Habib

Habib মানুষ মানুষের জন্য...

02/27/2025

তুষার পাত at

Gratitude to International Youth Conference - IYC10 Committee for the confirmation.I'm so excited to be attending the IY...
09/24/2024

Gratitude to International Youth Conference - IYC10 Committee for the confirmation.
I'm so excited to be attending the IYC-10 online in New York City, from Montreal, Canada.

The IYC10 is set to take place from 25th to 29th September 2024, coinciding with the United Nations General Assembly session and the UN’s Summit of the Future. It’s a fantastic opportunity to connect with inspiring young leaders from around the world, exchange ideas, and learn about innovative solutions to global challenges. Looking forward to insightful discussions and meaningful collaborations!
The “Informal Youth Summit of the Future,” IYC10, aims to provide a platform for young people, especially those from the Global South who lack access to the UN, to engage in critical conversations and knowledge exchange surrounding the Summit of the Future.







কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড়  ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট’।  যেখানে সারা বিশ্বের প্রায় দু...
09/17/2024

কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট’। যেখানে সারা বিশ্বের প্রায় দুই হাজার ইউথ অ্যাটেন্ড করবে এবং অনেক নোবেল লরিয়েট সহ বিখ্যাত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন । এই সামিটে যদি কোন বাংলাদেশী অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের একজন ইয়ুথ এম্বাসেডর হিসেবে বিনামূল্যে সুযোগ করে দিতে পারবো । আগ্রহী কেউ থাকলে সাড়া দিতে পারেন । (আসন সীমিত)
স্থান: Palais des congrès de Montréal, Canada 🍁
সময়: ১৮ ই সেপ্টেম্বর।

09/16/2024

আলহামদুলিল্লাহ্
শুভ জন্মদিন
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবীজী হজরত মোহাম্মদ (সা:)

08/29/2024

টাকা পয়সা ধন-সম্পদ
প্রভাব প্রতিপত্তির চেয়ে
সবচেয়ে বড় বিষয় মানসিক প্রশান্তি
আলহামদুলিল্লাহ

08/21/2024
08/21/2024

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। এতি মধ্যে ১৯০ ও বেশি গ্রাম বন্য পরিস্থিতি

করণীয় :
~ মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা।

- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো 🙏❤️

সত্যিই আপনাদের নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে ।রেসপেক্ট বাংলাদেশ সেনাবাহিনী।🔴আজকের জন্য হটলাইন🔴জরুরি প্রয়োজনে কল করুন (স...
08/21/2024

সত্যিই আপনাদের নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে ।
রেসপেক্ট বাংলাদেশ সেনাবাহিনী।

🔴আজকের জন্য হটলাইন🔴

জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)

★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461
★RESCUE TEAM ARFAT-01836-889812
★JASHED VAI- 01818521000
★JOYNAL VAI- 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759

(নম্বরগুলো শেয়ার করে বর্ণার্তদের জানিয়ে দিন)

ঝরে গেল আরো একটি নিষ্পাপ শিশুর প্রাণসাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্র (এইচএসসি-২০২৫) ।গত ০...
08/21/2024

ঝরে গেল আরো একটি নিষ্পাপ শিশুর প্রাণ
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্র (এইচএসসি-২০২৫) ।

গত ০৫ আগস্ট (বিজয়ের দিন) দুপুরে ধামরাইয়ে পুলিশের গুলিতে আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মহান রবের ডাকে সাড়া দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৫ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পূর্বে ফেইসবুক পোস্টে আফিক লিখেছিলো-
"যেই দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে ওই ইতিহাস আবার লেখতেও রক্তই লাগবে ।"
আফিক কি জানতো ওর নিজের রক্ত দিয়েই এ ইতিহাস লেখা হবে?

কি বিশ্বাস হচ্ছেনা ?
কমেন্টে ফেসবুক আইডিটা ঘুরে আসতে পারেন ।
Afiqul Islam Saad

২৬ জুলাই এক পোস্টে সে লিখেছে -
"আগে মনে হতো, হাজার হোক নিজের দেশ। এই দেশে থাকার ইচ্ছা... কিন্তু বর্তমান পরিস্থিতি হিসেবে যত দ্রুত সম্ভব এ দেশ ছেড়ে চলে যেতে চাই।"
কিন্তু আফিক কি জানতো এত দ্রুত এ দেশ ছেড়ে তাকে পাড়ি জমাতে হবে অনন্ত অসীমের পথে?
আফিকরা চলে যায়, গড়ে যায় ইতিহাস ।

মহান আল্লাহ তায়ালা দ্বীনদার এ ছেলেটিকে ক্ষমা করে শাহাদাতের মর্যাদা দান করুন, সুমহান জান্নাতুল ফেরদাউস এর বাসিন্দা হিসেবে কবুল করুন। আমিন।

বটতলা নামে আছেশুধু বটগাছ নাইদহপড়া দহ আছেশুধু জল মাছ নাইফুলতলা ফুল আছেশুধু কোন ঘ্রাণ নাইসাধুবাড়ি সাধু আছেশুধু কোন প্রাণ...
08/21/2024

বটতলা নামে আছে
শুধু বটগাছ নাই
দহপড়া দহ আছে
শুধু জল মাছ নাই

ফুলতলা ফুল আছে
শুধু কোন ঘ্রাণ নাই
সাধুবাড়ি সাধু আছে
শুধু কোন প্রাণ নাই…

খেজুরতলা খেজুর নাই
কচুক্ষেতে কচু নাই
কলাবাগান কলা নাই
কাঠালতলা কাঁঠাল নাই
তালতলা তাল নাই…

ধর্মকামে ধর্ম আছে ?

সময়ের সাথে সাথে কতকিছু নাই হয়ে যায়, বদলে যায় শহর নগর বন্দর। কিন্তু শেকড়ের স্মৃতি থাকে অমলিন…

এই বটগাছ আর বটতলা ঘিরে অনেক স্মৃতি । বটগাছটি কেটে ফেলা হয়েছে অনেক আগেই কিন্তু বটতলা ভাবতেই আমার সবসময় সেই শৈশবের ছায়াসুনিবিড় বটগাছ চোখে ভাসে… কত অজস্র স্মৃতি মনে পড়ে । ভেসে ওঠে ফেলে আসা প্রিয় সব মুখ…

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত কাল রাতের আঁধার...
08/21/2024

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত কাল রাতের আঁধারে ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্র ইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল।
যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

কান ধরে উঠবস করানোর জন্য মনে হয় মুরুব্বির কাছে ক্ষমা চাওয়া উচিৎ ! নাকি !?এমন মানুষকে এভাবে কান ধরে উঠবস করানো উচিৎ হয়ন...
08/18/2024

কান ধরে উঠবস করানোর জন্য মনে হয় মুরুব্বির কাছে ক্ষমা চাওয়া উচিৎ ! নাকি !?
এমন মানুষকে এভাবে কান ধরে উঠবস করানো উচিৎ হয়নি ।

Address

Montreal, QC

Alerts

Be the first to know and let us send you an email when Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib:

Share

Category