Mostarina Bizlee

Mostarina Bizlee The unexamined life is not worth living --Socrates. lets find the truth and real meaning together. my blog : https://idyllicbizlee.wordpress.com

মনে কর যদি সব ছেড়ে হায়চলে যেতে হয় কখনো আমায়মনে রবে কি রজনি ভোরেনয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতেকে গান শুনাতো!!
12/08/2025

মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনি ভোরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো!!

সব দিন একরকম যায় না। কোন কোন দিন তুমি শারীরিক চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে যাও। সেসমস্ত দিনে মনের সাহস আর ধৈর্য এর কঠিন পরীক্...
12/06/2025

সব দিন একরকম যায় না। কোন কোন দিন তুমি শারীরিক চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে যাও। সেসমস্ত দিনে মনের সাহস আর ধৈর্য এর কঠিন পরীক্ষা দিতে হয়। আমার জন্য গতকাল ছিল তেমনই।

গত দুদিন ধরেই ঠান্ডা লাগবে,জ্বর আসবে এগুলি আভাস দিচ্ছিল কিন্তু পাত্তা দেইনি। ২০২৩ এ বাংলাদেশে গিয়ে প্রথমবারের মত বেশ সিভিয়ার এজমা ধরা পরে। টানা দেড় মাস ভুগেছি। ডাক্তার বলছিল যে এই এজমা ওয়ান্স ইন আ হোয়াইল ঘুরে ফিরে আসবে।

কানাডা আসার পর ভালই ছিলাম। আবার ৫-৬ মাস পর খুব বাজে অবস্থা হয়। এরপর প্রায় দেড় বছর পর এই ব্লেসিং আবার আমাকে হিট করে গতকাল। অফিস হাফ করে রওনা দেই ওয়াক ইন এ, ততক্ষণে আমার প্রচন্ড জ্বর আর খুব শাসকষ্ট হচ্ছিল,মনে হচ্ছিল এ যাত্রায় আর টিকতে পারব না হয়তো। মনে হচ্ছিল বুকের ভেতরে পুরো ব্লক হয়ে গেছে, নিসশাস কোথা দিয়ে যাবে আসবে কোন জায়গা নেই।

ডাক্তার এর জন্য বসে ছিলাম পাক্কা আড়াইঘন্টা। এত শারীরিক ভাবে কষ্ট হচ্ছিল,মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়া ভাল। এই মুহুর্ত গুলিতে প্রিয় জনের কথা হয়তো সাভাবিক ভাবেই অনেক মনে পড়ে, কিন্তু আমার মনে পরেনি। জীবন থেকে আমি শুধু জানি আর শিখেছি, I am the only one who takes care of myself.

যাই হোক মহামান্য ডাক্তার এর দেখা পেলাম। আমাকে পাচদিনের হাই ডোজের এন্টিইনফ্লেমেটরি ট্যাবলেট দিল আর সাথে ইনহেলার। বাসায় আমার চার রকমের ইনহেলার আর নেবুলাইজার ছিল। সাথে করে নিয়ে আসতে মনে নেই। ওয়েস্টার্ন মেডিসিন নেয়াতে আমার যত অনীহা। এত ফ্রাস্টেটেড হয়ে গেছিলাম কারন শ্বাস নিতে পারছিলাম না, ডাক্তার কে জিজ্ঞেস করছিলাম, এগুলো খেলে আমি কি বেটার ফিল করব?

রাত থেকে এখন সকাল। না, এখনো তেমন বেটার ফিল করছি না কিন্তু মানসিক ভাবে শক্তি পাচ্ছি।

সকালে উঠে বিছানা করলাম, ঘর গোছালাম, খাবার পাতে সাজিয়ে খেয়ে ওষুধ খেলাম।

এসময় অনেক কিছু মনে হয়ে আমি হয়তো আমার নিজের জন্য আরো সাফারিংস ডেকে আনতে পারতাম। ভাবতাম, কাছে মা বাবা থাকলে ভাল হত, ভাইয়ের কথা, প্রানপ্রিয় হাসবেন্ডের কথা কিন্তু না আমি সাফার করায় বিশ্বাসী না, আমি ধুকে ধুকে কষ্ট পাওয়া আর সেটা নিয়ে ইলিউশন তৈরি করায় বিশ্বাসী না।

আমার পাতে যতটুকু খাবার আমার জন্য আছে সেটা নিয়েই আমার নিজের শান্তি আমি রচনা করব আর আমার কাছের মানুষ গুলি কে সেভাবেই আমি সাহস দিব। I am a strong woman, I like to fix my own things. I dont like to depend on others. I can take care of myself, my health, my emotions, my peace.

জীবনে আমি বহু মানুষের মনে কষ্ট নিয়ে নিজের জীবন টাকে আরো দুর্বিষহ বানিয়ে ফেলতে দেখেছি, নো ম্যাটার হোয়াট তাদের জীবনে কত কি আছে সেগুলোতে তারা ফোকাস করেনা।
So, I don't believe in suffering and depression is my foot.

কেন এই ছোট্ট জীবনে এত ইগো, এত কমপ্লেক্স, এত কষ্ট পুষে বেড়াব? নিজে ভাল থাকব, অন্যকেও ভাল থাকতে দিব।

সকলের দোয়াপ্রার্থী।

আমার প্লেটে আছে :

-কুইনোয়া, লেন্টিল, খুব অল্প রাইস, সুইট পটেটো মিলে একটা নরম কিছু, প্যান ফ্রাই স্যামন অন দ্য টপ
- সেদ্ধ ব্রোকোলি আর রাপিনি
-বিফ কাবাব
-টমেটো
-হাফ এভোকেডো তে একটু মায়ো আর গ্রিক ইয়োগার্ট মিশিয়েছি।
( এগুলো আগে রান্না করা ছিল)

আমার কাছে নীরবতা মানে শক্তি। দিনের একটা লম্বা সময় আমার চুপচাপ থেকে কাটাতে ভাল লাগে। এ শহরে কেউ উচ্চস্বরে কথা বলে না, অযথ...
12/05/2025

আমার কাছে নীরবতা মানে শক্তি। দিনের একটা লম্বা সময় আমার চুপচাপ থেকে কাটাতে ভাল লাগে।

এ শহরে কেউ উচ্চস্বরে কথা বলে না, অযথা কোলাহলে জড়ায় না, অপ্রয়োজনীয় কথা বলে আপনার কান গরম করেনা।
সবসময় কথা বললে দেখবেন, অনেক অপ্রয়োজনীয় কথা এমনকি যা বলতে চান্ নাই তাও বলা হয়ে যায়।

কর্টিসল হরমোন এত বাড়িয়ে কি হবে বলেন ত? জীবন ত ছোট। কিছু কিছু হিসেব নিকেশ বাদ দিতে হবে, স্ট্রেস না কমালে যেখানে যেভাবেই থাকেন ভাল থাকবেন না। সবসময় কোন কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করাটা খুব ক্ষতিকর একটা সভাব।

so, choose to turn inward & save your energy.. Remember, we all have a fixed amount of energy. Once it is gone, we feel drained, empty and disconnected..

চুপ থাকাটা নিজের ভেতরের এনার্জি ধরে রাখে, নিজের দিকে ফোকাস করতে পারি। কি করছি, কি খাচ্ছি, কেন করব, ইত্যাদি আরো অনেক প্ল্যানে মনোযোগ আনা যায়। নীরবতার ভেতরে নিজের সঙ্গে অনেক কথা বলি, লক্ষ্য ঠিক করি, আর নিজের শক্তিকে টিকিয়ে রাখি।

Not every emotion needs noise.
Sometimes the strongest people are the ones who protect their inner world quietly and I am one of থেম

Simply, I dont choose to suffer...I believe in showing up, doing the work and getting up no matter how many times life k...
12/03/2025

Simply, I dont choose to suffer...

I believe in showing up, doing the work and getting up no matter how many times life knocks me down.

I am a deep soul and breaking me isnt that simple.

12/02/2025

Life Reality & Niagara Falls – সত্যিকারের সুখ কোথায়?”
Niagara Falls… first time in our life.
One of the most beautiful and powerful experiences we ever had.

কোনকিছু নিয়ে ইন্সট্যান্ট রিয়েক্ট করার আগে বা কনক্লুশন এ পৌছানোর আগে এক্টু পজ নেন, একটু সময় নিয়ে ভাবুন,  নিজেকে শান্ত করু...
11/28/2025

কোনকিছু নিয়ে ইন্সট্যান্ট রিয়েক্ট করার আগে বা কনক্লুশন এ পৌছানোর আগে এক্টু পজ নেন, একটু সময় নিয়ে ভাবুন, নিজেকে শান্ত করুন, পুরো বিষয়টা বুঝে নিন।

বেশির ভাগ ভুল বুঝাবুঝি হয় অনুমান থেকে, ফ্যাক্টস থেকে নয়।

একজন ম্যচিউর এবং রেস্পন্সিবল মানুষ এভাবেই চিন্তা করবে।
আপনার থট প্রসেস হলো আপনার জীবনের ব্লুপ্রিন্ট এর মত।

উল্টাপাল্টা রিয়েক্ট করলেন ত -সব গোজামিল পাকাই ফেললেন।

আমার এই একা বোহেমিয়ান লাইফ খুব ভাল লাগে। গত ৬ মাসে জীবনের কত নিয়ম বদলে ফেলেছি! অনিয়ম ভাংতে ইচ্ছাশক্তি লাগে, খুব ইচ্ছাশক্...
11/28/2025

আমার এই একা বোহেমিয়ান লাইফ খুব ভাল লাগে। গত ৬ মাসে জীবনের কত নিয়ম বদলে ফেলেছি! অনিয়ম ভাংতে ইচ্ছাশক্তি লাগে, খুব ইচ্ছাশক্তি আর ভাল থাকার নেশা। চল্লিশে একটা জিনিস ভালভাবে শিখেছি -আর তা হলো ডিটাচমেন্ট। ডিটাচমেন্ট মানে এই না যে অসামাজিক বা রোবট হয়ে যাওয়া।

ডিটাচমেন্ট মানে এই যা আমার হাতে নাই, যা আমি কন্ট্রোল করতে পারবনা তাকে ছেড়ে দেয়া, সারেন্ডার করা এবং তার সাথে নিজের মাঝে শান্তি তৈরি করা। তা হতে পারে জড় বা জীবের সাথে দুই সম্পর্কে ই। এই পরিনত বয়সে একা শৃঙ্খল লাইফ লিড করাটা কে জীবনের সবচেয়ে, সবচেয়ে মুল্যবান সময় মনে হয়৷

আমি যে নিয়মে চলতে পারি - এটা নিজের কাছে প্রুফ করতে পেরে আমার ভাল লাগে। আমার চারপাশে এমন সব মানুষ যারা সকাল বিকাল আমাকে ভাল কথা বলে, কম্পলিমেন্ট দেয়, প্রান খুলে হাসে- পুরোপুরি একটা পজিটিভ আনন্দময় পরিবেশ।

গত এক মাস ধরে আমি অফিসে হেটে যাই, হেটে আসি। আগে অফিসের পরে হাটতাম। মিনিমাম ৬ কিমি প্রতিদিন হাটা হয়। আজকে এমন একটা আঊলা ওয়েদার ছিল যে- বাতাস, বরফ, বৃষ্টি সব একসাথে।

সুপারভাইজার বাইরে তাকায়ে বলতেছে, মোস্তারিনা আজকে হেটে যাবা? আমি হেসে বললাম, হ্যাঁ। হাট্ তে গেলেই দেখবা যখন ফ্লো চলে আসে খুব ভাল লাগে। ও সাথে সাথে বল্লো, "I love your spirit". পাশে আমার কলিগ এড করলো, tomorrow will never come. আসলেই কত সত্য কথা। আমার সুপারভাইজার নিজেই লাঞ্চব্রেকে ১ ঘন্টা দৌড়ায় ওয়েদার যেমন ই থাক, বয়স ৫১।

যদি এখন মারাও যাই সত্যি আমার লাইফে কোন আফসোস নাই কারন আল্লাহ আমাকে যখন যা দিয়েছেন তাই হাত পেতে নিয়েছি, পরিশ্রম করেছি, কারো সাহায্য বা অনুগ্রহের জন্য তাকিয়ে থাকিনি। তাই অনেকের কাছে আমার লাইফ টা কঠিন মনে হলেও আমার কাছে আমার লাইফ টা অনেক সহজ, অনেক মিনিংফুল।

আলহামদুলিল্লাহ।

Address

Regina, SK

Alerts

Be the first to know and let us send you an email when Mostarina Bizlee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostarina Bizlee:

Share

Category