একুশে বাংলা প্রকাশনী

একুশে বাংলা প্রকাশনী বাঙালিরা নিস্ব নয়, বাঙালি আজ বিশ্বময়।

06/21/2025

একটি লজ্জ্বার কবিতা
বশির আহমদ জুয়েল
একাত্তর দেখিনি--
দেখিনি একাত্তরের রাজাকারদের কোন কুকর্ম
চব্বিশের সফল ষড়যন্ত্রের ফসল হিসেবে
"একাত্তর কিংবা ৭১'' লেখা ব্যানারের পাশে দাড়িয়ে
একাত্তর বিরোধীদের অট্টহাসি দেখি।
এমন দৃশ্য দেখা বাঙালি হিসেবে সত্যিই লজ্জ্বার।

মাওলানা অলিউর রহমান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শহীদ বুদ্ধিজীবী বশির আহমদ জুয়েল সিলেটের গর্বের ধন, আলিম ওলামাদের স্বাধীনতার পথ...
02/19/2024

মাওলানা অলিউর রহমান
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শহীদ বুদ্ধিজীবী
বশির আহমদ জুয়েল

সিলেটের গর্বের ধন, আলিম ওলামাদের স্বাধীনতার পথ দেখানোর অগ্রনায়ক, শহীদ বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান মহান স্বাধীনতার ৫৪ বছর শহীদ বুদ্ধিজীবী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন। রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত গেজেটে দেখতে পেলাম মহান এই ব্যক্তির নাম। আমরা আজ আনন্দিত ও গর্বিত। সাথে গভীর শ্রদ্ধা হে মহান শহীদ বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান।

জাতির জনকের জীবদ্দশায় ১৯৭৩ সালে তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী তালিকায় মাওলানা অলিউর রহমানের নাম ছিল। কিন্তু অদৃশ্য কারণে নামটি তালিকা থেকে হারিয়ে যায়। ১৯৯৪-৯৫ সালে আমার লেখালেখি জীবনের শুরুতেই এই মহান মানুষটিকে পাঠ করতে শুরু করি। ১৯৯৪ সালে সিলেট লেখক সমিতি কর্তৃক প্রকাশিত বুদ্ধিজীবী স্মারকে তাঁকে নিয়ে চমৎকার ও তথ্যবহুল লেখা পড়ি। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী পুত্র বিশিষ্ট সংগঠক ও ছড়াসাহিত্যিক জুনায়েদ খোরাসানীর কাছ থেকে সংগ্রহ করি নানা অজানা তথ্য।

তখন থেকে শহীদ বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবীতে প্রতিবছর ১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবসে লিখে আসছি। যা অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় সমানতালে। আমার লেখায় একটি আক্ষেপ থাকতো বরাবর যে, শহীদ বুদ্ধিজীবী পুত্র মো. আবদুর রহমান খোরাসানী (জুনায়েদ খোরাসানী) জীবদ্দশায় কি দেখতে পাবেন তার বাবার নাম শহীদ বুদ্ধিজীবী তালিকায়?

আজ বাস্তবতা ও সত্য প্রকাশিত হয়েছে। জুনায়েদ খোরাসানী পেয়েছেন পিতার রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা সিলেটবাসী পেলাম মহান এক শহীদ বুদ্ধিজীবী।

শহীদ বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান এর নাম তালিকাভুক্ত করণে যারা বিন্দু পরিমাণ অবদান রেখেছেন তাদের প্রত্যককে অভিনন্দন। জয় বাংলা

01/15/2024

ষোলো ছাব্বিশ একুশ আমার
রক্তজরা শক্তি
বাংলা এবং বাংলা ভাষায়
নত শিরে ভক্তি।

02/24/2023

অর্থহীন
বশির আহমদ জুয়েল

০১।
নারীহীন কবিতা মানেই-
মূল্যহীন কথামালায় সাজানো এক কুড়ে ঘর॥

০২।
প্রিয়তমা ছাড়া-
প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু কবি হওয়া কঠিন॥

০৩।
প্রেয়সীর চোখের ভাষাই-
হৃদয় কোণে জমে থাকা ভালোবাসার মাতৃভাষা॥

০৪।
কালো কেশের লাল নদে কুমারীত্ব খোঁজে বেড়ানোই
বেশরম লালসার এক প্রকাশ বিন্দু।

০৫।
আঁখিদ্বয়ের কালো বৃত্তে শাদা তিলক না দেখাই
নিজেকে ফাঁকি দেয়ার চরম বহিঃপ্রকাশ।

Address

Montreal, QC

Alerts

Be the first to know and let us send you an email when একুশে বাংলা প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একুশে বাংলা প্রকাশনী:

Share

Category