
02/02/2023
তেহারি ভালোবাসা!!!
বাংলাদেশ যখন ছিলাম কখনও তেহারি খুব একটা খাওয়া হতো নাহ ! কখনও খেলে বসুন্ধরা এর আল্লাহ দান এর তেহারি ই কিনতাম !! বউ বলতো বাংলাদেশ এ আর কোনো দোকান নাই আল্লাহ এর দান ই খালি দেখতে পাও! একচুয়ালি ও বুঝাত আমি কিপটা বাট কী করবো আল্লাহ এর দান ই যে আমার মজা লাগত !! খেয়েসি তোহ সব দোকান এর ই !
যাইহোক আজ বিদেশে আল্লাহএর দান ও নাই বা অন্য কোন তেহারি সপ ও নাই ! আর ইন্ডিয়ান অথবা আরব বিরিয়ানি এর কথা নাই বা বলি ! কী যে রান্না করে ওরা ই জানে!
তাই আজ তেহারি রান্না করলাম ! আহা কী যে টেস্ট !!! সেই আল্লাহএর দান এর টেস্ট যেন এখন কানাডা তেহ !
হোক নাহ আজ তেহারি ডে!!
তেহারি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা!!!!!
ইতি
তোমার লাভার