07/31/2025
"রেসিস্ট" শব্দটা দেশের বাইরে খুব সিরিয়াস একটা টার্ম, যেটা মনে হয় বাইরে এসে ফার্স্ট শুনছি। অমুকে একটু গায়ের ব্রাউন রঙ দেখে হয়তো ইগ্নোর করছে বা অত পাত্তা দেয়নাই, হয়ে গেছে রেসিস্ট। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ কারো ধর্ম, গায়ের রঙ, কোন দেশি, ইত্যাদি নিয়ে সিরিয়াসলি কেউ ডিস্ক্রিমিণেট ধরনের মন্তব্য করলে এটার বিরুদ্ধে লিগাল একশন এ যাওয়ার প্রতিটি ইন্ডিভিডুয়ালের রাইট আছে কারন এটা একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস।
এত বছরের কানাডার জীবনে কখনও রেসিজম ফেস করি নাই।
কিন্তু যখন নিজের দেশে থাকা অবস্থায় রাস্তায় ছেলেদের টিজিং, পাড়া প্রতিবেশিরা বা অন্যরা গায়ের রঙ, মাথার চুল, বাইরের এপিয়ারেন্স নিয়ে পারেনা কি মন্তব্য করে যায় -তখন কি জানতাম আমার দেশের মানুষের চিন্তা ভাবনা, কথায় বার্তাই কতটা রেসিস্ট।
কোন ট্রেন্ড বিষয়ক অমুলক আলাপে গা ভাসাই না কারন এগুলো আবর্জনা জাতীয় টপিক, যা থেকে নেয়ার কিছু নাই। কিন্তু যখন দেখি এই মানুষ গুলি-ত আমারই আশে পাশের মানুষ যারা কিনা এভাবেই চিন্তা করে, সবাই না। আর যা চর্চা হচ্ছে, সেটাই ত মানুষের মাথায় কালচার হবে, তাই হচ্ছেও- মানুষের বুদ্ধি অইদিকেই ধাবিত হচ্ছে।
এই যে জয়া আর বিপাশা হায়াতের চেহারা বুড়িয়ে যাওয়া বা না যাওয়া নিয়ে এত কু-গবেষণা আর জাজমেন্টাল কথাবার্তা - এগুলো দিয়ে আপনারা আসলে দিনশেষে কি পান? কি জ্ঞান গর্ভ আদায় করলেন, নাকি সর্বজয়া জয়া আর কিংবদন্তী বিপাশার কিছু যায় আসল?
ইভেন এমন কপম্পিটিশন শুরু হয়ে গেছে যে, বিবাহিত রা বলতেছে, জয়ার বিয়ে বাচ্চা নাই, সংসার, টেনশন নাই - আর বিপাশা সংসার, বাচ্চা নিয়ে বুড়িয়ে গেছে। আসলেই আপনাদের চিন্তার লেভেল কতটা বিচিত্র বিবেচনাবর্জিত হতে পারে!
একজন মানুষ তার বাহ্যিক সৌন্দর্য,তার অবয়ব কতটুকু ধরে রাখতে পারবে বা না পারবে এগুলো শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করেনা। এগুলো তার জেনেটিকস, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, স্ট্রেস লেভেল,তার রোগ প্রতিরোধ ক্ষমতা, মেডিকেল কন্ডিশনস অনেক কিছুর উপর নির্ভর করে। অথবা সেই ব্যাক্তি তার এই পরিবর্তন বা লাইফস্টাইলেই যথেষ্ট ভাল আছে। এমন দুজন ব্যাক্তির পার্থক্য করছেন যারা বহুবছর ধরে তাদের প্রফেশনাল ক্ষেত্রে দুজনেরই ব্যাপক পরিবর্তন এসেছে।
বাচ্চা কাচ্চা সংসার করলে শুধুমাত্র সে বুড়িয়ে যাবে- এই ফর্মুলা অনেক আগেই চেঞ্জ হয়ে গেছে। আর যাদের বাচ্চা নাই, সংসার নাই তাদের কাজ ও নাই- এইরকমের ঘিলুহীন মন্তব্য আপনারা যুগের পর যুগ করেন কিভাবে?
একটা মানুষের কর্মজীবন দেখেন, অর্জন দেখেন, খেয়াল করেন তাদের চিন্তা, বুদ্ধি, ব্যাক্তিত্ত, কথাবার্তা, অন্যদের কিভাবে ট্রিট করে, মোরাল দিক, কিভাবে নিজেকে প্রকাশ করে, কিভাবে ভাবে আরও অনেক কিছু নোটিশ করার বিষয় আছে। শুধুমাত্র শরীর, রঙ, পোশাক এগুলি নিয়ে এত অবসেসড কেন আপনারা? পৃথিবীতে ভাবার, জানার কত ইন্টারেস্টিং বিষয়বস্তু আছে!
শুধুমাত্র মানুষের বাইরের গায়ের রঙ, কোন ধর্ম, পোশাক এগুলি নিয়ে পরে থাকবেন না। আপনাদের ব্যাক্তিগত পছন্দের চেকলিস্ট থেকে মানুষকে মুক্তি দেন। একজন মানুষ তখন ই এসব নিয়ে পরে থাকে কারন সে নিজে সেইভাবে চলতে পারছেনা বা তার জীবনে পরিবর্তন গুলি আনতে পারছেনা।
প্লিজ একটু সেন্সিটিভ, একটু এথিকাল, একটু সদয় হোন- কাউকে নিয়ে কোন মন্তব্য করার আগে।
বি হিউম্যান, প্লিজ!