলো বলতে পারি। বেচারা আমাকে একটু অন্য মনষ্ক দেখলেই অস্থির হয়ে যায়। ভাবে কি না কি করে ফেলছে। ও খুব ভালো একটা মানুষ। ওর একটা সুন্দর মন আছে। আমি চাই ওর এই সুন্দর মন টা আজীবন থাকুক।
❣️

A corner of my home, filled with love and blossoms...🌸❤️
08/20/2025

A corner of my home, filled with love and blossoms...🌸❤️

Good morning ☺️
08/15/2025

Good morning ☺️

Karma: What goes around, comes around.”এর অর্থ কর্মফল: যেটা তুমি করো, সেটাই একদিন ফিরে আসে।বা,কর্মফল: যেমন কর্ম, তেমনি ফ...
08/08/2025

Karma: What goes around, comes around.”

এর অর্থ
কর্মফল: যেটা তুমি করো, সেটাই একদিন ফিরে আসে।
বা,
কর্মফল: যেমন কর্ম, তেমনি ফল।

কারো ভালো , সুন্দর জীবন দেখে আপনার মনে হচ্ছে ,
"বাহ কত সুন্দর জীবন , কি শান্তি। কপাল লাগে কপাল।"

কিন্তু এটা কি কেউ দেখেছে , সে এই সুন্দর জীবনটা পাওয়ার জন্য সেই মানুষটা জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছে। কত কষ্ট করে আজকে সে এই জায়গায়।
এসব কিন্তু কেউই বলবে না। শুধু খোঁচা মেরে কথা বলবে আর ফ্রি তে কিছু চামচামি করে যাবে।
আজকে আমার সাথে যা খারাপ কিছু ঘটছে বা ঘটে গেছে সেটাও আমার কর্ম ফল। যখন খারাপ সময়ের মধ্যে যায় তখন অবশ্যই খুব কষ্ট পাই। তখন সেতু আমাকে বুঝিয়ে বলে, এটা আমাদের কোনো না কোনো জন্মের কর্মফল। গভীরভাবে যখন ভাবি, তখন আসলেই মেনে নিই সবটা। অন্যের খারাপ সময়ে আপনারা যারা চ্যাটাং চ্যাটাং কথা বলেন, সবকিছু না জেনে একপাক্ষিক বিচার করে ভালো , সাধু সাজার চেষ্টা করেন; আপনাদের কে নিয়ে আমার কিছুই বলার নাই। শুধু সময়ের অপেক্ষা।

কারণ কর্মফল ভুলে যায় না, ঠিকই ফিরে আসে।

07/21/2025

ভাবা যায় এমন একটা দেশে আমার পরিবারের সদস্যরা আছে যেখানে ১ সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই। নাই জীবনের কোনো নিরাপত্তা। ছোটো ছোটো কত নিষ্পাপ ফুল, একটা তরতাজা প্রাণ অঝোরে ঝরে গেল। আহা রে জীবন। এতো হাহাকারের মধ্যে বিশিষ্ট নেতারা তাদের দলবল নিয়ে হাসপাতালে পাব্লিসিটি করতে ব্যস্ত। এমন ঘটনা শুধু ঘটেই যাবে ; ও একে দোষারোপ করবে, এ ওর গায়ে দোষ চাপাবে। কিন্তু এতো এতো প্রাণের হিসাব চাওয়া আর হবে না। এগুলো দেখা আর সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের।

আহা সোনার বাংলা 💔।

রাতের বাজে ৯ টা। সেই সকাল ৬টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম, বাসায় আসলাম সন্ধ্যা ৬ টায়। প্রায় ১০/১২ঘন্টা কাজ করে মাত্র রা...
06/26/2025

রাতের বাজে ৯ টা। সেই সকাল ৬টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম, বাসায় আসলাম সন্ধ্যা ৬ টায়। প্রায় ১০/১২ঘন্টা কাজ করে মাত্র রান্না শেষ করে এখন খাব। আর এটাই হবে লাঞ্চ এবং ডিনার। এটাই এখন অমৃত। সবকিছুই একা নিজের হাতে করতে হয়। শান্তনা দেওয়ার জন্য কেউ থাকে না। চাইলেই কারো বাসায় গিয়ে একটু গল্প করা যায় না। দুপুরে খেয়ে একটা ভাতঘুম দেওয়া যায় না। এমন অনেক স্যাক্রিফাইস করেই প্রতিদিন বেঁচে আছি। আর যেসব মহোদয় ও মহোদয়াদের মনে হয় বিদেশে এসে টাকা এমনভাবে রোজগার করছি যার কারণে টাকার গরমে আর থাকতে পারছি না। তাদেরকে নিয়ে আমার বেশি কিছু বলার নাই, শুধু এটাই বলবো -- তোমাদের অবস্থা ওই শেয়াল মামার আঙ্গুর ফল টক গল্পের মতো।

এখন আপাতত আমার রান্না করা ডিমের পাতলা ঝোলটাই দেখো🫩

আমি মনে করি,জীবনে একটা সুদর্শন ছেলের চাইতে ; একটা ম্যাচিউর পুরুষের খুব প্রয়োজন। জীবনে একটা স্টাইলিশ স্বামীর চাইতে ;  একট...
06/03/2025

আমি মনে করি,

জীবনে একটা সুদর্শন ছেলের চাইতে ; একটা ম্যাচিউর পুরুষের খুব প্রয়োজন।

জীবনে একটা স্টাইলিশ স্বামীর চাইতে ; একটা যত্নবান স্বামী প্রয়োজন।

জীবনে একটা অল্পবয়সী ছেলের চাইতে ; একটা দায়িত্ববান পুরুষ প্রয়োজন হোক না সে বয়সে ১০/১৫ বছরের বড়।

জীবনে টাকাপয়সার পাশাপাশি একটা মানসিক শান্তির জীবন ও প্রয়োজন। আর এই শান্তি গুলো একমাত্র দায়িত্ববান ও কর্তব্যপরায়ণ একটা পুরুষই দিতে পারবে; কোনো চ্যাংড়া পোলা নয়। যে পুরুষ বিয়ের পর তার স্ত্রী থাকার পরও নারী শূন্যতায় ভুগে; সেই পুরুষ আর যাই হোক স্বামী হওয়ার ক্ষমতা রাখে না। বিয়ে মানে কি শুধুই একসাথে থাকা; বাচ্চা হবে; এতটুকুই????
স্বামী স্ত্রীর কি আলাদা সময় কাটাতে ইচ্ছে হয় না?
স্বামী স্ত্রী কি বিয়ের কিছু বছর নিজেদের মতো করে কাটাতে পারে না??
বিয়ের পর কিছু বছর নিজেদের একসাথে কাটানো উচিত। একজন আরেকজনকে সময় দেওয়া উচিত। বিবাহিত জীবন উপভোগ করা উচিত। এই সমাজে বিয়ে হওয়ার পরপর ফ্যামিলি প্লানিং এর জন্য যে প্রেশারটা দেওয়া হয়, সেটা কতটুকু যুক্তিযুক্ত? এই সিদ্ধান্ত টা সম্পূর্ণ স্বামী-স্ত্রীর। কিন্তু না চৌদ্দ গুষ্ঠির মাতামাতি করতে হবে এসব বিষয় নিয়ে। একটা বাচ্চাকে সুস্থ জীবন দিতে পারে তার বাবা-মা। বাবা মায়ের একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে শিশুরা বড় হলে; তারাও একটা সুন্দর জীবন পায়। আর যে ব্যাটা বিয়ের পরও শুধরাই না; সেই ব্যাটা শত বাচ্চার বাপ হওয়ার পরও ঠিক হয়না। আর যাইহোক কুত্তার লেজ ইহ জীবনেও সোজা হয় না। মাঝখানে পড়ে একটা শিশুর জীবন নষ্ট সাথে সেই মেয়েটার।
আর বেশি ভালোবাসলে কেউ ঠকে না। সঠিক মানুষকে ভালো না বাসলে বার বার ঠকে যেতে হয় 💔।

সবাই যার যার জীবনে ভালো থাকুক। সবার বিবাহিত জীবন সুন্দর হউক ❤️

✍🏼 লাবণ্য তুশি

কিভাবে শুরু করবো ,কি দিয়ে শুরু করবো আমি সত্যিই জানি না। গত দুইদিন ধরে নিজে নিজে অঝোরে কান্না করেছি শুধু আজকের এই দিনের জ...
05/21/2025

কিভাবে শুরু করবো ,কি দিয়ে শুরু করবো আমি সত্যিই জানি না। গত দুইদিন ধরে নিজে নিজে অঝোরে কান্না করেছি শুধু আজকের এই দিনের জন্য। কতটা সাধনার এই দিন। আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কারণ কানাডার সেই প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম , আছি। তোমার প্রায় ৭ বছরের সাধনা ও প্রায় ১৬ বছরের প্রচেষ্টা । কত ত্যাগ, কত কষ্ট, কত অবজ্ঞা , কত চরাই উতরাই পার করে আজকে তুমি এখানে। আমি খুব খুশি তোমার জন্য। আমি সত্যিই একজন গর্বিত স্ত্রী। আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখতে চাই। আমি চাই তুমি জীবনে আরো অনেক কিছু অর্জন করো। আজকের এই প্রাপ্তির পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। সেই সাথে রয়েছে তোমার মা-বাবার আশীর্বাদ। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏🏼

“A city of colours and endless stories—— that’s Toronto” 🕊️🍁🇨🇦
05/13/2025

“A city of colours and endless stories—— that’s Toronto” 🕊️🍁🇨🇦

স্বামীর মাসিক বেতন যদি ২০০০০ থেকে ৩০০০০ এর মধ্যে হয়ে থাকে , তাহলে তার স্ত্রী যদি ১২০০ থেকে ১৫০০ টাকার পোশাক পরতে পারে তা...
04/18/2025

স্বামীর মাসিক বেতন যদি ২০০০০ থেকে ৩০০০০ এর মধ্যে হয়ে থাকে , তাহলে তার স্ত্রী যদি ১২০০ থেকে ১৫০০ টাকার পোশাক পরতে পারে তাহলে সেই স্স্ত্রী তার স্বামীর জন্য খুব ভালো বউ। ঠিক তেমনি কারো স্বামী যদি লাখ খানিক টাকা ইনকাম করতে পারে, তাহলে বউও ৩০০০০ থেকে ৪০০০০ টাকার শাড়ি কিনতেই পারে। সেই বউও তার স্বামীর জন্য ভালো বউ । মেয়েরা কম দামী কিছু কিনলেই wife material আর একটু বেশি দাম দিয়ে কিছু কিনলেই সেই মেয়ে হয়ে যাই বিপদ সংকেত 😏। ব্যাপার টা বেশি দাম ও কম দামের না। ব্যাপারটা হলো মানানসই এর। তুমি মখলেস গাঞ্জা আর বিড়ির পিছে টাকা খরচ করে আবার মেয়ে মানুষের খরচের কথা ভাবতে আসছো। তোমার সামর্থ্য থাকলে কেন তুমি তোমার বউকে ভালো কিছু দিবা না। সারাজীবন কিপটামি করে যেসব পুরুষ মানুষ জীবন কাটিয়ে দিতে চাই , তাদের কারণে তাদের বউদের জীবনটাও নষ্ট হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন আপনার সামর্থ্য কতটুকু সেটা একমাত্র আপনার বউ বুঝবে আর কেউ না। আপনার খারাপ দিনে এই বউ আপনার পাশে থাকবে। বাকি সবাই গন্ধ শুকে চলে যাবে। কিন্তু বউ ঠিকই পাশে থাকবে ❤️

✍🏼 লাবণ্য তুশি

Address

Gatineau, QC

Alerts

Be the first to know and let us send you an email when Labonnyo Tushi’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share