Mostarina Bizlee

Mostarina Bizlee The unexamined life is not worth living --Socrates. lets find the truth and real meaning together. my blog : https://idyllicbizlee.wordpress.com

08/10/2025

অন্য কারো লাইফ নিয়ে এত মাথা ব্যাথা কেন?

আজকে আমার গ্রোসারি এবং রান্নার দিন। গ্রোসারি তে যাবার আগে মনে মনে প্ল্যান থাকে কি সবজি বা মাছ মাংস নিব, কি কি রান্না করব...
08/09/2025

আজকে আমার গ্রোসারি এবং রান্নার দিন। গ্রোসারি তে যাবার আগে মনে মনে প্ল্যান থাকে কি সবজি বা মাছ মাংস নিব, কি কি রান্না করব। বাজারে সবজি দেখলে সবুজ কালারফুল সবজি, ফল নেয়ার জন্য আবেগি হয়ে যাই। ছোট বেলা থেকে কাচা বাজার দেখে দেখে কেনায় অভ্যস্ত। আর এই অভ্যাসের জন্য সকল কৃতজ্ঞতা আমার মা - র প্রতি। আমার মা আমার লাইফ টা কে এত সহজ করে দিয়েছেন, তিনি নিজেও জানেন না কীভাবে! বাজার থেকে এসে রান্নার সব আয়োজন সিরিয়ালি চলতে থাকে। সবকিছু ধুয়ে সারি সারি করে রেখে রান্নার সময় যেন আলাদা করে আবার ছূরি কাচি নিয়ে বসতে না হয় সেভাবে ই সব প্রিপেয়ার করি। এতে রান্না করে আরাম পাওয়া যায়।

এই পুরো প্রক্রিয়া বাজার থেকে রান্নার প্রিপারেশন, ফাইনালি খাবার যখন পাতে রেখে খাই, তখন “আলহামদুলিল্লাহ” কত ভাল একটা কাজ করেছি! নিজেকে ধন্যবাদ জানাই, you did a great job.পুরো সপ্তাহের খাবার টা গোছানো থাকলে অর্ধেক কাজ মাথা থেকে কমে যায়।

আমাদের জীবনে বাংলাদেশের কন্টেক্স এ health হলো সবচেয়ে underrated জিনিস। শরীর কে আমরা এত granted ভাবে নিই - যা একদমই উচিত না।

অনেক মেয়েকেই বলতে শুনি "I hate cooking বা আমি কেন রান্না জানব বা আমার কেন শিখতে হবে"। কিন্তু cooking কোনো gender thing না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ unavoidable একটা life skill। আজ হোক কাল হোক জীবনের যেকোনো পর্যায়ে গিয়ে দেখবেন রান্না আপনাকে করতেই হচ্ছে। আর এই একটা স্কিল দেশের বাইরে জীবনটাকে অনেক সহজ করে দেবে। Master chef হতে হবে না, কিন্তু basic cooking জানা খুব জরুরি প্রত্যেকেরই, healthy আর organized life এর জন্য।

দিনের শেষে, আপনার body-ই আপনার সবচেয়ে বড় asset, আর সেটাকে ভালোভাবে nourish করাই আমাদের জীবনের সব কিছুর foundation।

"life is not a bed of roses". জীবন আরামের না বরং কাজময়। কিছু skill শিখেন, আর যদি cooking না জানেন, start today।

সবশেষে “আম্মু আপনাকে খুব ভালোবাসি।
আপনার জন্যই আমার life আজ হাজার গুণ easier, happier, healthier।”

Pain মানুষকে শক্ত করে। যে নিজের ভেঙে যাওয়া অংশ গুলিকে জোড়া লাগিয়েছে, নিজেকে বার বার গড়ে তুলেছে, তাকে ভাঙা সহজ নয়।She is ...
08/04/2025

Pain মানুষকে শক্ত করে।
যে নিজের ভেঙে যাওয়া অংশ গুলিকে জোড়া লাগিয়েছে, নিজেকে বার বার গড়ে তুলেছে, তাকে ভাঙা সহজ নয়।
She is Unbreakable, Unshakable.

এই রকম একটা অস্তিত্ব তৈরি হতে সময় লাগে বছরের পর বছর।
এই strength রাতারাতি আসে না, this shield is built over years, silently and patiently.

"রেসিস্ট" শব্দটা দেশের বাইরে খুব সিরিয়াস একটা টার্ম, যেটা মনে হয় বাইরে এসে ফার্স্ট শুনছি। অমুকে একটু গায়ের ব্রাউন রঙ দেখ...
07/31/2025

"রেসিস্ট" শব্দটা দেশের বাইরে খুব সিরিয়াস একটা টার্ম, যেটা মনে হয় বাইরে এসে ফার্স্ট শুনছি। অমুকে একটু গায়ের ব্রাউন রঙ দেখে হয়তো ইগ্নোর করছে বা অত পাত্তা দেয়নাই, হয়ে গেছে রেসিস্ট। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ কারো ধর্ম, গায়ের রঙ, কোন দেশি, ইত্যাদি নিয়ে সিরিয়াসলি কেউ ডিস্ক্রিমিণেট ধরনের মন্তব্য করলে এটার বিরুদ্ধে লিগাল একশন এ যাওয়ার প্রতিটি ইন্ডিভিডুয়ালের রাইট আছে কারন এটা একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস।

এত বছরের কানাডার জীবনে কখনও রেসিজম ফেস করি নাই।
কিন্তু যখন নিজের দেশে থাকা অবস্থায় রাস্তায় ছেলেদের টিজিং, পাড়া প্রতিবেশিরা বা অন্যরা গায়ের রঙ, মাথার চুল, বাইরের এপিয়ারেন্স নিয়ে পারেনা কি মন্তব্য করে যায় -তখন কি জানতাম আমার দেশের মানুষের চিন্তা ভাবনা, কথায় বার্তাই কতটা রেসিস্ট।

কোন ট্রেন্ড বিষয়ক অমুলক আলাপে গা ভাসাই না কারন এগুলো আবর্জনা জাতীয় টপিক, যা থেকে নেয়ার কিছু নাই। কিন্তু যখন দেখি এই মানুষ গুলি-ত আমারই আশে পাশের মানুষ যারা কিনা এভাবেই চিন্তা করে, সবাই না। আর যা চর্চা হচ্ছে, সেটাই ত মানুষের মাথায় কালচার হবে, তাই হচ্ছেও- মানুষের বুদ্ধি অইদিকেই ধাবিত হচ্ছে।

এই যে জয়া আর বিপাশা হায়াতের চেহারা বুড়িয়ে যাওয়া বা না যাওয়া নিয়ে এত কু-গবেষণা আর জাজমেন্টাল কথাবার্তা - এগুলো দিয়ে আপনারা আসলে দিনশেষে কি পান? কি জ্ঞান গর্ভ আদায় করলেন, নাকি সর্বজয়া জয়া আর কিংবদন্তী বিপাশার কিছু যায় আসল?

ইভেন এমন কপম্পিটিশন শুরু হয়ে গেছে যে, বিবাহিত রা বলতেছে, জয়ার বিয়ে বাচ্চা নাই, সংসার, টেনশন নাই - আর বিপাশা সংসার, বাচ্চা নিয়ে বুড়িয়ে গেছে। আসলেই আপনাদের চিন্তার লেভেল কতটা বিচিত্র বিবেচনাবর্জিত হতে পারে!

একজন মানুষ তার বাহ্যিক সৌন্দর্য,তার অবয়ব কতটুকু ধরে রাখতে পারবে বা না পারবে এগুলো শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করেনা। এগুলো তার জেনেটিকস, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, স্ট্রেস লেভেল,তার রোগ প্রতিরোধ ক্ষমতা, মেডিকেল কন্ডিশনস অনেক কিছুর উপর নির্ভর করে। অথবা সেই ব্যাক্তি তার এই পরিবর্তন বা লাইফস্টাইলেই যথেষ্ট ভাল আছে। এমন দুজন ব্যাক্তির পার্থক্য করছেন যারা বহুবছর ধরে তাদের প্রফেশনাল ক্ষেত্রে দুজনেরই ব্যাপক পরিবর্তন এসেছে।

বাচ্চা কাচ্চা সংসার করলে শুধুমাত্র সে বুড়িয়ে যাবে- এই ফর্মুলা অনেক আগেই চেঞ্জ হয়ে গেছে। আর যাদের বাচ্চা নাই, সংসার নাই তাদের কাজ ও নাই- এইরকমের ঘিলুহীন মন্তব্য আপনারা যুগের পর যুগ করেন কিভাবে?

একটা মানুষের কর্মজীবন দেখেন, অর্জন দেখেন, খেয়াল করেন তাদের চিন্তা, বুদ্ধি, ব্যাক্তিত্ত, কথাবার্তা, অন্যদের কিভাবে ট্রিট করে, মোরাল দিক, কিভাবে নিজেকে প্রকাশ করে, কিভাবে ভাবে আরও অনেক কিছু নোটিশ করার বিষয় আছে। শুধুমাত্র শরীর, রঙ, পোশাক এগুলি নিয়ে এত অবসেসড কেন আপনারা? পৃথিবীতে ভাবার, জানার কত ইন্টারেস্টিং বিষয়বস্তু আছে!

শুধুমাত্র মানুষের বাইরের গায়ের রঙ, কোন ধর্ম, পোশাক এগুলি নিয়ে পরে থাকবেন না। আপনাদের ব্যাক্তিগত পছন্দের চেকলিস্ট থেকে মানুষকে মুক্তি দেন। একজন মানুষ তখন ই এসব নিয়ে পরে থাকে কারন সে নিজে সেইভাবে চলতে পারছেনা বা তার জীবনে পরিবর্তন গুলি আনতে পারছেনা।

প্লিজ একটু সেন্সিটিভ, একটু এথিকাল, একটু সদয় হোন- কাউকে নিয়ে কোন মন্তব্য করার আগে।
বি হিউম্যান, প্লিজ!

চারপাশের আওয়াজে সবসময় নিজেকেহারিয়ে ফেলতে মন চায়না। জীবন একঘেয়েমি পছন্দ করেনা। Now silence feels much safer than consta...
07/25/2025

চারপাশের আওয়াজে সবসময় নিজেকে
হারিয়ে ফেলতে মন চায়না। জীবন একঘেয়েমি পছন্দ করেনা।
Now silence feels much safer than constant noise.
নীরবতা এখন বড় আশ্রয় মনে হয়।

আর তাড়াহুড়ো নেই।
আমি কেবল সেই পথে চলি যেখানে শান্তি আছে।

সব কিছু আমার নিয়ন্ত্রণে না, এটা মেনে নিতে শিখে গেছি।
Some things I can control. Some, I cannot.
যা পারি, তা ঠিক করি।
আর যা পারি না, তাকে ছেড়ে দিই। Let it go.

সব কষ্টের উত্তর খুঁজতে হয় না।
কিছু অনুভূতি কেবল অনুভব করার জন্যই আসে, কিছু ঝড় আসে শুধু তোলপাড় করার জন্যই।

মানতেই হবে, pain is also part of the process.
এটাই তো জীবন। ভাঙা, গড়া, আবার দাঁড়ানো।

07/22/2025

আজ বাংলাদেশের মাটিতে যে ছোট ছোট নিষ্পাপ শিশুদের আমরা চিরতরে হারালাম, সেই ব্যথা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এটা কেবল একটি দুর্ঘটনা নয় বরং একটি জাতিগত শোক।

আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি।
আমরা ক্ষমাপ্রার্থী। আমরা তোমাদের রক্ষা করতে পারিনি। এ দায়ভার সবার।

ভবিষ্যতে যেন আর কোনো মা-বাবাকে এভাবে কাঁদতে না হয়, কোনো শিশুকে অকালে প্রাণ হারাতে না হয়, এই প্রার্থনা করি।

07/20/2025

I was stuck. Then সারাদিন কি সুন্দর productive দিন কাটলো. কিছু একটা বদলে গেল।

07/20/2025

আজকে রাতের খাবার গুয়াকাম্যলে

একদিন আমি থাকবো না।না এই শহরে, না এই কণ্ঠে না শরীরে। আমি হারিয়ে যাবো সময়ের কোলে, নিঃশব্দ হয়ে।আমার একটা চাওয়া থাকবে, তোমর...
07/18/2025

একদিন আমি থাকবো না।
না এই শহরে, না এই কণ্ঠে না শরীরে।
আমি হারিয়ে যাবো সময়ের কোলে, নিঃশব্দ হয়ে।

আমার একটা চাওয়া থাকবে, তোমরা আমার লেখাগুলো, দয়া করে ওগুলো বাঁচিয়ে রেখো।
আমার ভাবনা, আমার অনুভব, আমার নিঃশব্দ যন্ত্রণাগুলো, যেগুলো আমি শব্দে রূপ দিয়েছিলাম,
সেগুলোকে বাঁচিয়ে রেখো।

আমি চাই আমার লেখাগুলো একটু ভালোবাসা পাক,
আমি চাই না applause, fame, বা spotlight.
আমি চাই শুধু let my writing outlive me.
Let my thoughts remain, even if I don't.

আমার অনুপস্থিতিতে, যদি কিছু রাখতে চাও
তবে রেখ আমার লেখাগুলি, ভাবনা গুলি, না বলা ইমোশন গুলি যদি তোমার মনে ছোয় কখনো। যদি কোনোদিন আমার লেখা পড়ে তুমি একটু আশার আলো পাও, যদি আমার জীবনের অভিজ্ঞতা কোথাও কাজে লাগে বা একটু আশ্রয়, আলো বা একটু উপলব্ধি দেয় তাহলে আমি জানবো, আমি মরিনি।

সেটাই হবে আমার লেখার সবচেয়ে বড় সার্থকতা।

Because I believe, sharing experiences is the only way we truly heal each other.

আমি বিশ্বাস করি, আমরা সবাই কম বেশি ভেঙে পড়ি, আবার উঠে দাড়াই। আমি লিখি, কারণ আমি অনুভব করি। আমি প্রচন্ড এক্সপ্রেসিভ একজন মানুষ যার অনেক কিছু জানার, বোঝার অদম্য আগ্রহ। আমি লিখি কারণ আমি জানি, কিছু যন্ত্রণা ভাষা পেলে হালকা হয়, কিছু ভাললাগা ভাষা পেলে আরো জীবন্ত হয়।

আর যদি সেই ভাষা তোমার ব্যাথার সাথে কোথাও মিল খায় তাহলে আমি এটাও জানি, আমি শুধু একা নই, তুমিও না। অনেকের মতই তুমিও আমিও, একি ঢেউয়ের মধ্যে দিয়ে সবাই যাই কমবেশি।

If my words ever reached you, healed you, held you quietly in your silence then that's the only reward I ever wanted.

ভাল থেক, জীবনকে বোঝ।

Address

Regina, SK

Alerts

Be the first to know and let us send you an email when Mostarina Bizlee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostarina Bizlee:

Share

Category