Mac Couple

Mac Couple Informations� with Entertainments�

দূর প্রবাসে একটু নিজেদের জন্য ঈদের আয়োজন 🎉🌙🙂
03/30/2025

দূর প্রবাসে একটু নিজেদের জন্য ঈদের আয়োজন 🎉🌙🙂

Eid Mubarak from us to you🎉🌙💜 may Allah bless everyone’s heart with love and happiness and bring peace in this world.
03/30/2025

Eid Mubarak from us to you🎉🌙💜 may Allah bless everyone’s heart with love and happiness and bring peace in this world.

Eid start with little sweet treat. Alhumdulillah. Eid far from home but still cherished and thankful for a blessed Ramad...
03/29/2025

Eid start with little sweet treat. Alhumdulillah. Eid far from home but still cherished and thankful for a blessed Ramadan💜

02/05/2025

উচ্চশিক্ষার আলাপ-সালাপ ৩

বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা বিশ্ববিদ্যালয় খোঁজার সহজ উপায়

বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো – সঠিক বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া। হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ভিড়ে কোনটা বেছে নেবেন, কীভাবে রিসার্চ করবেন, কোথায় স্কলারশিপ পাবেন – তবে চিন্তা নেই! কয়েকটা ধাপে প্ল্যান করে এগোলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আজ শেয়ার করবো কিছু কার্যকরী টিপস যা আপনাকে দ্রুত ও সহজেই বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে সাহায্য করবে।

১️. নিজের লক্ষ্য ঠিক করুন – “আমি আসলে কী চাই?”

প্রথমেই ভাবুন, আপনি কেন বিদেশে পড়তে চান?
✔️ গবেষণা করতে চান? (MSc Thesis / PhD)
✔️ ভালো চাকরির জন্য স্কিল বাড়াতে চান? (Course-based MSc / MBA)
✔️ নতুন কোনো ক্যারিয়ার ফিল্ডে যেতে চান?

২️. বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং দেখে শর্টলিস্ট করুন

র‍্যাঙ্কিং দেখে বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তবে শুধু “সবচেয়ে ভালো” না দেখে, আপনার বিষয়ের সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো তা দেখুন।

সেরা কিছু র‍্যাঙ্কিং সাইট:
✅ QS World University Rankings → https://www.topuniversities.com
✅ Times Higher Education Rankings → https://www.timeshighereducation.com
✅ US News & World Report → https://www.usnews.com/education

ছোট্ট টিপ:
শুধু টপ ১০ বা ২০-এ তাকাবেন না, মাঝারি র‍্যাঙ্কিংয়ের (৩০০-১০০০) বিশ্ববিদ্যালয়ও অনেক সময় ভালো স্কলারশিপ দেয়!

৩️. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেঁটে তথ্য জোগাড় করুন

যে বিশ্ববিদ্যালয়গুলো পছন্দের তালিকায় আছে, সেগুলোর ওয়েবসাইট থেকে নিচের বিষয়গুলো দেখে নিন:

✔️ আপনার বিষয় বা প্রোগ্রাম আছে কি না (MSc/PhD)
✔️ স্কলারশিপ বা ফান্ডিং আছে কি না
✔️ টিউশন ফি এবং খরচ কত?
✔️ রিসার্চ ল্যাব বা সুপারভাইজার আছে কি না (PhD বা Thesis MSc হলে)
✔️ কাজের সুযোগ কেমন? (Post-Graduation Work Permit)

৪️. সুপারভাইজার খোঁজা (যদি MSc Thesis বা PhD করতে চান)

আপনার রিসার্চের জন্য যদি সুপারভাইজার লাগবে, তাহলে সরাসরি ইমেইল করে যোগাযোগ করতে হবে।

🔍 কোথায় খুঁজবেন?
✅ Google Scholar → গবেষণাপত্র দেখে বুঝতে পারবেন কোন প্রফেসর কী নিয়ে কাজ করেন।
✅ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট → ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল ঘেঁটে দেখুন।
✅ ResearchGate → অনেক প্রফেসর তাদের কাজ শেয়ার করেন এখানে।

01/30/2025

উচ্চশিক্ষার আলাপ-সালাপ ২
৪.প্রফেসরের ফান্ড সম্পর্কে জানতে ইমেইল করা

প্রায় সব দেশেরই এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে, পছন্দের ইউনিভার্সিটি বা প্রফেসরের কাছে ইমেইল করে জানতে চাওয়া হয় যে তাদের ফান্ড আছে কিনা বা তারা নতুন স্টুডেন্ট নিতে আগ্রহী কিনা। ফান্ডের জন্য ইমেইল করার সময় প্রথমেই নিজের ইন্টারেস্ট, স্কিল এবং প্রফেসরের কাজের প্রতি আপনার আগ্রহ বোঝানো গুরুত্বপূর্ণ। শুধু ফান্ড চেয়ে ইমেইল করা একেবারেই গ্রহণযোগ্য নয়।

ওই ল্যাবে যদি পরিচিত কেউ থাকে, তাহলে ল্যাব সম্পর্কে খোঁজ-খবর জানতে চাওয়া যেতে পারে। কিন্তু সরাসরি জানতে চাওয়া, আপনার প্রফেসরের কাছে কি ফান্ড আছে? থাকলে আমাকে একটু নিতে অনুরোধ করুন।”— এ ধরনের অনুরোধ করা খুবই অযৌক্তিক। দুর্ভাগ্যবশত, আমরা বাঙালিরা এটা-ই বেশি করে থাকি। অনেকে প্রফেসরকে নিজের যোগ্যতা, দক্ষতা এগুলো না বুঝিয়ে বরং দেশ ছাড়ার জরুরি, পরিবারের কষ্টের গল্প ইত্যাদি লিখে ইমেইল করে।এ ধরনের আচরণ শুধু বিরক্তির কারণ হয় না, বরং এটা প্রফেশনালিজমের অভাবও দেখায়।

৫.নিজের যোগ্যতা এবং প্রস্তুতি:
উচ্চশিক্ষায় আবেদন করার আগে নিজের যোগ্যতা এবং প্রস্তুতি সঠিকভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য যা করতে হবে:

একাডেমিক ব্যাকগ্রাউন্ড:
• আপনার ব্যাচেলর বা মাস্টার্সের রেজাল্ট কেমন?
• আপনার প্রজেক্ট, থিসিস বা যেকোনো রিসার্চ অভিজ্ঞতা।

স্কিল ডেভেলপমেন্ট:
• আপনার পছন্দের টপিক বা ফিল্ডে কি কি স্কিল প্রয়োজন, সেগুলো উন্নত করা।
• উদাহরণ: প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইসিস, ল্যাব টেকনিক, রিসার্চ মেথডোলজি ইত্যাদি।

ল্যাঙ্গুয়েজ টেস্ট:
• IELTS, TOEFL, GRE (যদি প্রয়োজন হয়) এর জন্য প্রস্তুতি।
• প্রয়োজনীয় স্কোর অর্জন করার চেষ্টা।

CV এবং SOP:
• একটি প্রফেশনাল সিভি তৈরি করা।
• স্টেটমেন্ট অফ পারপাস (SOP) এমনভাবে লিখুন, যা আপনার ইন্টারেস্ট, স্কিল এবং লক্ষ্য পরিষ্কারভাবে বোঝায়।

প্রাসঙ্গিক রিসার্চ:
• পছন্দের প্রফেসর বা ল্যাব সম্পর্কে বিস্তারিত জানা।
• প্রাসঙ্গিক রিসার্চ পেপার বা তাদের ল্যাবের কাজগুলো নিয়ে পড়াশোনা করা।

So, 5 Steps Before Starting Your Higher Studies Journey:
1. নিজের লক্ষ্য নির্ধারণ: উচ্চশিক্ষা কি সত্যিই প্রয়োজন নাকি শুধু দেশ ছাড়ার ইচ্ছা—এটা স্পষ্টভাবে বোঝা।
2. সঠিক টপিক নির্বাচন: নিজের ইন্টারেস্টের সাথে মিল রেখে রিসার্চ টপিক ও বিষয় নির্ধারণ করা।
3. দেশ ও ইউনিভার্সিটি বাছাই: জীবনযাত্রার মান, খরচ, সুযোগ-সুবিধা দেখে দেশ ও ইউনিভার্সিটি নির্বাচন করা।
4. প্রফেসরের সাথে যোগাযোগ: ফান্ডের জন্য অনুরোধ না করে নিজের দক্ষতা ও আগ্রহ ঠিকভাবে উপস্থাপন করা।
5. নিজের যোগ্যতা ও প্রস্তুতি: একাডেমিক ব্যাকগ্রাউন্ড, স্কিল ডেভেলপমেন্ট, ভাষাগত প্রস্তুতি, এবং প্রয়োজনীয় রিসার্চ করা।

ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আরও তথ্য শেয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

01/29/2025

উচ্চশিক্ষার আলাপ-সালাপ-১

প্রায় প্রতিদিনই আমি আমার পুরোনো ছাত্র, জুনিয়রদের কাছ থেকে অনেক ইমেইল, টেক্সট পাই যারা উচ্চশিক্ষার জন্য গাইডেন্স চায়। এই টপিক নিয়ে অনলাইনে এত এত রিসোর্স রয়েছে, তারপরও মানুষ কেন অন্য মানুষের অভিজ্ঞতা এবং মতামত চায়, এটা আগে বুঝতাম না যতক্ষণ না নিজে এই জার্নি শুরু করেছিলাম। আমি নিশ্চিত, প্রতিটা উচ্চশিক্ষায় যাওয়া ছাত্রের জার্নি আলাদা এবং কঠিন। সবার অভিজ্ঞতা, সংগ্রাম ভিন্ন। কারোটা দিয়ে কারোটা ছোট করা যাবে না। কেউ হয়তো ১০০০ ইমেইল লিখেও মনমতো উত্তর পায় না, আবার কেউ একটা ইমেইলেই বাজিমাত করে ফেলে। আমি আমার পাওয়া ইমেইল, টেক্সটগুলোতে যেটা সবচেয়ে বেশি খেয়াল করি, সেটা হলো—আমি জানি কিনা কার কাছে ফান্ড আছে আর যেন আমি বলে দিই কোন ইউনিভার্সিটি বা প্রোগ্রামে অ্যাপ্লাই করলে ভালো হবে। এটা আমার কাছে খুবই অযৌক্তিক প্রশ্ন মনে হয়।
প্রথমত, কোন প্রফেসরের কাছে ফান্ড আছে সেটা কোনো ছাত্রের জানা সম্ভব না (ভিন্ন কোনো কেস থাকতে পারে, আমি সাধারণভাবে বললাম)। দ্বিতীয়ত, আমি কীভাবে বলে দেব কোন ইউনিভার্সিটি বা প্রোগ্রাম ভালো হবে? আমি তো সবজান্তা শমসের না যে সবার সব খবর জানব। যেকোনো সাবজেক্টের জন্য আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তার চেয়েও বড় কথা, সব প্রফেসর সবকিছু নিয়ে রিসার্চ করেন না। তার চেয়েও বড় কথা, কোন দেশ বা কোন ইউনিভার্সিটি কার জন্য ভালো হবে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। আমার বলা ভালো বা খারাপ হিসেবে গণ্য হবে না।
বিদেশে উচ্চশিক্ষার সবচেয়ে প্রথম ধাপ হলো নিজের ইন্টারেস্টের সাথে মিল রেখে উপযুক্ত ইউনিভার্সিটি এবং দেশ খুঁজে বের করা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের অনেকেই এই প্রথম ধাপে কোনো চেষ্টা করতে চাই না। আমরা চাই যেন সবকিছু রেডিমেড খাবারের মতো তৈরি করে দেওয়া হয়। কেউ যদি সাজেস্ট করেও দেয় যে অমুক ইউনিভার্সিটি বা অমুক প্রফেসর ভালো বা খারাপ, সেটা নিজে যাচাই না করে সামনে এগোনো সম্পূর্ণ অযৌক্তিক। কোনো প্রফেসর ইমেইল পেলেই না দেখে বা ইন্টারভিউ না নিয়ে কোনো ছাত্রকে ফান্ড দেন না।

১. সবার আগে যা করা জরুরি, সেটা হলো নিজের ইন্টারেস্ট ঠিক করা-
আমি কি আসলেই রিসার্চে আগ্রহী, নাকি শুধু দেশ ছাড়ার জন্য উচ্চশিক্ষায় যেতে চাই? (রূঢ় শোনালেও এটা বাস্তব কথা)। যদি রিসার্চের প্রতি আগ্রহ না থাকে, তাহলে নন-রিসার্চ বেসড মাস্টার্স করে সরাসরি চাকরি খোঁজা অনেক ভালো অপশন। সবাই রিসার্চ করছে, আমিও করব—পারি বা না পারি—এই ভুল ধারণার পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে নেই।
তাই প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি রিসার্চ বেসড ডিগ্রি করব, নাকি অন্য কোনো পথে এগোব।
২. যদি রিসার্চ বেসড ডিগ্রি করতে চাই, তাহলে কী টপিক বা সাবজেক্টে করতে চাই?
এর জন্য অবশ্যই রিসার্চ আর্টিকেল পড়া জরুরি। নিজের ইন্টারেস্টের টপিকগুলো নিয়ে কোন কোন ইউনিভার্সিটি এবং প্রফেসর কাজ করছেন, তা খুঁজে বের করা এবং তাদের রিলেটেড রিসার্চ পেপারগুলো পড়ার চেষ্টা করা প্রয়োজন।
এই ক্ষেত্রে গুগল স্কলার, Scholarly, এবং ChatGPT খুবই ভালো টুলস। এগুলোর মাধ্যমে আপনি সহজে রিসার্চ পেপার খুঁজে বের করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করতে পারবেন। আপনার ইন্টারেস্ট এবং টপিকের উপর ভিত্তি করে পড়াশোনা করলেই বুঝতে পারবেন যে আপনি সত্যিই ওই বিষয়ে কাজ করতে চান কিনা।
৩. যে ইউনিভার্সিটিতে যেতে চাই, সেই দেশ এবং নির্দিষ্ট জায়গা কেমন তা খুঁজে বের করে বিস্তারিত জানা।

সেই জায়গায় আপনি থাকতে পারবেন কিনা, চাকরির সুযোগ কেমন, কমিউনিটি কেমন, স্বাস্থ্যসেবা, বাসাভাড়া—এসবই আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। কেউ যদি বলে, “ওই ইউনিভার্সিটি ভালো,” তাই আপনি চোখ বন্ধ করে সেখানে অ্যাপ্লাই করবেন—এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনি যেখানে যাবেন, সেখানে নিজের জীবনের মান কেমন হবে, তা আগে যাচাই করে নেওয়া জরুরি। কারণ, শুধু ইউনিভার্সিটির নাম দেখে সিদ্ধান্ত নেওয়া কোনোভাবে বাস্তবসম্মত নয়।

পরবর্তী পোস্টে একটি একটি করে ধাপগুলো দেওয়ার চেষ্টা করব।

Address

Sainte-Anne-de-Bellevue
Montreal, QC
H9X1X1

Alerts

Be the first to know and let us send you an email when Mac Couple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share