The Gate of News-খবর দ্বার

The Gate of News-খবর দ্বার Political review of Bangladesh about human rights & democracy

তেলআবিব ও হাইফায় ইরানের কৌশলী আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি•••••••••••••••••••ইরান সোমবার ভোররাতে ইসরায়েলের তেলআবিব ও হাইফ...
06/16/2025

তেলআবিব ও হাইফায় ইরানের কৌশলী আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি
•••••••••••••••••••
ইরান সোমবার ভোররাতে ইসরায়েলের তেলআবিব ও হাইফা শহরে কৌশলী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে দুই শহরে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। এই হামলা ইসরায়েলের সাম্প্রতিক আগাম আক্রমণের পাল্টা জবাব হিসেবে চালানো হয়।

এই হামলায় তেলআবিবে একাধিক আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। মার্কিন দূতাবাসের শাখা ক্ষতিগ্রস্ত হলেও কোনো কর্মী হতাহত হননি। বহু হোটেল ও ঘরের জানালা ভেঙে গেছে, আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। একটি স্কুল ও বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনেও ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
হাইফার বন্দর এলাকার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। তেল শোধনাগার ও শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৩০ জন আহত এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলে অন্তত ৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। শুক্রবার থেকে চলমান হামলায় ইসরায়েলে মোট মৃতের সংখ্যা ১৮-১৯ জনে পৌঁছেছে।

ইরান নতুন কৌশল ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যাতে ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরান এই হামলায় যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, সেগুলোর মধ্যে প্রধানত ছিল এমাদ (Emad), গাদর (Ghadr) এবং খেইবার শেকান (Kheibar Shekan) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টায় ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত লাগে।

১৬ জুন ইসরায়েলের তেলআবিব ও হাইফায় যে হামলা চালিয়েছে, সেটি সামরিক প্রযুক্তির দিক থেকে এক অভূতপূর্ব বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—যেমন ডেভিড’স স্লিং, প্যাট্রিয়ট ও আয়রন ডোম—ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বিস্ময় সৃষ্টি করেছে।

কাজজপত্রে টিউলিপ বাংলাদেশী••••••••••••••••••••দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্পষ্ট জান...
06/16/2025

কাজজপত্রে টিউলিপ বাংলাদেশী
••••••••••••••••••••
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্পষ্ট জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক নিজেকে যতই ব্রিটিশ নাগরিক দাবি করুন, কাগজপত্রে তিনি এখনো বাংলাদেশের নাগরিক হিসেবেই বিবেচিত হচ্ছেন। দুদকের কাছে থাকা দালিলিক প্রমাণ ও নথিপত্রের ভিত্তিতেই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে বলে জানান চেয়ারম্যান।

২০২৫ সালের ১৫ মে ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এরপর ১৫ জুন (রোববার) দুদক জানায়, টিউলিপকে ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের সদর দপ্তরে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে ঢাকার পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে, যাতে তিনি নোটিশ না পাওয়ার অভিযোগ করতে না পারেন।

দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ সিদ্দিক কাগজে-কলমে বাংলাদেশের নাগরিক। তাই তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি যদি নির্দোষ হন, তাহলে আদালতে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে”। তিনি আরও বলেন, “আমরা কেবল নথিপত্র ও বাস্তব তথ্যের ভিত্তিতেই কাজ পরিচালনা করি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ আদালতে প্রমাণ করা সম্ভব”। আদালতের আদেশ অমান্য করলে টিউলিপকে পলাতক ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

দুদক প্রধানের মতে, আইন সবার জন্য সমান। নাগরিকত্বের মৌখিক দাবি নয়, বরং কাগজপত্রের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিউলিপের আইনজীবীরা তার ব্রিটিশ নাগরিকত্বের কথা বললেও, দুদকের নথিতে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবেই রয়েছেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখন আদালতে বিচারাধীন। দুদক বলছে, আইনি প্রক্রিয়া মেনে তদন্ত ও বিচার চলবে এবং অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, রাজধানীতে পুলিশের বাধা ও গ্রেপ্তার•••••••••••••••••১৬ জুন ২০২৫, সোমবার সকালে আন্তর...
06/16/2025

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, রাজধানীতে পুলিশের বাধা ও গ্রেপ্তার
•••••••••••••••••
১৬ জুন ২০২৫, সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার হাজিরার গেজেট প্রজ্ঞাপনের প্রতিবাদে ঢাকার শ্যামলীসহ বিভিন্ন স্থানে প্রকাশ্য মিছিল ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
সকাল ৯টার দিকে একটি বড় মিছিল গণভবন থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধ টাওয়ার হয়ে শ্যামলী শিশু মেলা প্রাঙ্গন পর্যন্ত যায়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা-৮ নির্বাচনী এলাকার কাটাবন ও শ্যামলী এলাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের অনুসারীরাও বড় মিছিল করেন। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে এবং কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হন।
মিছিল থেকে অন্তত ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল ও বিক্ষোভে অংশগ্রহণকারীদের শনাক্ত করে পরবর্তীতেও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ১৫ জুন ২০২৫, রবিবার রাতে কলকাতা থেকে ‘দ্য ওয়াল’ পত্রিকাকে বলেন, “শুনানি বর্জন করে আওয়ামী লীগ রাজপথে থাকবে। দলের ঘোষণা মতো সোমবার সূর্যাস্তের পরও শেখ হাসিনার রাজপথে সক্রিয়তা অব্যাহত থাকবে।”
জাহাঙ্গীর কবীর নানক (প্রেসিডিয়াম সদস্য) ১৬ জুন ২০২৫, সোমবার সকালে সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র আজ নির্বাসনে, মানবাধিকার ভূলুণ্ঠিত! গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত! আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে! দেশের কেন্দ্র থেকে প্রান্তে—লাগামহীন মবসন্ত্রাস, গণডাকাতি, ছিনতাই, রাহাজানি চলছে।”
বাহাউদ্দিন নাছিম (যুগ্ম সাধারণ সম্পাদক) ১ জুন ২০২৫, রবিবার এক বিবৃতিতে বলেন, “সরকারের বেআইনি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে।”

সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। মিছিল চলাকালে সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

১৬ জুন ২০২৫-এ ঢাকার শ্যামলীতে শেখ হাসিনার বিচারবিরোধী মিছিলে আওয়ামী লীগ প্রকাশ্য রাজপথে সক্রিয় ছিল। দলের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে বিবৃতি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

১৬ জুন: বাংলাদেশে সাংবাদিকতার কালো দিবস•••••••••••••••••••••আজ বাংলাদেশে পালিত হচ্ছে ‘সাংবাদিকতার কালো দিবস’। ১৯৭৫ সালের...
06/16/2025

১৬ জুন: বাংলাদেশে সাংবাদিকতার কালো দিবস
•••••••••••••••••••••
আজ বাংলাদেশে পালিত হচ্ছে ‘সাংবাদিকতার কালো দিবস’। ১৯৭৫ সালের এই দিনে দেশের সকল বেসরকারি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, যা দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। এদিনের স্মরণে দেশের সাংবাদিক সমাজ প্রতিবছর নানা কর্মসূচি পালন করে থাকে।

১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন সরকার চারটি সরকারি পত্রিকা ছাড়া দেশের সব সংবাদপত্র বন্ধ করে দেয়। হাজারো সাংবাদিক, কর্মচারী এবং সংবাদকর্মী রাতারাতি চাকরি হারান, সংবাদপত্র শিল্পে নেমে আসে অন্ধকার। এর ফলে জনগণ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ থেকে বঞ্চিত হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

বাংলাদেশে সাংবাদিকতা এখনও নানা সংকট ও চ্যালেঞ্জের মুখে। স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশ সংকীর্ণ হয়ে পড়েছে বলে অনেক সাংবাদিক মনে করেন। আইনি চাপ, ডিজিটাল নিরাপত্তা আইন, মামলা ও হুমকির কারণে সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারছেন না। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা বেড়েছে। ১৯৯২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে ৩৫ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণে এখনও অনেক ঘাটতি রয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে হাজারেরও বেশি সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, শারীরিক হামলা, হুমকি, হয়রানি ও পেশাগত বাধার সম্মুখীন হওয়া সাংবাদিকের সংখ্যা ১,০০০-এর বেশি বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে।
২০১৪ সালে মোট ২১৩ জন সাংবাদিক ও ৮ জন ব্লগার বিভিন্নভাবে আক্রমণের শিকার হন, যার মধ্যে ৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন এবং গুরুতর জখম হন ৪০ জন।
২০১৮-২০২৩: শুধু ডিজিটাল নিরাপত্তা আইনে ১,৪৩৬টি মামলা হয়েছে এবং এতে ৪,৫২০ জন অভিযুক্ত, যার মধ্যে অন্তত ৪৫১ জন সাংবাদিক।
২০২২ সালের জুলাই পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১১৯ জন সাংবাদিক নানামুখী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন।
২০২৩-২০২৫: বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১০০-২০০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন।
২০২৫ সালের প্রথম তিন মাসেই ৮১ জন সাংবাদিক নির্যাতন, হয়রানি, মামলা ও হুমকির শিকার হয়েছেন।

বাংলাদেশ সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিবর্তে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ নামে নতুন আইন প্রণয়ন করেছে। যেখানে বিতর্কিত ধারাগুলো সংশোধন বা বাদ দেওয়া হয়েছে এবং নাগরিক অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কার্যকর বাস্তবায়ন ও অপপ্রয়োগ রোধে আরও উদ্যোগ প্রয়োজন।

বিশ্লেষকরা মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। মালিকানার প্রভাব, স্বার্থান্বেষী এজেন্ডা ও স্ব-নিয়ন্ত্রণ (সেলফ সেন্সরশিপ) সাংবাদিকতার মৌলিক চেতনাকে বাধাগ্রস্ত করছে। সাংবাদিকদের সংগঠন ও পেশাদার নেতৃত্বই পারে এই সংকট উত্তরণে ভূমিকা রাখতে।সরকারের কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও বিচারহীনতার সংস্কৃতি ও নিরাপত্তাহীনতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এ দিনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

১৬ জুন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক শোকাবহ ও প্রতিবাদের দিন। সাংবাদিক সমাজ এই দিনটিকে স্মরণ করে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করছে।

ইরানের কঠোর বার্তা: দখলীকৃত ফিলিস্তিন ছাড়ো••••••••••••••••••••১৫ জুন ২০২৫, রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নে...
06/16/2025

ইরানের কঠোর বার্তা: দখলীকৃত ফিলিস্তিন ছাড়ো
••••••••••••••••••••

১৫ জুন ২০২৫, রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়্যাদ এক বিবৃতিতে ইসরায়েলিদের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল দ্রুত ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এবং ইরানি মেহের নিউজ সূত্রে জানা গেছে, তিনি বলেন—“দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী জায়োনিস্টদের এখনই এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ এই অঞ্চলের কোনো অংশ আর তাদের জন্য নিরাপদ থাকবে না। ইরানের বীর যোদ্ধারা দখলীকৃত সব এলাকাকে ঘিরে ফেলবে। তাই ওই অঞ্চলের অধিবাসীদের সতর্কবার্তা গুরুত্বসহকারে গ্রহণ করা উচিত।”

বিবৃতিতে আরও জানানো হয়, ইরান ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য রাখে এবং যেকোনো সময় হামলা চালাতে প্রস্তুত। গাজার অধিকাংশ এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে, সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইরানের এই হুমকিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ইরানের পাশে সৌদি আরব: মোহাম্মদ বিন সালমান•••••••••••••••মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সৌদি আরবের যুবর...
06/16/2025

ইরানের পাশে সৌদি আরব: মোহাম্মদ বিন সালমান
•••••••••••••••
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার (১৪ জুন) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে যুবরাজ স্পষ্টভাবে জানান, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। তিনি বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি এবং এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

যুবরাজ মোহাম্মদ আরও বলেন, ইসরায়েলের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব সব সময় শক্তি প্রয়োগের বিরোধী এবং সমস্যা সমাধানে সংলাপকে প্রধান পথ হিসেবে দেখতে চায়।

ফোনালাপে যুবরাজ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেন, “আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে রয়েছে।” তিনি আরও বলেন, সৌদি আরব বিশ্বাস করে, ইরান বিচক্ষণতার সাথে তেল আবিবের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং সৌদি-ইরান সম্পর্কের ভবিষ্যত দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

ইসরায়েলি আক্রমণে ইরানের ২২৪ নিহত, গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত•••••••••••••••••ইসরায়েলের বিমান হামলায় ইরানে নি...
06/16/2025

ইসরায়েলি আক্রমণে ইরানের ২২৪ নিহত, গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
•••••••••••••••••
ইসরায়েলের বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ জন নারী ও শিশু রয়েছে। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের ৯০ শতাংশই বেসামরিক জনগণ। এর মধ্যে গত শনিবার, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেহরানের একটি ১৪ তলা আবাসিক ভবন ধসে পড়ে নিহত হয়েছেন ৬০ জন, যাদের অর্ধেকই শিশু। খবর আল জাজিরার।

এছাড়াও, রবিবারের ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (IRGC)-এর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি সহ আরও দুই জেনারেল নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এ হামলায় IRGC-এর শীর্ষ কমান্ডারদের একটি সুরক্ষিত মিটিং চলাকালীন আটজন সিনিয়র কমান্ডারও নিহত হয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত দুই উচ্চপদস্থ জেনারেলের হচ্ছেন জেনারেল মেহদী রব্বানী সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনের ডেপুটি চিফ এবং জেনারেল গোলামরেজা মেহরাবি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ইন্টেলিজেন্সের ডেপুটি চিফ। এরা উভয়েই ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের শীর্ষ কর্মকর্তা ছিলেন।

ইউরোপিয়ান মিডিয়া এবং আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংঘর্ষ ইসরায়েল ও ইরানের মধ্যে সবচেয়ে তীব্র এবং বিস্তৃত আকার ধারণ করেছে, যা অঞ্চলজুড়ে ব্যাপক অস্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

তারেক রহমান দেশে ফেরার জন‍্য প্রস্তুত••••••••••••••••••••বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে...
06/16/2025

তারেক রহমান দেশে ফেরার জন‍্য প্রস্তুত
••••••••••••••••••••
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই বিএনপি ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্টের আগেই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় অন্তত ১০ লাখ লোক সমবেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তিনি যখন ইচ্ছা দেশে ফিরতে পারেন। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি শিবিরে নতুন উদ্দীপনা ছড়িয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকের সফল পরিণতির পর দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। বিশেষ করে, আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তার দেশে ফেরা বিএনপি ও সমর্থকদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।

ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, সেদিন রাজধানী ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি সরকারের পতনের আহ্বান ••••••••••••••••••••ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের রাজনৈতিক...
06/16/2025

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি সরকারের পতনের আহ্বান
••••••••••••••••••••
ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে ইরানের সাবেক যুবরাজ ও শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি স্পষ্টভাবে সরকারের পতনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বর্তমান সরকার এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং এটাই শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য একটি বড় সুযোগ।

রেজা পাহলভি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “চূড়ান্ত সমাধান হলো শাসনব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে। কারণ এই শাসনব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে”। তিনি আরও বলেন, ইসরায়েলের হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় খামেনি সরকার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে এখনই সরকার পরিবর্তন করা যায়।
তিনি ইরানের জনগণকে গণতান্ত্রিক লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞার বাইরে আরও কার্যকর সহায়তা দিতে বলেন। রেজা পাহলভি দাবি করেন, ইরানের ক্ষমতাসীনদের ভেতরের কিছু ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিদ্রোহের পরিকল্পনা করছেন। তিনি বলেন, “ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান রেজিমকে ক্ষমতাচ্যুত করলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সমস্যার সমাধান হবে”।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাত এবং অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে রেজা পাহলভি তার সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছেন এবং সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে চাইছেন।

ইসরায়েলি হামলায় আকাশপথ বন্ধ: সৌদিতে আটকে ৭৫ হাজার ইরানি হাজি•••••••••••••••••••সৌদি আরব ইরানে ফেরত যেতে না পারা হাজিদে...
06/16/2025

ইসরায়েলি হামলায় আকাশপথ বন্ধ: সৌদিতে আটকে ৭৫ হাজার ইরানি হাজি
•••••••••••••••••••
সৌদি আরব ইরানে ফেরত যেতে না পারা হাজিদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে ইরানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ইরানি হাজি সৌদি আরবে আটকা পড়েছেন। এই পরিস্থিতিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যেন এসব হাজিদের সব ধরনের সহায়তা ও আশ্রয় নিশ্চিত করা হয়।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারছেন, ততদিন তাদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে। হাজিদের জন্য থাকা-খাওয়া, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন, সৌদি আরব ইরানের জনগণের পাশে আছে এবং ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। ইরানি প্রেসিডেন্টও হাজিদের সহায়তার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের সামরিক স্থাপনায় হামলার ইঙ্গিত, সাধারণ জনগণকে সরতে বলল ইসরায়েল••••••••••••••••••••ইসরায়েলি সেনাবাহিনীর (IDF) পক...
06/16/2025

ইরানের সামরিক স্থাপনায় হামলার ইঙ্গিত, সাধারণ জনগণকে সরতে বলল ইসরায়েল
••••••••••••••••••••
ইসরায়েলি সেনাবাহিনীর (IDF) পক্ষ থেকে ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক এলাকার আশপাশে অবস্থানরত সাধারণ জনগণকে অবিলম্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা ২০২৫ সালের ১৫ জুন, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশ করা হয়।

IDF-এর ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘‘সব ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা—যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না’’।

এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, এই নির্দেশ কেবল সামরিক কৌশল নয়, বরং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নেওয়া হয়েছে।

উপসাগরীয় দেশগুলো মার্কিন যুদ্ধবিমানকে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না•••••••••••••••••••••••উপসাগরীয় অঞ্চলে নত...
06/16/2025

উপসাগরীয় দেশগুলো মার্কিন যুদ্ধবিমানকে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না
•••••••••••••••••••••••
উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি দেওয়ার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (UAE), কাতার ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের আকাশসীমা, বিমানঘাঁটি কিংবা ভূখণ্ড কোনোভাবেই ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য ব্যবহার করতে দেবে না।

সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, তারা তাদের আকাশসীমা, বিমানঘাঁটি বা ভূখণ্ড মার্কিন যুদ্ধবিমান বা সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। এই নিষেধাজ্ঞা শুধু হামলার জন্য নয়, বরং জ্বালানি সরবরাহ, উদ্ধার অভিযান বা গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

কাতার ও কুয়েত বিশেষভাবে নির্দেশ দিয়েছে, তাদের ঘাঁটি বা আকাশসীমা থেকে ইরানের ওপর কোনো সামরিক অভিযান চালানো যাবে না, যদিও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদ কাতারে অবস্থিত এবং কুয়েতে রয়েছে আলি আল সালেম ও আহমেদ আল জাবের এয়ারবেস।

সৌদি আরব, কাতার ও কুয়েত গোপনে তেহরানকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আক্রমণের জন্য সহায়তা করবে না। এতে ইরান কিছুটা আশ্বস্ত হলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।

মার্কিন যুদ্ধবিমানকে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তটি ২০২৫ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে নেয়া হয়েছিল।

Address

Montreal, QC

Telephone

+15145706848

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Gate of News-খবর দ্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Gate of News-খবর দ্বার:

Share