Thinking Lady

Thinking Lady The term aims to create a discomfort amng Muslims & also to support who wants to be free.

03/14/2025
09/20/2024

বিপ্লব পরবর্তী সরকারের এই সময়ে দেদারসে মাজার ভাঙ্গা হচ্ছে। এখন যেভাবে মাজার ভাঙছে,শেখ হাসিনার আমলে হলে বলত ধর্ম অবমাননা। অথচ এখন চুপ কারন কার ঘাড়ে দোষ চাপাবে?
এসবই তাদের আদর্শ, চেতনা; এসব তারা করবে তা তো তারা প্রকাশ্যেই সব সময় বলেছে।এবং শেখ হাসিনা ক্ষমতাসীন থাকার সময়েও কিছু কিছু করেছে। শেখ হাসিনা কি তখন এসব করার অপরাধে তাদের কোনো বিচার করেছিলেন? বাউলদের উপর হামলা, রীতা দেওয়ানে জেল দেওয়া, কাদিয়ানীদের মসজিদে হামলা করা হয়েছে। একটা ঘটার পরে পরবর্তীতে অমন যেনো আর না ঘটে সে জন্য শেখ হাসিনা কি কোনো ব্যবস্থা নিয়েছলেন? তিনি শুধু চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার ইচ্ছায় এদের সাথে আপস করে প্রশ্রয় দিয়েছেন৷ এখন এরা ক্ষমতায় আছে, সুতরাং এরা এদের চেতনা বাস্তবায়ন করবে সেটাইতো স্বাভাবিক।

গণতন্ত্রের লেবেলে স্বৈরতন্ত্র চর্চা করলে বিষবৃক্ষের বীজ অঙ্কুরিত হয়ে শেকড় মজবুত করে ডালপালা বিস্তার করে। সৌদির মতো রাজতন্ত্র বা চায়নার মতো একদলীয় শাসন থাকলে তা সম্ভব নয়। গণতন্ত্রের লেবেলে স্বৈরাচার থাকলেই গণতন্ত্রবিরোধীরা গণতান্ত্রিক অধিকার ভোগ করে ঐক্যবদ্ধ হয়ে শক্তিসঞ্চয় করে যে গণতন্ত্রের সুবিধা নিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়, ক্ষমতা হারানোর ভয়ে সেই গণতন্ত্রই নিষিদ্ধ করে।

শেখ হাসিনা বিষবৃক্ষের তলে শুধু ছায়া চেয়েছিলেন। আজ সেই বিষবৃক্ষ বিষাক্ত বায়ু ত্যাগ ও বিষাক্ত ফল দিতে শুরু করেছে। গতকাল ৪৮ নাগরিকের "মুক্তিযুদ্ধ, সংবিধানের মূলনীতি ও জাতীয় সংগীতকে কটাক্ষ করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি"র প্রতিবাদে তাজ হাশমী আজ একটা ভিডিয়ো আপলোড করেছেন। তিনি জাতির পিতা ও জাতীয় সংগীত বিষয়ে গণভোটের দাবী করেছেন। কারণ তিনি খুব ভালোভাবেই জানেন গণভোটে অংশ নেবে এমন জনগণের অধিকাংশই বর্তমানে এই দাবী সমর্থন করে।

ওয়াজবাজ আলেমরা ইসলামী চেতনা উজ্জীবিত করার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত শয়তানী কুমতলবী ওয়াজের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে এতোটাই ইসলামপ্রেমী, মুসলিমপ্রেমী, হিন্দুবিদ্বেষী, ইন্ডিয়াবিদ্বেষী করে তুলেছে যে, জাতির পিতা, জাতীয় সংগীত পরিবর্তন করতে পারলেই তারা বাংলাদেশ ও পাকিস্তান একত্রিকরণ করার দাবীতে গণভোট দাবী করবে।

09/18/2024

আমাদের জাতীয় সংগীত শির্ককারী😱 রবীন্দ্রনাথের লেখা তাই পরিবর্তন চেয়ে যারা পোস্ট করে তাদেরকে বলছি

শির্কের অর্থ কি বুঝেন?
মুসল্লীদের নামাজে যে সেজদা দেওয়া হয়, সেই সেজদা কোন্‌ আল্লাহর পা লক্ষ্য করে দেওয়া হয়?

ইসলামের আল্লাহ থাকে সাত আসমানের উপরে আরশে। কাফের-মুশরিকরা কাবাঘরে থাকা তাদের উপাস্য মূর্তি আল্লাহর পা লক্ষ্য করে মাটিতে মাথা ছুঁইয়ে সেজদা দিয়ে নামাজ পড়তো৷ মুসলমানরা কাফের-মুশরিকদের সেজদার অনুকরণেই সেজদা দিয়ে নামাজ পড়ে।

কাফের-মুশরিকরা আদের উপাস্যকে আল্লাহ ডাকতো তার প্রমাণ বর্তমান কোরআনের ৫৩ঃ১৯-২২ আয়াতেই আছে।

আল-কোরআন
১২. সূরা ইউসুফ
১০৬. অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।

হে আল্লাহ, জন্ম মৃত্যু সবকিছুই যে তোমার ইচ্ছাতেই হয়, কাফেরেরা তা বিশ্বাস না করে কৃত্রিম অক্সিজেন সরবরাহের যন্ত্র তৈরি ক...
04/30/2023

হে আল্লাহ, জন্ম মৃত্যু সবকিছুই যে তোমার ইচ্ছাতেই হয়, কাফেরেরা তা বিশ্বাস না করে কৃত্রিম অক্সিজেন সরবরাহের যন্ত্র তৈরি করেছে, যা আমি এখন ব্যাবহার করছি। তাদের তোমার প্রতি এই অবিশ্বাসের জন্য তাদেরকে ধ্বং*স করে দেও। আমিন।
©freespeechbeliever
আর কোনো ক্যাপশান?

04/20/2023

04/18/2023

পাকি হুজুর কি ক্ষ্যাপাটাই না ক্ষ্যাপছে। পাকিস্তানে লক্ষ লক্ষ লোক ইসলাম ত্যাগ করছে যদিও পাকিস্তানে কঠোর ব্লাশফেমি আইন আছে। ইসলামের বিরুদ্ধে যাবার কারনে অনেকের মৃত্যুদন্ড পর্যন্ত হয়েছে, তবুও ইসলামত্যাগ ঠেকানো যাচ্ছে না। মিথ্যার বেসাতি আর কদিন টিকিয়ে রাখবি? পাকিস্তানিরা নাকি তাদের গোপনাঙ্গে কলেমা লিখছে🤣!

বাংলাদেশ থেকে একটি খবর সোশ্যাল মিডিয়া মারফত পাচ্ছি তা হল শেরপুর জেলার জজ সাহেব বিচারক ইমান আলী ফেসবুক লাইভে এসে বলেন- "ন...
04/17/2023

বাংলাদেশ থেকে একটি খবর সোশ্যাল মিডিয়া মারফত পাচ্ছি তা হল শেরপুর জেলার জজ সাহেব বিচারক ইমান আলী ফেসবুক লাইভে এসে বলেন- "নবী-রসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।" বলাইবাহুল্য এই কথা বলার জন্য এই জেলা জজকে প্রতাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে!

বস্তুত বলতে হয় এই জেলা জজ ইমান আলীকে স্যালুট জানাই যে তিনি সত্য কথাটি সঠিক ভাবে ও নির্ভয়ে বলেছেন। অন্যদিকে বাংলাদেশ সরকারকে তীব্র ধিক্কার জানাই! যে এই সত্য কথা বলার জন্য একজন মানুষের উপর কেন শাস্তির বিধান নেমে আসবে? বাংলাদেশ সরকারের এই অবস্থানের কারণে দেশ আজ মূর্খ ও জেহাদিতে পরিপূর্ণ! যে দেশে শিক্ষার প্রসার নেই, যে দেশে জ্ঞানীরা সত্য বলার জন্য নির্যাতিত ও নিগৃহীত হয় আর মূর্খ, ধর্মান্ধরা প্রকাশ্য জনসভায় হুঙ্কার দেয়, সে দেশের হবে কি? তাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন এই মানুষটিকে তাঁর যোগ্য স্থানে ফিরিয়ে দিতে হবে, আর বাংলাদেশের সমস্ত মানবতাবাদী বন্ধুদের এই বিচারকের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল!

এবার আসি আমার কথায়, উপরিউক্ত আলোচনা থেকে এটা পরিষ্কার যে ইসলাম কতটা ক্ষয়িষ্ণু ধর্ম তা এই একটি ঘটনা থেকেই প্রমাণিত- এক সাধারণ মানুষের এক তুচ্ছ সমালোচনাতে এই ধর্মের ভিত্তি নড়ে যায়! বলাইবাহুল্য বিশ্বজুড়ে ইসলামের এই ভন্ডামি প্রকাশ পাচ্ছে তাই হাজার হাজার মানুষ প্রতিদিন এই ধর্ম ছেড়ে বেরিয়ে আসছে, তাই ইসলাম খুব দ্রুতই 'তাসের ঘরের' মতো ভেঙে পড়বে!

আসলে বর্তমানে নিতান্ত মূর্খ ও ধর্মান্ধ মানুষ ছাড়া কোন সভ্য, সুশিক্ষিত মানুষ আর বিশ্বাস করে না যে- নারী মাত্রই চাষের জমি, তাঁকে যেমন ইচ্ছা কর্ষণ করা যায়। নারীদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ, তাঁদের কর্মের অধিকার নেই, বিধর্মীদের কাফের মনে করতে হবে, তাদের ঘৃণা করতে হবে, তাঁদের হত্যা করতে হবে, নবী বোরাকে করে আল্লার কাছে গিয়েছিল, তিনি দুই আঙ্গুল দিয়ে চাঁদ ভাগ করেছিলেন ইত্যাদি ইত্যাদি! এছাড়া নবীর একাধিক পত্নী ও একাধিক যৌনদাসী রাখা এগুলি ও মানুষ মেনে নিতে পারে না! তাছাড়া নৃসংশভাবে যে একের পর এক কাফেলা লুঠ ও গণহত্যা তা ও সাধারণ মানুষ ভালো চোখে নেয় না। বানুকুরায়জার 700-900 পুরুষের গণহত্যা ও তাঁদের নারীদের গণিমতের মাল বানিয়ে ধর্ষণ এটি আজও আধুনিক যুগের অন্যতম কলঙ্কিত অধ্যায়! তাই বর্তমানে ইসলাম সবচেয়ে দ্রুত শেষ হতে যাওয়া একটি ধর্ম!

তাঁর ফল হিসাবে আমরা দেখতে পাই ইরানে হিজাবের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন, আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে সে দেশের নারীদের প্রতিবাদ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ তথা গোটা বিশ্বে যেভাবে মুক্তচিন্তার আন্দোলন বেগবান হচ্ছে তা থেকে এটা নিশ্চিত খুব দ্রুতই এই জরা, জীর্ণ ধর্মান্ধ সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন হবে। আর এটা বলায় যায় ইসলাম শেষ হয়ে গেলে পৃথিবী থেকে ধর্মের উগ্রতা ও শেষ হয়ে যাবে!

আসলে ইসলাম টিকে আছে তিনটি বিষয়ের উপর প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই ঈমান নষ্টের ভয়, এখন প্রশ্ন হল ঈমান কথার অর্থ কি? ঈমান কথার অর্থ হল বিশ্বাস। এখন প্রশ্ন হল যুক্তি দিয়ে যদি বিচার বিশ্লেষণ করে ধর্মকে গ্রহণ করা হয়, তাতে সমস্যা কি? তাতে সমস্যা হল এতে সমস্ত গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। এরপর যদি কেউ প্রশ্ন করে তখন তাঁকে বলা হবে তুই কাফের হয়ে গেছিস তুই জাহান্নামের আগুনে পুড়ে মরবি এভাবে ভয় দেখানো হয়, যাতে কেউ প্রশ্ন করতে সাহস না পায়। এতে যদি কেউ না দমে ও প্রশ্ন করে তখন তাঁকে বলা হবে এ মুরতাদ (ধর্ম ত্যাগী) হয়ে গেছে আর একে কতল (হত্যা) করা যে কোন মুসলমানের কাছে ওয়াজিব (ঈমানি কর্তব্য)!

এভাবেই এই ঘৃণার ধর্ম এতদিন টিকে রয়েছিল কিন্তু এভাবে আর বেশি দিন নয়! যুগ যুগ ধরে এভাবে অন্ধত্বকে লালন পালন করে বাঁচিয়ে রাখা যায় না! গ্যালিলিওকে চার্চ শাস্তি দিয়েছিল কারণ গ্যালিলিও বলেছিল- 'পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে', চার্চ কি পেরেছিল সূর্যকে পৃথিবীর চারিদিকে ঘোরাতে? সত্য বলার কারণে ব্রুনোকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়, বেশি প্রশ্ন করত বলে সক্রেটিসকে 'হেমলক বিষ' দিয়ে হত্যা করা হয়!

এভাবে তখন ও কি সত্যকে চেপে রাখা গিয়েছিলে? যা সত্য তা ঠিকই প্রকাশিত হবে এবং জগত একদিন সত্যকে ঠিকই স্বীকার করবে। বর্তমান ইন্টারনেটের যুগে তাই চাপাতির ভয় দেখিয়ে কল্লা কেটে আর সত্যকে চেপে রাখা যাবে না, যা সত্য তা একদিন ঠিকই প্রকাশিত হবে! মানুষকে হত্যা করা যায় কিন্তু মতাদর্শকে হত্যা করা যায় না, একটা রাজীব হায়দার, ওয়াশিকুর রহমান, নীলয় নীল, অভিজিৎ রায় প্রমুখকে হত্যা করলে হাজার হাজার অভিজিৎ রায়েরা তৈরি হবে, তাই দমন পীড়ন করে মুক্তচিন্তার এই আন্দোলনকে শেষ করা যাবে না, তাই সাধু সাবধান! এসব দেখে তাই মনে হয়।

'রাত্রির আধার যতই কালো হোক না কেন ভোর সন্নিকটে!'

পরিশেষে কবিগুরুর অমোঘ বাণী দিয়ে বলতে চাই - "ধর্ম কারার বজ্র প্রাচীরে আঘাত হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো!"

মঙ্গল শোভাযাত্রা হচ্ছে নববর্ষ উজ্জাপনের বিভিন্ন উৎসবের একটি। র্যালি বা শোভাযাত্রা একাডেমিক ভাবে বাঙালি সংস্কৃতির অংশ কি ...
04/15/2023

মঙ্গল শোভাযাত্রা হচ্ছে নববর্ষ উজ্জাপনের বিভিন্ন উৎসবের একটি। র্যালি বা শোভাযাত্রা একাডেমিক ভাবে বাঙালি সংস্কৃতির অংশ কি অংশ নয় এটা প্রশ্ন হতে পারেনা প্রশ্ন হচ্ছে নববর্ষটা বাঙালি সংস্কৃতি কিনা? যেকোন সাংস্কৃতিক উৎসব উজ্জাপনে সময়ের সাথে নতুন নতুন অনুসাঙ্গ যুক্ত হওয়া সাংস্কৃতির ই বৈশিষ্ট্য। এক কালে জন্মতিথিতে চন্দন টিকা দেওয়া হতো, তারপর এলো কেক কাটা, সামাজিক মাধ্যমের যুগে উইশ করার ব্যবস্হা এলো। কেউ জন্মদিনে পিজ্জা হাটে যায়৷ কেউ মদের বোতল খুলে। আপনি কি করছেন আপনার বিষয়। উপলক্ষ হচ্ছে আসল কথা৷ উপলক্ষ যদি আপনার নিজস্ব হয় আপনার উজ্জাপন ও আপনার নিজস্বতার কারনে আপনার ই পরিচয়৷ মঙ্গলশোভাযাত্রা আমাদের নিজস্ব উপলক্ষে নিজস্বতার আইকন। যা ইতিমধ্যে বাংলাদেশের চারটি অধরা সংস্কৃতির একটি হিসেবে ইউনেস্কো স্বীকৃতি অর্জন করেছে।
মঙ্গল শোভাযাত্রা আমাদেরই সাংস্কৃতির নান্দনিক শোভা। যা একই সাথে উৎসব আমেজে নতুন বর্ষবরনের আড়ম্বরপূর্ণ আবহ তৈরি করে। সেই সাথে নববর্ষের সাথে যুক্ত বাঙালির হাজার বছরের স্মৃতিতে বৈশাখী মেলা, নবান্ন, টেপাপুতুল, সহ দেশিও বিভিন্ন উপকথা, মিথলজিকে সীমিতপরিসরে বিহৎ প্রদর্শনীর ব্যবস্হা করে। খুব কম জাতি আছে যাদের নিজস্ব সমৃদ্ধ বর্ষপঞ্জি আছে। যাদের আছে বিভিন্ন দেশেতারা নববর্ষে উজ্জাপনে এধরনের র্যালির মাধ্যমে তাদের নিজস্বতার বিভিন্ন দিক তুলে ধরে। র্যালি বাঙালি সংস্কৃতি কিনা প্রশ্নই হতে পারেনা। প্রশ্ন হওয়া উচিত মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতিতে প্রতিফলিত করতে পারছে কিনা? যদি আপনি বাঙালি হন এবং আপনার কাছে বাঙালি পরিচয়টা কোন মিনিং রাখে। আপনার অধিকার আছে উৎসবের অংশ হওয়ার৷
আপনি কাচ্চি দিয়ে নাকি পান্তা দিয়ে উৎসব করবেন আপনার বিষয়। উপলক্ষ বাঙালির, উজ্জাপন ও বাঙালির।
© Mamunur Roshid
#বাংলানববর্ষ

04/11/2023

যেই ধ র্ম শিশুবি^য়ে বৈধ আর শিশু দত্তক অবৈধ করেছে, বুঝতে হবে ধর্মটি বি কৃ ত যৌNoরুচির ধ র্ম

04/10/2023

Muslims : রমজানে শয়তান বন্দী থাকে😎
Also Muslims: রোজায় সব কুকর্ম/হিংসা/দূর্নীতি জারি আছে।

শয়তানের অনুপস্থিতিতে কে এদেরকে দিয়ে এসব করায়? তার মানে আলLaহ ই হইলো শয়*tan!
ভিডিওটা অনেকের দিলের দেশ নাপাকিস্তানের

04/10/2023

আইনজীবীর বক্তব্য,
"90% মুসলমানদের দেশে মঙ্গল শোভাযাত্রা চলতে পারে না। কারণ এগুলি সরাসরি মুসলিমদের ধর্ম অবমাননার সামিল"।

কিন্ত সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে গরুর মাংস খাওয়ার অধিকার চাই। রাস্তা বন্ধ করে,নামাজ পরার অধিকার চাই। মাইকে আযান দিতেই হবে।
ইরানে হিজাব না পরলে , তাদের কি অবস্থা হয় ,
তা সবাই দেখেছেন পত্র পত্রিকায় ।
অথচ আমেরিকায় আপনি হিজাব পরেন অথবা শাড়ি পরেন , কেউ আপনাকে নিষেধ করবে না।
তারপরও সব সময়ই শুনতে থাকি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ইসলাম ফোবিয়া, ব্লা ব্লা ব্লা
এরা যে কতোটা হিপোক্রিট সংখ্যাগরিষ্ঠ হলেই বুঝা যায়।
সব ধর্মেই ধর্মান্ধ আছে, ছিল, থাকবে।
তবে এদের মত আর কোন দেশে নেই ।
বাংলাদেশর থেকেও পাকিস্তান এখনও অনেক এগিয়ে আছে অনেক বিষয়ে। শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা ছাড়া ।
© Sajol Raj

Address

Jasper, AB

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thinking Lady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share